দেশের সমস্ত প্যান কার্ড গ্রাহকদের ৫০০০ টাকা পর্যন্ত PAN Card Loan পাওয়ার সুযোগ দিচ্ছে। যার জেরে হটাত করে টাকার প্রয়োজন করলেই পার্সোনাল লোনে আবেদন করলেই সাথে সাথে টাকা পাবেন।
How to apply PAN Card Loan 50000
বর্তমান সময়ে অনেকেরই হঠাৎ করে টাকার দরকার হতে পারে। আর তখন প্যান কার্ডের মাধ্যমে আপনি ঋণ নিতে পারবেন (Pan Card Loan). তবে ব্যাংক কিংবা পোস্ট অফিস থেকে পার্সোনাল লোন নিতে হলে বেশ কিছু শর্তাবলী মানতে হয়। শুধু তাই নয়, নির্দিষ্ট নিয়ম মানলে তবেই কিন্তু আপনি প্যান কার্ড ঋণের জন্য আবেদন করতে পারেন। আসুন দেখে নেওয়া যাক কিভাবে প্যান কার্ড লোনের জন্য আবেদন করা যাবে।
প্যান কার্ড লোনের জন্য কি কি লাগবে?
আসলে অনেকেই জানেন না, আধার কার্ড ও প্যান কার্ড থাকলে লোনের জন্য আবেদন করা যায়। তাই যদি আপনার এটা জানা থাকে কিভাবে লোনের জন্য আবেদন করা যাবে তাহলে লোনের অ্যাপ্লিকেশন করা অনেক বেশি সহজতর হবে। যদি হঠাৎ করে টাকার দরকার হয় তাহলে প্যান কার্ড ব্যবহার করে আপনিও এইভাবে লোনের আবেদন করতে পারেন। আপনার দ্রুত টাকার প্রয়োজন মেটাবে এই পার্সোনাল লোন। আপনার পরিবারে যদি কেউ অসুস্থ হয়ে পড়েন অথবা যদি ছেলে-মেয়েদের শিক্ষার জন্য, সন্তানের বিয়ের জন্য অথবা আপনার ব্যক্তিগত প্রয়োজনে হঠাৎ টাকার প্রয়োজন হয় তাহলে প্যান কার্ডের লোন বিশেষভাবে উপযোগী হবে।
আমাদের দেশে প্যান কার্ড খুব জরুরী একটি ডকুমেন্ট হিসেবে বিবেচিত হয়। শুধুমাত্র প্যান কার্ড নয় প্যান কার্ড এবং আধার কার্ড উভয়ই একজন নাগরিকের পরিচয় পত্র। তবে শুধুই পরিচয় পত্র নয় প্যান কার্ড আপনার বিপদের সময় সহযোগিতাও করতে পারে। তাই অবশ্যই প্যান কার্ডের লোনের বিষয়ে আপনার জেনে রাখা জরুরী। আসুন দেখে নেওয়া যাক লোন গ্রহণের প্রসেস।
আরও পড়ুন, আধার কার্ড গ্রাহকদের ২ লাখ টাকা পর্যন্ত দিচ্ছে। কিভাবে আবেদন করবেন?
প্যান কার্ড থেকে যদি ৫০ হাজার টাকা লোনের আবেদন করতে চান তাহলে অতি দ্রুত তা পাস হয়ে যাবে। এই লোন শোধ করার জন্য আপনার যে মাসিক কিস্তি হবে সেটিও খুব একটা বেশি হবে না। লোন শোধ করার জন্য সুদের হারও থাকবে বেশ কম। ফলে বাড়তি চাপ অনুভব করবেন না আপনি।
প্যান কার্ড দ্বারা লোন গ্রহণের নিয়ম-কানুন
যদি আপনি প্যান কার্ড ব্যবহার করে লোন নিতে চান তাহলে আপনাকে সবার আগে চেক করে নিতে হবে আপনার নিজের ক্রেডিট স্কোরটি। আপনি একটি নির্দিষ্ট সংখ্যার লোনের জন্য আবেদন করতে পারবেন। তবে সেটি কত মাসে শোধ করবেন সেটিও আপনাকে উল্লেখ করতে হবে। আপনার কাছে থাকবে বেশ কয়েকটি সুদের হার, সেখান থেকে আপনি আপনার পছন্দ মত সুদের হারটি বেছে নিন। আপনাকে প্রসেসিং ফি জমা দিতে হবে। সেটিও অবশ্যই চেক করে নেবেন।
প্যান কার্ড দেখালেই ৫০ হাজার টাকা ঋণ নেওয়ার শর্ত
প্যান কার্ড দ্বারা লোন নেওয়ার জন্য বেশ কিছু শর্ত রয়েছে। আপনাকে সেই শর্তগুলি মানতে হবে। যদি আপনি এখন ভারতীয় নাগরিক হন, তাহলে আপনি এখানে লোনের জন্য আবেদন করতে পারেন। লোন গ্রহণকারীর বয়স হতে হবে ২১ থেকে ৫৮ বছরের মধ্যে। লোন নেওয়ার সময় আপনাকে দেখাতে হবে প্রতি মাসে আপনি কত টাকা আয় করেন। এখন যদি আপনার আয়ের পরিমাণ কমপক্ষে ১৫ হাজারের বেশি হয় তবে আপনি লোন গ্রহণের জন্য উপযোগী হবেন। এর পাশাপাশি লোন গ্রহণকারীর ক্রেডিট স্কোর হতে হবে ৬০০-র বেশি। এই সংক্রান্ত আরও তথ্যের জন্য নিকটস্থ ব্যাংকে যোগাযোগ করুন।