প্রধানমন্ত্রী আবাস যোজনা – দেশের দরিদ্র থেকে মধ্যবিত্তের জন্য নিজের বাড়ি বানানোর প্রকল্প।এই প্রকল্পের অধীনে যে সমস্ত ভারতীয় নাগরিকের নিজস্ব বাসস্থান নেই তাদের নিজস্ব বাসস্থান হিসেবে পাকা বাড়ি নির্মাণের জন্য কিছু পরিমাণ অর্থ দেওয়া হয়ে থাকে। এই যোজনার অধীনে আবেদন করা ব্যক্তিদের ব্যাংকে একাউন্টে অর্থ তিনটি কিস্তির মাধ্যমে দেওয়া হয়ে থাকে।
প্রধানমন্ত্রী আবাস যোজনায় কত টাকা পাওয়া যায়?
এই যোজনার আওতায় ভারতের যে সমস্ত নাগরিকদের পাকা বাড়ি নেই তাদের পাকা বাড়ির নির্মাণের ক্ষেত্রে ১ লক্ষ ২০ হাজার টাকা এবং পাহাড়ে বসবাসকারীদের ক্ষেত্রে ১ লক্ষ ৩০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়ে থাকে। তিনটি কিস্তির মাধ্যমে যে অর্থ দেওয়া হয়ে থাকে, তার পরিমান হল যথাক্রমে ৬০ হাজার টাকা, ৫০ হাজার টাকা ও ১০,০০০ টাকা।
প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন তালিকা কিভাবে দেখবেন?
তবে বর্তমানে সর্বাধিক চাঞ্চল্যকর বিষয়গুলির মধ্যে অন্যতম হলো এই আবাস যোজনার নতুন তালিকা প্রকাশিত হওয়া। নিম্নলিখিত পদ্ধতিগুলি বা স্টেপ গুলি অবলম্বন করে আপনি এই তালিকায় নিজের নাম আছে কিনা দেখতে পারবেন।
তালিকা দেখার পদ্ধতিঃ-
১) প্রধানমন্ত্রী আবাস যোজনার অফিসিয়াল ওয়েসাইটে যেতে হবে।
২) অফিসিয়াল ওয়েসাইটে গিয়ে মেনু বারে ক্লিক করুন।
৩) Awaassoft অপশনটি বেছে নিন।
৪) Reports অপশনটি বেছে নিন।
৫) Reports অপশনটি বেছে নেওয়ার পর E-FMS Reports এর আওতায় থাকা Beneficiaries registered, accounts frozen and verified অপশনটিতে বাছুন।
৬) সামনে আসা নতুন পেজে আপনার রাজ্য, জেলা, ব্লক, গ্রাম পঞ্চায়েত, কোন স্কিমের লিস্ট দেখতে চাইছেন, কত সালের লিস্ট দেখতে চাইছেন সেগুলি নির্বাচন করতে হবে।
৭) সমস্ত সম্পন্ন হওয়ার পর Submit অপশনে ক্লিক করতে হবে।
৮) Submit অপশনে ক্লিক করার পরই প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন লিস্ট আপনার সামনে আসবে।
সর্বসাধারণের জন্য সরকারী প্রকল্প, অর্থনীতি, কাজের খবর সহ এরকম আরো খবর পেতে আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন।
Written and edited by Rajeshwari.