PNB Account Holder – এতো সাইবার ক্রাইম রুখতে, পিএনবির সেফটি ফিচার লঞ্চ করেছে গ্রাহকদের সুবিধার্থে

PNB Account Holder: পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কথা নিশ্চয় শুনেছেন। বর্তমানে এই বেসরকারি ব্যাংকটি একটি নামকরা বেসরকারি ব্যাংক হিসেবে পরিচিত। এই ব্যাংকে যেমন বর্তমানে প্রচুর কর্মীর সংখ্যা রয়েছে। সেরকম গ্রাহক সংখ্যা কিন্তু নিছক কম নয়। অনেক গ্রাহকই রয়েছে পিএনবি ব্যাংকের যারা পিএনবি ব্যাংকে ফিক্সড ডিপোজিট বা অন্যান্য স্কিমে বিনিয়োগ করেন।

PNB Account Holder – পিএনবি গ্রাহক

তবে যেভাবে দেশজুড়ে সাইবার ক্রাইম চলছে তার প্রভাব ব্যাংক গ্রাহকদের একাউন্টে পড়ছে। তাই প্রত্যেকটি গ্রাহককে চোখ কান খোলা রাখা খুবই উচিত। সাইবার ক্রাইম যারা করেন তারা খুব সূক্ষ্মভাবে প্রতারণার ফাঁদ ফেলে। অনেক সময় তারা আয়কর দপ্তরের আধিকারিক হিসেবে লোভ দেখানোর কাজ করে থাকে এবং গ্রাহককে সম্পূর্ণ নিঃস্ব করে দেয়।

প্রায় খবরের কাগজে শোনা যায়, গ্রাহকের একাউন্ট থেকে নিমিষেই টাকা উধাও হয়ে গিয়েছে। গ্রাহকের ফোনে মেসেজ আসলে তিনি জানতে পারেন তার ব্যাংক থেকে টাকা উঠানো হয়েছে আদতে কিন্তু তিনি উঠাননি। তাহলে কি করে তার ব্যাংক থেকে টাকা উঠানো হলো অনেকেই এটা ভেবে পান না! আবার অনেক সময় ভুয়ো কল আসে। সে কলের মাধ্যমে গ্রাহকের কাছ থেকে নানা রকম ইনফরমেশন আদায় করার প্রক্রিয়া চলতে থাকে আপনি যদি কোন ভাবে সেই ফাঁদে পা দেন তাহলেই হয়ে গেল।

তাই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে এইসব ব্যাপারে। বিশেষ করে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদেরকে সতর্কতা অবলম্বন করতে নির্দেশ দিচ্ছেন ব্যাংক কর্তৃপক্ষ। পিএনবির পক্ষ থেকে সেফটি ফিচার লঞ্চ করেছে ৷ সাইবার জালিয়াতির ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ‘সেফটি রিং’ নামে একটি নতুন সুরক্ষা বৈশিষ্ট্য লঞ্চ করেছে। এ প্রসঙ্গে PNB বলেছেন এই ফিচারটি যদি প্রয়োগ করা হয় তাহলে সাইবার প্রতারকরা সম্ভাব্য ক্ষতি করতে পারবেন না।

সেফটি রিং কী

সেফটি রিং হল গ্রাহকদের জন্য একটি ঐচ্ছিক বৈশিষ্ট্য, যার মাধ্যমে তাঁরা নিজেদের দৈনিক লেনদেনের সীমা নির্ধারণ করতে পারবেন। অনলাইন ক্লোজারে মেয়াদী আমানতের ক্ষেত্রে দৈনিক লেনদেনের সীমা নির্ধারণ করতে বা ওভারড্রাফ্ট সুবিধা পাওয়া যাবে। গ্রাহকরা শাখায় গিয়ে বা IBS/MBS এর মাধ্যমে সেফটি রিং লিমিট সেট করতে পারবেন। তার জন্য নিম্নলিখিত পদ্ধতি অবলম্বন করতে হবে (PNB Account Holder).

IBS: লগইন -জরুরী পরিষেবা – নিরাপত্তা রিং (সীমা পরিমাণ লিখুন) – OTP, লেনদেনের পাসওয়ার্ড লিখুন এবং দু’টি নিরাপত্তা প্রশ্নের উত্তর দিন।
MBS : লগইন – নিরাপত্তা রিং (সীমা পরিমাণ লিখুন) – টি পিন লিখুন – ওটিপি লিখুন।
অনলাইনে সেফটি রিং সীমার পরিবর্তনের 24 ঘন্টা পর কার্যকর হবে। শাখার মাধ্যমে করলে অবিলম্বে করা যেতে পারে। আর, শুধুমাত্র শাখার মাধ্যমেই এই দৈনিক সীমা বাতিল করা যেতে পারে, অনলাইনে হবে না।

আরও পড়ুন, ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছেন, এই তিনটি সরকারি ব্যাংক একত্রিত হয়ে কাজ করবে

একবার সেট আপ হয়ে গেলে, সেফটি রিং নিশ্চিত করে যে ফিক্সড ডিপোজিট গ্রাহকের দ্বারা নির্ধারিত সীমার বাইরে কোনও লেনদেন যাতে না হয়। যদিও এই অতিরিক্ত সুরক্ষার ফিচার গ্রাহকদের জন্য অপশনাল হিসেবে রাখা হয়েছে। আপনি ইচ্ছে করলে এই সুবিধা গ্রহণ করতে পারেন নয় নাও পারেন। তবে যে হারে সাইবার ক্রাইম বেড়ে চলেছে তার থেকে আপনার অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখার।

জন্য পিএনবির এই সেফটি রিং লঞ্চ করা PNB গ্রাহকদের কাছে খুবই চিন্তা মুক্ত করার মতন দারুন ব্যাপার। পিএনবি গ্রাহকরা পিএনবি ব্যাংক কর্তৃপক্ষের কাছে এ ব্যাপারে সত্যি খুবই আন্তরিকভাবে সাধুবাদ জানায়। আশা করা যাচ্ছে পিএনবি ব্যাংক গ্রাহকদের একাউন্ট সাইবার ক্রাইম জালিয়াতি থেকে অনেকটাই রক্ষা করা যাবে এই সেফটি রিং এর মাধ্যমে।
Written by Shampa Debnath.

Leave a Comment