Ration Card: ফ্রী রেশন আর দেওয়া হবেনা এই কাজ না করলে, 30 তারিখের মধ্যে করতে হবে

রেশন কার্ড বা Ration Card হলো একটি গুরুত্বপূর্ণ নথি। রেশন কার্ডের মাধ্যমেই দেশের জনসাধারণ বিনামূল্যের রেশনজাত দ্রব্য পেয়ে থাকেন। বিশেষ করে দেশের নিম্ন দরিদ্র ও মধ্যবিত্ত মানুষদের এই রেশন থেকে পাওয়া খাদ্য সামগ্রী অনেকটাই খাদ্য সংস্থানের জোগান দেয়। এখনো দেশের কিছু পরিবার রয়েছে যাদের দুবেলা দুমুঠো অন্ন সংস্থানের জন্য সারাদিন হাড়ভাঙ্গা খাটনি খাটতে হয়।

Advertisement

Ration Card Link Deadline Extended

তাদের কাছে রেশন থেকে পাওয়া চাল, গম অন্যসংস্থানের জন্য অনেকটাই ভূমিকা পালন করে থাকে। রেশন কার্ড বা Ration Card আর্থিক স্ট্যান্ডার্ড অনুযায়ী অনেক ক্যাটাগরির হয়। বিভিন্ন ক্যাটাগরির রেশন কার্ডে খাদ্যদ্রব্যের পরিমাণও ভিন্ন হয়। তবে খাদ্য সংস্থা দপ্তর লক্ষ্য করেছেন এই রেশন যত দ্রব্য নিয়েও কারচুপি হচ্ছে প্রায়ই।

Advertisement

যে সমস্ত ব্যক্তিরা APL Ration Card ক্যাটাগরির রয়েছেন তারাও বিপিএল রেশন কার্ড বা BPL Ration Card ব্যবহার করছেন। এই সমস্ত কারচুপি বন্ধ করার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার রেশন কার্ডের সাথে আধার কার্ডের লিংক (Ration Card Aadhaar Link) করানোর কথা ঘোষণা করেছিলেন অনেকদিন আগে। যদিও এখনো পর্যন্ত অনেক মানুষ এই গুরুত্বপূর্ণ কাজটি করেননি। কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিলেন যারা ৩০ জুনের মধ্যে রেশন ও আধার কার্ড লিঙ্ক করাবেন না তাদের রেশন কার্ডটি বাতিল করা হবে।

যদিও সেই সিদ্ধান্তের কিছুটা বদল করলেন কেন্দ্রীয় সরকার। সাধারণ মানুষের কাছে এটাই স্বস্তির খবর। কিছুদিন বর্ধিত করা হলো লিংক করানোর সময়। খাদ্য ও পাবলিক ডিস্ট্রিবিউশন বিভাগের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, রেশন কার্ডকে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করার শেষ তারিখ এখন 30 সেপ্টেম্বর 2024। তাই এখনো সময় রয়েছে যারা এখনো পর্যন্ত রেশন আধার কার্ডের লিংক করার নেই তারা এই বর্ধিত সময়ের মধ্যে এই গুরুত্বপূর্ণ কাজটি করে নিন।

রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক কিভাবে করবেন

১) প্রথমে আপনাকে আপনার রাজ্যের অফিসিয়াল পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের এই অফিসিয়াল পোর্টালে যেতে হবে।
২) এখন এখানে আপনাকে আধার লিঙ্ক অপশনটিকে ক্লিক করতে হবে।
৩) এরপরে একটি ফাঁকা স্থান আসবে সেখানে আপনার রেশন কার্ড নম্বর এবং আধার নম্বর লিখতে হবে।

৪) এরপর আপনার রেশন ও আধার কার্ডের বা Ration Card যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেটি ইনপুট করুন কারণ ওই মোবাইল নম্বরে ওটিপি আসবে।
৫) এরপর ফোনে যে ওটিপিটি আসবে সেটি ইনপুট করুন।
৬) এরপরই আপনার রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক হয়ে যাবে। লিংক হয়ে গেলে আপনার মোবাইল নাম্বারেই একটি মেসেজ আসবে।

আরও পড়ুন, 30 জুনের মধ্যে প্রচুর রেশন কার্ড বাতিল করা হবে, কী কারণে বাতিল হবে?

আপনি যদি বাড়িতে বসে অনলাইনে লিঙ্ক করাতে না পারেন তাহলে কোন সমস্যা নেই আপনি অফলাইনেও আপনার নিকটবর্তী রেশন ডিলারশিপের কাছে গিয়েও লিংক করাতে পারেন। এই লিংক করানোর জন্য রেশন ডিলারশিপের আধিকারিককে কোন রকম চার্জ পে করতে হবে না। খাদ্য সুরক্ষা দপ্তর থেকে এটি সম্পূর্ণ বিনামূল্যে করার জন্য বলা হচ্ছে।

Yuvashree New List - (যুবশ্রী নতুন লিস্ট)

যারা এখনো পর্যন্ত আধার রেশন কার্ড লিঙ্ক করাননি তারা অতি অবশ্যই ৩০ সেপ্টেম্বর ২০২৪ এর মধ্যে গুরুত্বপূর্ণ কাজটি সম্পন্ন করুন। নইলে ১লা অক্টোবর থেকে আপনার রেশন কার্ড টি সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে আর রেশন কার্ড বা Ration Card বন্ধ হয়ে গেলে আপনি রেশনজাত দ্রব্য আর পাবেন না। রেশন কার্ড সক্রিয় রাখতে রেশন ও আধার কার্ড লিঙ্ক করাটা অতি অবশ্যই গুরুত্বপূর্ণ। এমন আরো গুরুত্বপূর্ণ খবরের সন্ধানে আমাদের পেজটি ফলো করে পাশে থাকুন।
Written by Shampa Debnath.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button