এসে গেল সরকারের নয়া প্রকল্প, এবার থেকে প্রতি মাসে পাবেন ৩০০০ টাকা পেনশন। কীভাবে পাবেন?

কিভাবে আবেদন করবেন এই নয়া প্রকল্পে, কারা কারা পাবেন পেনশন জানতে হলে পড়ুন বিস্তারিত।

দেশের মানুষের কথা চিন্তা করে রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্রীয় সরকার সকলে নানা নয়া প্রকল্প নিয়ে এসেছে। তার মধ্যে এমন এক প্রকল্প আছে যার মাধ্যমে আপনি ৩০০০ টাকা পেতে পারেন। স্বাধীনতার আগে শুরু করে দেশ স্বাধীন হওয়ার পর ৭৫ বছর পেরিয়ে গেলেও কৃষি শিল্প কে দেশের প্রধান শিল্প হিসাবে ধরা হয়। এক কথায় ভারতকে কৃষি প্রধান দেশ বলা হয়। আর এই শিল্পকেই দেশের অর্থনীতির মুল স্তম্ভ হিসাবে ধরা হয়। কিন্তু এই কাজের সঙ্গে যুক্ত কয়েক কোটি কৃষক অসংগঠিত ক্ষেত্র থেকে আসে এছাড়াও বাকি আরও শ্রমিকরাও এই ক্ষেত্র থেকে আসে। তাই এরা যাতে মাসে ৩০০০ টাকা পেতে পারে তার সুযোগ নিয়ে হাজির কেন্দ্রীয় সরকার।

আমরা এই আলোচনায় “প্রধানমন্ত্রী মানধন যোজনার” কথা বলতে চলেছি। কৃষক সমেত আরও শ্রমিক শ্রেণির প্রায় ৪২% মানুষ বার্ধক্যকালীন আর্থিক নিরাপত্তার অন্তর্গত নন। এর ফলে তাদের বৃদ্ধ বয়সে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। এই প্রকল্পের অধিনে প্রত্যেক কৃষক, শ্রমিক, দিন মজুর, রিকসা চালক, অটো চালক, ড্রাইভার এরকম সকলে যারা অসংগঠিত ক্ষেত্র থেকে আসে তারা সকলে এই প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করাতে পারবে।

ডিসেম্বর থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন না এই মহিলারা, এই লিস্টে আপনার নাম নেই তো মিলিয়ে নিন।

কেন্দ্রীয় সরকার এই সকল শ্রেণির মানুষের জন্য নানা নয়া প্রকল্প নিয়ে হাজির হয়েছে। এর মধ্যে অন্যতম “প্রধানমন্ত্রী মানধন যোজনা”। দেশের সকল দিন আনা দিন খাওয়া মানুষ দের এই প্রকল্পের মাধ্যমে বার্ধক্যর সময়ে মাসিক পেনশন দেওয়ার সুবিধা দেওয়া আছে। বলে রাখা ভালো যেই সকল কৃষকেরা “প্রধানমন্ত্রী কৃষক সন্মান নিধি প্রকল্পের” আওতায় পরেন তারাও এই মান ধন যোজনায় নিজেদের নাম নথিভুক্ত করতে পারেন এবং মাসে ৩০০০ টাকা পেতে পারেন।

যেই সকল শ্রমজীবী মানুষের ব্যাংকের বই আছে তাড়া এই নয়া প্রকল্প এর জন্য আবেদন করতে পারবেন। এই যোজনার মাধ্যমে ৬০ বছর পেরিয়ে যাওয়া সকল নাগরিকদের মাসে ৩০০০ টাকা করে পেনশনের রুপে দেওয়া হবে। এই পরিমান সারা বছরে ৩৬,০০০ টাকায় গিয়ে দাড়াবে।

এই “প্রধানমন্ত্রী মান ধন যোজনার” সুযোগ কাজে লাগাতে হলে সকল অসংগঠিত ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের বা কৃষকদের প্রতিমাসে ৫৫ টাকা থেকে শুরু করে ২০০ টাকা পর্যন্ত প্রিমিয়াম দিতে হবে। তবেই ৬০ বছরের পরে তাকে আর এই প্রিমিয়াম দেওয়া বন্ধ করে দেবে। এর পরে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই ব্যাক্তিদের প্রতিমাসে ৩০০০ টাকা করে পেনশনের রুপে দেওয়া হবে।
“প্রধানমন্ত্রী মান ধন যোজনার” মাধ্যমে সুরক্ষিত হতে চলেছে কৃষক থেকে শুরু করে সকলের জীবন। এই খবর জানার পরে খুশি সকল অসংগঠিত ক্ষেত্রের কর্মীরা।

বাংলা আবাস যোজনার টাকা এবার কবে অ্যাকাউন্টে ঢুকবে, জেনে নিন।

Leave a Comment