প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা প্রকল্পে প্রতিমাসে টাকা দিচ্ছে কেন্দ্র সরকার। কিভাবে আবেদন করবেন জেনে নিন

ফের গরীবের সহায় মোদি সরকার। প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা (PMSYM) প্রকল্পের মাধ্যমে গরীব মানুষদের পেনশন দিচ্ছে কেন্দ্র সরকার। এই প্রকল্পের যোগ্যতা, কি কি নথি লাগবে, কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন বিস্তারিত জেনে নিন।

প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনায় কত টাকা পাওয়া যায়?

প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা (Pradhan Mantri Shram Yogi Maandhan Yojana) প্রকল্পের মাধ্যমে প্রতিমাসে ৩০০০ টাকা করে পেনশন পাওয়া যায়। এই টাকা গ্রাহকদের ব্যাংক একাউন্টে সরাসরি দেওয়া হয়। তবে এই সামাজিক সুরক্ষা যোজনার সুবিধা পেতে ৫৫ টাকা জমা করতে হবে। তাহলেই যে কেউ পেতে পারেন এই পেনশন। ইতিমধ্যেই একাধিক প্রকল্প রয়েছে কেন্দ্রের যেগুলোতে লক্ষ লক্ষ নিম্নবিত্ত মানুষ উপকৃত হন। আর এই প্রকল্পের মাধ্যমে আরও প্রচুর গরীব ও মধ্যবিত্ত উপকৃত হবেন।

প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনার উদ্দেশ্য এবং সুবিধা

২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার চালু করেছিল ‘প্রধানমন্ত্রী মান ধন যোজনা’। এটি মূলত একটি সামাজিক সুরক্ষা প্রকল্প, যা অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের বৃদ্ধ বয়সে আর্থিক সুরক্ষা দেবে। যে সমস্ত শ্রমিকদের মাসিক আয় ১৫,০০০ টাকার কম, তারা এই স্কিমে যোগ দিতে পারবেন। কর্মজীবন চলাকালীন নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করতে হবে, আর সরকারও সমপরিমাণ অর্থ প্রদান করবে। পরে ৬০ বছর বয়সে পৌঁছালে মাসিক পেনশন হিসেবে ৩০০০ টাকা দেওয়া হবে। এর জন্য প্রতিমাসে ৫৫ টাকা করে জমা করতে হবে।

কারা এই প্রকল্পের সুবিধা পাবেন?

এই প্রকল্পের সুবিধা পেতে হলে কিছু নির্দিষ্ট শর্ত রয়েছে—

  • বয়সসীমা: ১৮ থেকে ৪০ বছর বয়সী অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা এতে যোগ দিতে পারবেন।
  • পেশা: মেথর, ধোপা, রিকশাচালক, চর্মশিল্পী, নির্মাণ শ্রমিক, ইঁটভাটার শ্রমিক, ক্ষুদ্র দোকানদার ও অন্যান্য শ্রমিকরা এই প্রকল্পের অন্তর্ভুক্ত।
  • আয়: মাসিক আয় ১৫,০০০ টাকার কম হতে হবে।
  • সরকারি পেনশন: অন্য কোনো সরকারি পেনশন প্রকল্পের সুবিধাভোগী হলে এই স্কিমে যোগ দেওয়া যাবে না।

কীভাবে কাজ করবে এই প্রকল্প?

PMSYM স্কিমে জমার পরিমাণ নির্ভর করবে অংশগ্রহণকারীর বয়সের ওপর।

  • যদি ১৮ বছর বয়সে স্কিমে যোগ দেন, তবে মাসে মাত্র ৫৫ টাকা জমা করতে হবে।
  • যদি ২৯ বছর বয়সে যোগ দেন, তবে প্রতি মাসে ১০০ টাকা দিতে হবে।
  • ৪০ বছর বয়সে যোগ দিলে, মাসে ২০০ টাকা জমা করতে হবে।
  • এই টাকার সমপরিমাণ সরকারও জমা করবে, অর্থাৎ আপনি যদি ২০০ টাকা দেন, তাহলে সরকারও ২০০ টাকা দেবে।
  • ৬০ বছর বয়স হলে প্রতি মাসে ৩০০০ টাকা পেনশন দেওয়া হবে।

আরও পড়ুন, মোবাইল থেকেও টাকা আয় করা যায়, জেনে নিন সঠিক পদ্ধতি।

প্রধানমন্ত্রী মান ধন যোজনার গুরুত্ব

২০১৯ সালে চালু হওয়া এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল শ্রমজীবী মানুষদের বৃদ্ধ বয়সে আর্থিক সুরক্ষা দেওয়া। যেহেতু অসংগঠিত ক্ষেত্রে কর্মরত অধিকাংশ মানুষই ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করতে পারেন না, তাই এই প্রকল্প তাঁদের জন্য একটি বড় সুযোগ।

কিভাবে আবেদন করবেন?

প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা প্রকল্পের সুবিধা নিতে হলে নিকটবর্তী কমন সার্ভিস সেন্টারে (CSC) গিয়ে আবেদন করতে হবে। এছাড়া সরকারি ওয়েবসাইটের মাধ্যমেও বিস্তারিত তথ্য জানা যাবে। আবেদন করতে লাগবে

  • আধার কার্ড
  • ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস
  • বয়সের প্রমাণ

আরও পড়ুন, প্রতি মাসে ৫০০০ টাকা পাবেন। পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পে কিভাবে আবেদন করবেন?

উপসংহার

প্রধানমন্ত্রী মান ধন যোজনা প্রকল্পের মাধ্যমে মাত্র ৫৫ টাকার করে এই ছোট বিনিয়োগ বৃদ্ধ বয়সে বড় সুরক্ষা দেবে। আর যেহেতু এটা সরকারি প্রকল্প, তাই টাকা পাওয়ার নিরাপত্তা ও গ্যারান্টি ও রয়েছে। তাই এই প্রকল্পে আবেদন করে যুক্ত হতে পারেন। এবং সনস্বারথে এটি সকলকে শেয়ার করার অনুরোধ রইলো। এছাড়া প্রকল্প সংক্রান্ত আরও তথ্যের জন্য এখানে ক্লিক করুন।