Petrol Diesel Price – রাজ্যবাসীর জন্য বিশাল বড় সুখবর, পূজোর আগেই কমলো পেট্রোল-ডিজেলের দাম, জানুন নতুন রেট কত।

Petrol Diesel Price – কতটা কমলো দাম, জেনে নিন সঠিক খবর।

মূল্যবৃদ্ধির বাজারে প্রত্যেকটি জিনিসের দাম আকাশ ছোঁয়া। আর তার মধ্যে একটি নিত্য প্রয়োজনীয় (Petrol Diesel Price) জিনিস হলো গাড়ি চালানোর জন্য পেট্রোল ও ডিজেল জাতীয় জ্বালানির। দৈনন্দিন জীবনে যাতায়াতের জন্য প্রত্যেকের বাইক বা স্কুটি হোক কিংবা দূরের যাতায়াতের জন্য চারচাকাই হোক এগুলো চলার জন্য পেট্রোল ও ডিজেলের দরকার। আর পূজোর মধ্যে অনেকেই গাড়ি বা কার নিয়ে রাতের দিকে সারা কলকাতার ঠাকুর পরিদর্শন করেন।

তাই এই পূজোর মধ্যে অনেকটাই তেল খরচ হবে। এই মুহুর্তে সবার জন্য দারুন খবর যে পেট্রোল ও ডিজলের মূল্য কমেছে (Petrol Diesel Price) কিছুটা। এতেই বাংলার মানুষ স্বস্তি পাবে কিছুটা। জানা যাচ্ছে ১.১৫ টাকা কমলো পেট্রোল ও ডিজেলের দাম। অনেকটাই পকেট চাপ থেকে বাঁচবে গাড়ি চালকরা। রাজ্যের ১২ জেলায় কমবে এই দাম। তবে ৪ জেলায় এবার মূল্য বৃদ্ধি পাবে।

রাজ্যে জরুরী ভিত্তিতে বিপুল সংখ্যক সিভিক ভলেন্টিয়ারদের পাকাপাকি ভাবে কনস্টেবল পদে নিয়োগ।

কোথায় কোথায় দাম কমলোঃ
আলিপুরদুয়ার, বাঁকুড়া, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর দিনাজপুরে দাম কমেছে পেট্রোল ও ডিজেলের। এর মধ্যে কোচবিহারে আজ সর্বোচ্চ ১.১৫ টাকা দাম কমেছে পেট্রোলের।
কোথায় কোথায় দাম বাড়লোঃ
আজকে বীরভূম, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে দাম বেড়েছে পেট্রোল ও ডিজেলের। এর মধ্যে আজ কালিম্পঙে সর্বোচ্চ ৮৯ পয়সা দাম বেড়েছে পেট্রোলের।

কোন জায়গায় দাম কত দেখে নিন এক ঝলকেঃ
আলিপুরদুয়ারে আজ পেট্রোলের দাম (Petrol Diesel Price) লিটার পিছু ১০৬.৮২ টাকা। ডিজেলের দাম ৯৩.৪৯ টকা। বাঁকুড়ায় পেট্রোলের দাম ১০৬.২৩ টাকা। ডিজেল সেখানে লিটার পিছু ৯২.৯৬ টাকা। বীরভূমে পেট্রোলের দাম ১০৬.৫৬ টাকা, ডিজেল ৯৩.২৬ টাকা। কোচবিহারে পেট্রোলর দাম ১০৬.২৪ টাকা। ডিজেল এখানে বিক্রি হচ্ছে ৯২.৯৬ টাকায়। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে যথাক্রমে পেট্রোলের দাম ১০৬.৫৫ এবং ১০৬.০৫ টাকা। এই দুই জেলায় ডিজেলের দাম যথাক্রমে ৯৩.২৪ এবং ৯২.৭৮ টাকায়। দার্জিলিঙে পেট্রোল ১০৫.৮৮ টাকা, ডিজেল ৯২.৬২ টাকা।

হুগলিতে আজ পেট্রোলের দাম লিটার পিছু ১০৬.৫৮ টাকা। ডিজেলের দাম ৯৩.২৮ টাকা।
জলপাইগুড়িতে পেট্রোলের দাম ১০৬.০২ টাকা। ডিজেল সেখানে লিটার পিছু ৯২.৭৫ টাকা। মালদায় পেট্রোলের দাম ১০৫.৯৬ টাকা, ডিজেল ৯২.৭০ টাকা। ঝাড়গ্রামে পেট্রোলের দাম ১০৬.৯২ টাকায়। ডিজেল এখানে বিক্রি হচ্ছে ৯৩.৫৫ টাকায়।

কলকাতাতে আজ পেট্রোল, ডিজেলের দাম (Petrol Diesel Price) আগের মতই থাকবে। শহরে পেট্রোলের দাম লিটার পিছু ১০৬.০৩ টাকা। ডিজেল বিকোচ্ছে ৯২.৭৬ টকায়। কালিম্পঙে পেট্রোলের দাম ১০৬.৯২ টাকা। ডিজেল সেখানে লিটার পিছু ৯৩.৪৩ টাকা। হাওড়ায় পেট্রোলের দাম ১০৬.৪২ টাকা, ডিজেল ৯৩.১৩ টাকা। মুর্শিদাবাদে পেট্রোল বিকোচ্ছে ১০৬.৫৫ টাকায়। ডিজেল এখানে বিক্রি হচ্ছে ৯৩.৩৪ টাকায়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় পেট্রোল বিকোচ্ছে ১০৬.৫৬ এবং ১০৬.০৩ টাকা করে। ডিজেল বিকোচ্ছে ৯৩.২৫ এবং ৯২.৭৬ টাকা করে।

আজ নদিয়ায় পেট্রোলের দাম লিটার (Petrol Diesel Price) পিছু ১০৭.২৫ টাকা। ডিজেল বিকোচ্ছে ৯৩.৯০ টকায়। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে পেট্রোলের দাম যথাক্রমে ১০৫.৩৯ ও ১০৬.৭৭ টাকা। ডিজেল সেখানে লিটার পিছু ৯২.১৩ এবং ৯৩.৪২ টাকা। পূর্ব ও পশ্চিম বর্ধমানে পেট্রোলের দাম যথাক্রমে ১০৬.৩৬ এবং ১০৬.২৮ টাকা, ডিজেল ৯৩.০৭ এবং ৯৩.০১ টাকা। পুরুলিয়ায় পেট্রোল বিকোচ্ছে ১০৬.৬৫ টাকায়। ডিজেল এখানে বিক্রি হচ্ছে ৯৩.৩৫ টাকায়।

এখানে সর্বোপরি সব পশ্চিমবঙ্গের সব জায়গার পেট্রোল ও ডিজেলের দাম দিয়ে দেওয়া হয়েছে। আপনি আপনার স্থান বিশেষে দেখে নিতে পারেন আপনার এলাকার পেট্রোল ও ডিজেলের দাম কত। কিছু জায়গায় পেট্রোল ও ডিজেলের দাম কমায় পকেটের চাপ কমবে আমজনতার। আর কোথাও একটু বেশি হওয়ার কারণে কিছু মানুষ চাপের মধ্যে থাকবে।
Written by Shampa Debnath

ছাত্র ছাত্রীদের 2000 টাকা দিচ্ছে কেন্দ্র সরকার। পশ্চিমবঙ্গের পড়ুয়ারা এইভাবে আবেদন করুন।

Leave a Comment