প্রধান মন্ত্রী কৃষাণ সম্মান নিধি যোজনা তথা PM Kisan Samman Nidhi Yojona হলো ভারতের কৃষকদের জন্য একটি বিশেষ ভাতা বা প্রকল্প। ভারত কৃষি মাতৃক দেশ। ভারতের সবচেয়ে বেশি মানুষ কৃষি কাজের ওপর নির্ভরশীল। কৃষির ওপর দাঁড়িয়ে রয়েছে কোটি কোটি কৃষকের জীবিকা। অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হল কৃষি ব্যবস্থা। বর্তমানে দেশে 26 কোটি কৃষক রয়েছেন। আর সেইসব কৃষকদের জন্যই মোদী সরকার নতুন প্রকল্পের ব্যাবস্থা করছেন। যাতে লাভবান হবেন ভারতের কৃষকগণ।
PM Kisan Samman Nidhi Yojona
নতুন কি প্রকল্প আনছেন মোদী সরকার
প্রধান মন্ত্রী কৃষাণ সম্মান নিধি বা PM Kisan আগে যেটা দেওয়া হচ্ছিল কৃষকদের জন্য সেই ভাতা আরও দ্বিগুণ আকারে পাবে কৃষকগণ। এদিকে এই সিদ্ধান্তের ফলে সরকারের ওপর প্রায় ১২ হাজার কোটি টাকার অতিরিক্ত বোঝা পড়বে। প্রধানমন্ত্রী মোদী 2019 সালের লোকসভা নির্বাচনের আগে কিষাণ সম্মান নিধি দেওয়ার ঘোষণা করেছিলেন। এই প্রকল্পটি বর্তমানে দেশের 11 কোটি কৃষককে উপকৃত করছে।
এই প্রকল্পের মাধ্যমে নভেম্বর পর্যন্ত 15 টি কিস্তিতে 2.81 লক্ষ কোটি টাকা বিতরণ করা হয়েছে। হঠাৎ প্রকল্পের টাকা দ্বিগুণ করার কারণ জানা যাচ্ছে চলতি বছরেই দেশে লোকসভা নির্বাচন হতে চলেছে। তাই প্রধান মন্ত্রী কিছু প্রকল্পে পরিবর্তন আনতে চলেছে। তার মধ্যে মূলত রয়েছে মহিলা কৃষকদের জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলা কৃষকদের প্রতি বছর দেওয়া কৃষি সম্মান নিধি দ্বিগুণ করতে চলেছেন।
মুখ্যমন্ত্রীর এই প্রকল্পে প্রতি মাসে পাবেন 10 হাজার টাকা। আবেদন পদ্ধতি জেনে নিন।
তাই এই বছর থেকে মহিলা কৃষকরা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে প্রতি বছর 12 হাজার টাকা পাবেন। বর্তমানে দেশের কৃষকদের সম্মান নিধি হিসাবে বছরে 6000 টাকা দেওয়া হয়। নরেন্দ্র মোদীর এই অর্থ দ্বিগুণ করার পর সেটা 12000 হয়ে যাবে। তবে এটা শুধুমাত্র মহিলা কৃষকদের জন্য। এদিকে এই সিদ্ধান্তের ফলে কেন্দ্রীয় সরকারের ওপর প্রায় 12 হাজার কোটি টাকা অতিরিক্ত খরচ বাড়বে।
এখনই এর PM Kisan নিয়ে কোনো ফাইনাল বিজ্ঞপ্তি জানানো হয়নি। তবে সবকিছু ঠিকঠাক থাকলে লোকসভা ভোটের আগেই এই সুখবরটি পেতে পারেন মহিলা কৃষকরা। সূত্র মারফত জানা যাচ্ছে, একটি রিপোর্ট অনুযায়ী, আগামী 1st ফেব্রুয়ারি উপস্থাপিত অন্তর্বর্তী কালীন বাজেট ঘোষনা করার সময় ফাইনাল সিদ্ধান্ত জানানো হবে।
লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে দেরি হচ্ছে? এতো বিলম্ব না করে আজই এই কাজ করুন
তবে যদি PM Kisan বা কৃষাণ নিধি প্রকল্পের টাকা দ্বিগুণ করা হয় তাহলে খুবই উপকৃত হবেন ভারতের মহিলা কৃষকরা। অনেকটাই আর্থিক অনটন কেটে যাবে বলে মনে করা হচ্ছে। আর্থিক ভাবে শক্তিশালী করতেই মূলত এই পদক্ষেপ মোদীর। আজ অবধি কোনো প্রকল্পে মহিলাদের জন্য প্রকল্পের টাকা দ্বিগুণ করা হয়নি। তাই এই কৃষাণ নিধি প্রকল্পের টাকা দ্বিগুণ হলে অনেকটাই নজির গড়বে।
Written by Shampa Debnath.