আধার কার্ড তথা Aadhar Card একটি খুবই গুরুত্বপূর্ণ নথি। যে কোনো অফিসিয়াল কাজ থেকে শুরু করে স্কুল, কলেজে ভর্তির সময়, চাকরির ক্ষেত্রে এছাড়া বিভিন্ন প্রকল্প পেতে এই আধার নথি মুখ্য ভূমিকা পালন করে থাকে। একটি সদ্যোজাত শিশু থেকে প্রাপ্তবয়স্ক ও বয়স্ক ব্যক্তি, সবার জন্যই আধার কার্ড প্রয়োজনীয় নথি। তবে একটি সদ্যজাত শিশুর জন্য যখন আধার কার্ড করতে যাওয়া হয় কিংবা কোনো ব্যক্তির আধার কার্ড নতুন করে করতে যাওয়া হয় তাহলে আধার কেন্দ্রে গিয়ে লাইনে দাড়াতে হয়।
Online Aadhar Card Apply in 2024
কিন্ত আপনি এখন থেকে বাড়িতে বসেই Aadhar Card পেয়ে যাবেন। মূলত 5 বছরের কম বয়সী শিশুদের আধার কার্ড খুব সহজেই পাওয়া যেতে পারে ঘরে বসে। আর লাইনে গিয়ে সময় ব্যয় করে ঘণ্টার পর ঘন্টা দাড়াতে হবেনা। কিন্ত কিভাবে পাবেন? সেটাই এই প্রতিবেদনে আমরা জানিয়ে দেব আপনাকে। তারজন্য সম্পূর্ণ প্রতিবেদনটি পড়তে হবে মনযোগ সহকারে।
পোস্ট অফিসের মাধ্যমে আপনি বাড়ি থেকেই Aadhar Card তৈরি করে ফেলতে পারবেন। এই বিশেষ কাজটি করার জন্য পোষ্ট অফিস মুখ্য ভূমিকা পালন করছে। পোস্ট অফিসের একটি টিমকে গ্রাহকদের বাড়িতে পাঠানো হবে। যারা আধার কার্ড বানাতে চাইবে তাদের বাড়িতে পোস্ট অফিসের টিমের সদস্যরা পৌঁছে যাবেন । সেখানে গিয়ে যার নামে আধার কার্ড করা হবে তার সম্পূর্ণ তথ্য নিয়ে নেবেন।
আর এই কাজটি করা হবে সম্পূর্ণ বিনামূল্যে। বর্তমানে 5 বছরের কম বাচ্চাদের জন্য Aadhar Card বানানোর কথা ভাবছেন তারা ঘরে বসেই, সম্পূর্ণ বিনামূল্যে এই সুবিধাটি নিতে পারেন। ভারতীয় ডাক বিভাগের ডিরেক্টর অনুসুয়া প্রসাদ চামোলা এই প্রসঙ্গে জানিয়েছেন 5 বছরের কম বয়সি শিশুদের জন্য বাড়িতে বসেই এই আধার কার্ড বানানোর উদ্যোগ নিয়েছেন ডাকঘর বিভাগ।
আধার কার্ড নতুন বানানো অথবা ভুল সংশোধন করার জন্য 80 জন কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আধার কার্ড বানানো হলে উচ্চ কর্মকর্তারা সেই আধার কার্ড যাচাইকরণ করে দেখবেন। তাই আপনার শিশুর জন্য যদি আধার কার্ড বানাতে চান তাহলে নিম্ন লিখিত পর্যায় অনুসরণ করুন।
বন্ধ হতে চলেছে বিয়ের রেজিস্ট্রি অ্যাপ্লিকেশন! কতদিন বন্ধ থাকবে জেনে নিন?
১) সর্বপ্রথম মোবাইলে পোস্ট অফিস ডিপার্টমেন্টের নিজস্ব অ্যাপ ‘পোস্ট ইনফো’ ডাউনলোড করে নিতে হবে।
২)পরবর্তীতে সেই অ্যাপে চাওয়া যে সমস্ত ডিটেইলস চাওয়া হবে সেই সমস্ত তথ্য যেমন নাম, ঠিকানা ইত্যাদি পূরণ করতে হবে।
৩) এই প্রক্রিয়া শেষ হওয়ার পরে, পোস্ট অফিস থেকে একটি দল, শিশুর আধার কার্ডের জন্য বাড়িতে আসবে এবং পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করবে।
আপনাকে আর কোনো ঝক্কি পোহাতে হবেনা। এছাড়া সদ্যজাত শিশুকে বাড়িতে রেখে কোনো আধার কেন্দ্রে গিয়ে শিশুর জন্য আধার কার্ড বানানো একটা সমস্যার ব্যাপার সেইদিক দিয়ে আপনি ঘরে বসেই এই কাজটি সম্পন্ন করতে পারবেন। এছাড়া আধার কার্ড পোস্ট অফিস মারফত আপনার বাড়িতে পৌঁছেও দিয়ে যাবে পোস্ট অফিস কর্মীরা।
জন্ম সার্টিফিকেটে ভুল? বাড়িতে বসে সহজেই সংশোধন করে নিন। অবহেলা করলেই
তাই আপনার শিশুর জন্য আধার কার্ড বানাতে চাইলে অনলাইনে আবেদন করে ফেলুন। এছাড়া কোনো ব্যক্তির যদি মোবাইল নম্বরের সাথে আধার কার্ড লিংক করতে চান তাহলে 50 টাকা খরচ হবে। তবে আধার কার্ড আপডেট করতে চাইলে কোনরকম ফিস দিতে হবেনা। এমন সরকারি বেসরকারি কোনো সুবিধা পেতে আমাদের এই পেজ নিয়মিত ফলো করুন।
Written by Shampa Debnath.