Scholarship – এই স্কলারশিপে আবেদন করলেই পাবেন 12000 টাকা। যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া জেনেনিন

রাজ্য সরকার কিংবা কেন্দ্রীয় সরকার মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য বিভিন্ন প্রকার স্কলারশিপ বা Scholarship চালু করেছেন। শুধু সরকারি কেন বর্তমানে বিভিন্ন বেসরকারি সংস্থাও স্কলারশিপ দিয়ে থাকে। এই স্কলারশিপ দেওয়ার মুখ্য উদ্দেশ্য হলো দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের যাতে পারিবারিক আর্থিক অবস্থা তাদের পড়াশুনার পথে বাঁধা না হয়ে দাঁড়ায় সেইসাথে মেধাবী ছাত্র ছাত্রীরা যাতে এই স্কলারশিপ বৃত্তি পেয়ে তারা যেন উচ্চশিক্ষা করতে পারে সেজন্য স্কলারশিপ দেওয়া হয় থাকে।

Advertisement

Nippon Beti Padhao Scholarship 2024 Apply Online


তবে আর্সেলর মিত্তল নিপ্পন স্টিল বেটি পড়াও স্কলারশিপের বা Scholarship মূল উদ্দেশ্য হলো নারী শিক্ষাকে জাগ্রত করা। এখনো পর্যন্ত আধুনিক সমাজ হলেও কন্যা ভ্রূণ হত্যা বা কন্যা সন্তানকে অশুভ হলে মনে করা হয় তাই লিঙ্গ ভেদাভেদ না করে একজন কন্যা শিশু সঠিক মর্যাদা দেওয়ার জন্যই ভারত সরকার বেটি পড়াও স্কলারশিপ উদ্যোগ চালু করেছে।যার লক্ষ্য সারা দেশে মেয়ে শিশুদের সুরক্ষা এবং ক্ষমতায়ন করা।

Advertisement

আজকের এই প্রতিবেদনে এমন একটি স্কলারশিপ নিয়ে আলোচনা করব যেটাতে আপনি আবেদন করলে পড়ুয়ারা পেয়ে যাবে ৫০,০০০ টাকা পর্যন্ত। হ্যাঁ ঠিকই শুনছেন। এমনই সুযোগ দিচ্ছে একটি বেসরকারি কোম্পানি। যার নাম AM/NS India। যেটা দেশের সবচেয়ে নামি ইস্পাত কোম্পানি। এই কোম্পানি বিদ্যাসারথি পোর্টালে যুক্ত হয়ে ArcelorMittal Nippon Steel India Beti Padhao Scholarship চালু করেছেন। জেনে নিন এই স্কলারশিপ পাওয়ার যোগ্যতা, আবেদন প্রক্রিয়া সমন্ধে।

যোগ্যতা

এই স্কলারশিপ বা Scholarship পেতে গেলে যেসব যোগ্যতা প্রয়োজন সেগুলো হলো
১) এই স্কলারশিপে আবেদন করার জন্য আবেদনকারীকে ছাত্রীকে অবশ্যই মেয়ে হতে হবে।
২) ছাত্রীকে বিগত পরীক্ষায় 60 শতাংশ নম্বর পেতে হবে।
৩) এই বেসরকারি স্কলারশিপে আবেদন করার জন্য পরিবারের বার্ষিক আয় হতে হবে 5 লক্ষ টাকা।

বৃত্তির পরিমাণ

বিভিন্ন শ্রেণীতে বৃত্তির পরিমাণ ভিন্ন দেওয়া হবে।
যেমন নবম শ্রেণীতে বার্ষিক 12,000 টাকা।
দশম শ্রেণীতে বার্ষিক 12,000 টাকা।
একাদশ/দ্বাদশ শ্রেণীতে বার্ষিক 15,000 টাকা।
কলেজতে বার্ষিক 40,000 টাকা।

B.E বা B.Tech কোর্স করলে বার্ষিক 50,000 টাকা।
ডিপ্লোমা কোর্স করলে বার্ষিক 20,000 টাকা।
আরও কোনও প্রফেশনাল কোর্স করলে বার্ষিক 30,000 টাকা।
ITI কোর্স করলে বার্ষিক 10,000 টাকা।
এছাড়াও মেডিকেল কোর্স, রাজ্য স্তরের খেলোয়াড় ও ন্যাশনাল স্তরের খেলোয়াড় হলে 50,000 টাকা পাবেন।

প্রয়োজনীয় নথিপত্র

আবেদনের জন্য অত্যাবশ্যকীয় যে নথিগুলো প্রয়োজন সেগুলো হলো
১) পরিচয় প্রমাণ।
২) ঠিকানা প্রমাণ।
৩) আপনার বর্তমান একাডেমিক সেশনের ফি রসিদ।
৪) স্টুডেন্ট ব্যাঙ্ক পাসবুক।

৫) আগের যে কোনও শিক্ষাবর্ষের মার্কশিট।
৬) মেয়ের স্কুলে ভর্তি নিশ্চিত পত্র।
৭) ফর্ম 16, আয়ের শংসাপত্র, বেতন শংসাপত্র বা আয়কর রিটার্ন নথি।
৮) প্রতিষ্ঠান দ্বারা প্রদত্ত একটি বোনাফাইড শংসাপত্র।

আরও পড়ুন, যুবশ্রী প্রকল্পে নামের তালিকা প্রকাশিত। কারা পাবেন 1500 টাকা দেখেনিন

আবেদন প্রক্রিয়া

১) সবার প্রথমে বিদ্যাসারথির অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২) এরপর ‘Apply For Scholarship’ এতে ক্লিক করুন এবং একটি বৈধ আইডি দিয়ে সাইন আপ করুন।
৩) এরপর ‘Agreement Terms & Conditions’ এ ক্লিক করুন। তবে ক্লিক করার আগে সমস্ত তথ্য এবং নির্দেশ ভালো করে দেখে বুঝে নিন।

আরও পড়ুন, আবাস যোজনার মাধ্যমে ৩ কোটি দেশবাসী ১.৩ লাখ করে টাকা পাবেন। এইভাবে আবেদন করুন

৪) এরপর আবেদনপত্র আসবে সেটি সঠিকভাবে পূরণ করুন এবং প্রয়োজনীয় নথি আপলোড করুন। এবার আপনার আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে Submit বাটনে ক্লিক করুন।
আপনি যদি আর্সেলর মিত্তল নিপ্পন স্টিল বেটি পড়াও স্কলারশিপের বা Scholarship জন্য আবেদন করতে ইচ্ছুক হন তাহলে 31শে আগস্ট 2024 এর মধ্যেই আবেদন প্রক্রিয়ায় সম্পন্ন করুন। এমন আরো অন্যান্য স্কলারশিপ সম্বন্ধে আপডেট পেতে এই পেজটি ফলো করে আমাদের পাশে থাকুন।
Written by Shampa Debnath.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button