Primary Tet Result এর ফল প্রকাশ নিয়ে নিজেদের সিদ্ধান্ত জানালো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। ২০২২ সালের ১১ ই ডিসেম্বর রবিবার দীর্ঘ পাঁচ বছর পরে WBBPE – West Bengal Board Of Primary Education এর তরফে রাজ্যের সকল প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের জন্য TET – Teacher Eligibility Test পরীক্ষা অনুষ্ঠিত করা হয়েছিল।
Primary Tet Result নিয়ে কি জানালো পর্ষদ।
প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে অনুষ্ঠিত এই TET পরীক্ষায় রাজ্যের প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থীরা অংশগ্রহণ করেছিল। প্রাথমিক টেট পরীক্ষা শেষ হওয়ার পরে পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছিলেন, এত স্বচ্ছ টেট পরীক্ষা আমি নিজের জীবনে আগে কখনো দেখিনি।
2014 সালের টেট উত্তীর্ণদের চাকরি দেওয়ার নির্দেশ হাইকোর্টের।
আমরা যত তাড়াতাড়ি সম্ভব পরীক্ষার ফল প্রকাশ করার জন্য উদ্যোগী হব। এই কথা অনুসারে গত ১০ ই জানুয়ারি ২০২৩ টেট পরীক্ষার মডেল উত্তরপত্র প্রকাশিত করা হয়েছে। এর পরে সকল পরীক্ষার্থীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে কবে Primary Tet Result প্রকাশিত হয়।
পর্ষদের পক্ষ থেকে Primary Tet Result প্রকাশের সম্ভাব্য দিন ঘোষণা করা হল। চলতি মাস অর্থাৎ জানুয়ারি মাসের শেষে অথবা ফেব্রুয়ারি মাসের প্রথমের দিকে টেট পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্য মাত্রা নেওয়া হয়েছে। ২০১৪ ও ২০১৭ সালের TET পরীক্ষা নিয়ে দুর্নীতি ও স্বজনপোষণ নিয়ে অভিযোগের শেষ নেই।
সেই জন্য ২০২২ সালের টেট পরীক্ষা বিনা কোন অভিযোগ ছাড়া সম্পন্ন করা ছিল পর্ষদের কাছে সব থেকে কঠিন। কিন্তু এখনও পর্যন্ত কোন ধরণের দুর্নীতির অভিযোগ সামনে না আসার জন্য সকলে মনে করছে পর্ষদ এই দিক থেকে সফল হয়েছে।
এবারে সকল পরীক্ষার্থীদের একটাই বক্তব্য Primary Tet Result প্রকাশের মাধ্যমে দ্রুত ও স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা। পর্ষদের তরফে মডেল উত্তরপত্র প্রকাশের পরে ভুল প্রশ্ন নিয়ে চ্যালেঞ্জ জানানোর সুযোগ দেওয়া হয়েছিল।
এই প্রক্রিয়ার জন্য সকলকে ৫০০ টাকা করে অনলাইনের মাধ্যমে জমা করতে বলা হয়েছিল। যদি প্রশ্নপত্রে সত্যি কোন ভুল থাকে তাহলে এই টাকা ফেরতযোগ্য বলে ঘোষণা করা হয়। প্রাইমারী টেট পরীক্ষার প্রশ্নপত্র কোন ভুল থাকলে সেই সমস্যার নিষ্পত্তিও খুব দ্রুত করা হবে বলে জানানো হয়েছে।
টেট পরীক্ষার প্রশ্নের উত্তর নিয়ে তরজা, কোন উত্তর ঠিক হবে? কাদের নম্বর কাটা গেল?
এবার সকলের অপেক্ষা কবে Primary Tet Result এর ফল প্রকাশিত হতে চলেছে। আরও কোন তথ্য সামনে আসলে আমরা সবার প্রথমে আপনাদের কাছে সেই তথ্য পৌঁছে দেব। এই জন্য আমাদের এই পেজটি লাইক ও সাবসক্রাইব করে রাখুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।