গত রবিবার নয়াদিল্লির এক অনুষ্ঠানে একটি সিম কার্ড (Patanjali Sim Card) লঞ্চ হয়। রামদেব উদ্ভাবিত এই সিম কার্ডটি একটি স্বদেশী সিম কার্ড। তিনি প্রথমে যোগা দিয়ে শুরু করেছিলেন এবং এর দ্বারাই আধিপত্য বিস্তার করার পর তিনি একাধিক পন্যদ্রব্য উদ্ভব করেন। তিনি সেবা ও পণ্য দু দিয়েই মানুষের উপকার করতে চেয়েছেন। প্রথম স্বদেশী সিম কার্ড কোম্পানি বিএসএনএলের সঙ্গে টাই-আপ করে এই পদক্ষেপ নিয়েছেন রামদেব।
Patanjali Sim Card 5g 1 Year Free Recharge Plan in India
সারা দেশে মোট পাঁচ লক্ষ কাউন্টার আছে বিএসএনএলের। ফলত Patanjali Sim Card বা পতঞ্জলির এই সিমের প্রথম সারির কয়েকটা সিমের মধ্যে স্থান হওয়ার একটা ক্ষীণ প্রবণতা আছে। বিএসএনএল ও পতঞ্জলির এই যৌথ ভাবনায় এই উদ্যোগ। বর্তমান সময়ে টেকনোলোজির যুগ টাই রাম দেব বাবার মতে মানুষকে সব দিক দিয়েই এগিয়ে থাকতে হবে। জন সাধারণকে স্বদেশী পন্যের প্রতি আকৃষ্ট হতে হবে।
তিনি Patanjali Sim Card বা পতঞ্জলি সিম কার্ডের প্রতি জন সাধারণকে আকৃষ্ট করতে আকর্ষণীয় সব ফিচার্স রেখেছেন। রামদেব জানান আর কিছু দিনের মধ্যে বাজারে বিভিন্নি সিম কার্ড গুলিকে টক্কর দিতে বাজারে এই স্বদেশী সিম কার্ডটিকে লঞ্চ করা হবে। টক্কর দেওয়ার অর্থ বাজারে এখন যে চলতি সিম গুলো আছে তাদের রিচারজের থেকে রীতিমতো কম দামে Patanjali Sim Card বা পতঞ্জলি সিম কার্ডের রিচার্জ পাওয়া যাবে।
এখন কার বাজারে এতো কম মূল্যে রিচার্জ পাওয়া পাবলিকদের জন্য দারুন ব্যাপার। আপনি যদি এক মাসের জন্য রিচার্জ করেন অর্থাৎ 28 দিনের রিচার্জ করলে দেশের যেকোনো প্রান্তে কল করতে পারবেন। নেট প্যাক থাকছে পার ডে 2 জিবি। এছাড়া থাকছে 100 টি এস-এম-এস প্যাক।
এই ধরনের তথ্য গুলি পেয়ে আপনিও হয়ত ভাবছেন এতো কম টাকার মূল্যে রেগুলার নেট প্যাক দেওয়া সম্ভব! হ্যাঁ Patanjali Sim Card বা পতঞ্জলি সিম কার্ডের পক্ষে এটা সম্ভব। এই সিম আমজনতার স্বার্থে জানানো হয়েছে সুতরাং আমজনতারা যেই মূল্যে স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেই মূল্যই নির্ধারণ করা হয়েছে।
প্রায় 14 দিন বন্ধ থাকবে ব্যাংক! এক নজরে ছুটির তালিকা দেখে নিন।
বাজারে এখন সবচেয়ে ওপরে আছে জিও সিম কার্ড। এর পরের তালিকা গুলিতেও আছে বিএসএনএল, এয়ারটেল ভি-আই এই সিম কার্ডগুলো। কিন্তু এরা এত কম মূল্যে রিচারজ প্ল্যান রাখতে পারেনি। জেনে নিন পতঞ্জলি সিম কার্ডের এমন কিছু বৈশিষ্ট যা বড় বড় সিম কার্ড কোম্পানিগুলিকেও খেয়ে খেলতে পারে
১) পতঞ্জলি সিম কার্ড অর্ডার করলে আপনি কোনো ডেলিভারি চার্জ ছাড়াই বাড়িতে বসে সিম কার্ড পেয়ে যাবেন। আর এই সিম ব্যবহার করলে পতঞ্জলির যেকোনো পণ্যদ্রব্যের অপর 10% হারে ছাড় পাব।
২) নানা ধরনের অ্যাপ অফার পাবেন। এছাড়া আমরা সকলেই এখন OTT প্ল্যাটফর্ম গুলো কিনতে চাইলেও টাকার জন্য কিনতে পারিনা সেখানে আমরা ফ্রী সাবস্ক্রিপশন পেয়ে যাবো।
৩) এই সিম কার্ডের সঙ্গে দেওয়া হবে দুর্ঘটনা ও চিকিৎসা বিমা। জীবন বিমা হিসেবে ৫ লক্ষ টাকা এবং চিকিৎসা বিমা খাতে আড়াই লক্ষ টাকা কভারেজেরও সুবিধা থাকছে ।