ভারতের কৃষকদের জন্য কেন্দ্রীয় সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প হলো প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা (PM Kisan Samman Nidhi Yojana). এই প্রকল্পের আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের (Farmers) বছরে ৬০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়, যা তিনটি কিস্তিতে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ে। এবার এই স্কিম নিয়েই বড় আপডেট দিল কেন্দ্রীয় সরকার। কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান সম্প্রতি ১৯ তম কিস্তির টাকা কবে ঢুকবে, সেই দিনক্ষণ ঘোষণা করেছেন। যা শুনে স্বস্তি পেলেন কোটি কোটি কৃষক।
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার সুবিধা কারা পাবেন?
পিএম কিষাণ প্রকল্পের নিয়ম অনুযায়ী, যেসব কৃষকের নামে কৃষি জমির মালিকানা রয়েছে, শুধুমাত্র তারাই এই স্কিমের সুবিধা পাবেন। অন্যের জমিতে চাষ করেন এমন কৃষকরা এই প্রকল্পের আওতায় পড়েন না। এছাড়া, ২ হেক্টর বা তার কম কৃষিজমি রয়েছে এমন কৃষকরা এই প্রকল্পের সুবিধাভোগী হতে পারবেন। অর্থাৎ, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরাই মূলত এই স্কিমের অন্তর্ভুক্ত।
কৃষক বন্ধুর টাকা পেতে হলে এই কাজ করতে হবে
যেসব কৃষক আগে থেকেই পিএম কিষাণ স্কিমের আওতায় আছেন, তাঁদের কিছু করতে হবে না। সরকার DBT (Direct Benefit Transfer) পদ্ধতির মাধ্যমে সরাসরি তাঁদের অ্যাকাউন্টে টাকা পাঠাবে।
তবে, নতুন আবেদনকারীদের জন্য কিছু নিয়ম রয়েছে—
- সবার প্রথমে PM Kisan এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে e-kyc করতে হবে।
- আবেদনকারীর আধার নম্বর, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ও জমির দলিল সঠিকভাবে জমা দিতে হবে।
- সফল যাচাইয়ের পরেই সুবিধাভোগীর তালিকায় নাম যুক্ত হবে।
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ১৯তম কিস্তির টাকা এসেছে কিনা কীভাবে জানবেন?
যদি কোনো কৃষক জানতে চান তাঁর অ্যাকাউন্টে টাকা এসেছে কিনা, তাহলে তিনি PM Kisan-এর ওয়েবসাইটে গিয়ে নিজের স্ট্যাটাস চেক করতে পারেন। এর জন্য—
- অফিসিয়াল ওয়েবসাইটে যান।
- ‘Beneficiary Status’ অপশনটি ক্লিক করুন।
- আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর বা আধার নম্বর দিয়ে তথ্য চেক করুন।
আরও পড়ুন, আধার কার্ডের মাধ্যমে ১০০০০ টাকা পর্যন্ত পাওয়া যাচ্ছে। এইভাবে আবেদন করুন
যদি টাকা জমা না পড়ে থাকে, তবে স্থানীয় কৃষি অফিসে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া অনেকের ব্যাংক একাউন্টে সমস্যা থাকতে পারে। ব্যাংকের KYC করা না থাকলেও টাকা ঢুকতে সমস্যা হতে পারে। আরও এই ধরনের তথ্য পেতে বাংলার চোখ ফলো করুন।
আরও পড়ুন, আবাস যোজনা ঘরের টাকা নিয়ে বিরাট সুখবর।