New Scholarship – পড়ুয়াদের জন্য নতুন স্কলারশিপ। আবেদনের সহজ পদ্ধতি দেখুন।

যারা পড়াশুনায় ভালো তাদের জন্য কিছু ক্ষেত্রে বিশেষ স্কলারশিপের (New Scholarship) ব্যবস্থা থাকে। এর কারণ অনেক মধ্যবিত্ত ও দরিদ্র ঘরের ছেলে মেয়ে টাকার অভাবে উচ্চশিক্ষা নিতে পারেনা অথচ তাদের মেরিট আছে। তাই এই সমস্ত স্কলারশিপ তাদের জীবনে অনেকটাই ভূমিকা পালন করে। এমন অনেক সরকারি ও বেসরকারি সংস্থা স্কলারশিপ দিয়ে থাকে। তেমনই একটি স্কলারশিপ হলো কোটাক কন্যা স্কলারশিপ (Kotak Kanya Scholarship). তবে এই স্কলারশিপ (New Scholarship) শুধুমাত্র মেয়েদের জন্য।

Advertisement

New Scholarship 2023 Know In Details.

আর এটি ব্যবস্থা করছে কোটাক ব্যাংক। কিন্তু কিভাবে কোনো ব্যাংক স্কলারশিপ (New Scholarship) দেয় এই নিয়ে ভাবছেন তো? বিস্তারিত পড়ুন তাহলেই জেনে যাবেন সম্পূর্ণ বিষয়টি। কোটাক কন্যা স্কলারশিপ হলো বেসরকারি একটি স্কলারশিপ। কোটাক ব্যাংকের নাম নিশ্চই শুনেছেন। খুবই ভালো একটি আর্থিক সংস্থা। এখানে অনেক মানুষ নিজেদের অর্থ সঞ্চয় করেন এই ব্যাংকে। তেমনই এই ব্যাংক শুধু অর্থ সেভিংস এর মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। স্কলারশিপের (New Scholarship) মতন একটি অভিনব ব্যাবস্থা গ্রহণ করেছে।

Advertisement

কোটাক মাহিন্দ্রা গ্রুপ ও কোটাক এডুকেশনের যৌথ উদ্যোগে এই স্কলারশিপ (New Scholarship) চালু হয়েছে। আর নামের মাধ্যমেই বোঝা যাচ্ছে এটা সম্পূর্ণ মেয়েদের জন্য। যে সমস্ত পরিবারে আর্থিক অবস্থা তেমন নয়, কিন্ত তাদের বাড়ির কন্যাটি পড়াশুনায় খুবই তুখোর, সে আরও উচ্চ শিক্ষা নিতে চায় কিন্তু পরিবারের আর্থিক অনটন বাঁধ সেধে দাড়ায় তার পড়াশুনার জন্য। সেই সব মেয়েদের পড়াশুনা চালিয়ে যাবার জন্য কোটাক মাহিন্দ্রা গ্রুপ এই স্কলারশিপ ব্যাবস্থা করেছেন। কিভাবে আবেদন করবেন জেনে নিন। কারা এই স্কলারশিপের যোগ্য।

  • কোটাক কন্যা স্কলারশিপে (New Scholarship) আবেদন জানাতে হলে আবেদনকারীকে অবশ্যই পড়াশুনা করতে হবে এবং পরিবারের কন্যা সন্তান হতে হবে।
  • আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় হতে হবে ৬ লক্ষ টাকা হতে হবে।
  • আবেদনকারী পড়ুয়াকে ৮৫ শতাংশ নম্বর সহ উচ্চমাধ্যমিক পরীক্ষায় (HS Exam) পাশ করে থাকতে হবে অর্থাৎ তাকে মেধাবী হতে হবে।
  • ৮৫ শতাংশ নম্বর সহ HS পাশ পড়ুয়াকে যে কোনো প্রফেশনাল কোর্স ভর্তি হতে হবে।

এইসব যোগ্যতা থাকলে তবেই আবেদন করলে কোটাক কন্যা স্কলারশিপে (New Scholarship) আবেদনকারী ছাত্রীকে প্রতি বছর ১.৫ লক্ষ টাকার স্কলারশিপ দেওয়া হবে। কোর্স সম্পন্ন না হওয়া পর্যন্ত এই অর্থ দিয়ে যাওয়া হবে। আবেদন পদ্ধতি – এই স্কলারশিপে আবেদন জানাতে হলে প্রথমে কোটাক মাহিন্দ্রা গ্রুপের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এরপর সেখানেই আবেদনপত্র পূরণ করে ডকুমেন্ট আপলোড করে অ্যাপ্লিকেশনটি জমা করতে হবে।

আবেদনের পর কোটাক গ্রুপ একটি লিস্ট তৈরি করবেন। আর সেই লিস্টটা হবে আর্থিক আয়ের পরিমাণ আর মেরিটের ওপর ভিত্তি করে। যার আর্থিক আয় কম ও মেরিট বেশি সেই আগে অগ্রাধিকার পাবে এই New Scholarship পাওয়ার জন্য। এরপর এই মেরিট লিস্ট অনুযায়ী ছাত্রীদের দুই রাউন্ডের ইন্টারভিউ নেওয়া হবে তারপর একটি ফাইনাল লিস্ট তৈরি করা হবে।

Govt Scheme (বাংলা শস্য বীমা প্রকল্প)

ইন্টারভিয়ের এর নাম্বার ও আগের লিস্টের করা নাম্বার অনুযায়ী। এই লিস্ট ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আপনারা ওয়েবসাইট খুললেই দেখে নিতে পারবেন আপনার নাম লিস্টে আছে কিনা। যে সমস্ত আবেদনকারী ছাত্রীর নাম লিস্টে থাকবে তাদের কাছে New Scholarship টাকা পৌঁছে যাবে সঠিক সময়ে কোটাক সংস্থার পক্ষ থেকে। তাহলে এই সুবর্ণ সুযোগ হাতছাড়া না করে আপনার বাড়ির কন্যা যদি মেধাবী হয়।

মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে নতুন প্রকল্প আনল সরকার। কীভাবে আবেদন করবেন?

উচ্চ মাধ্যমিক পাশের পর এই সমস্ত কোর্সে ভর্তি হয়ে থাকে আর অর্থের অভাবে পড়াশুনা চালিয়ে নিয়ে যেতে অসুবিধা হয় তাহলে এখনই কোটাক গ্রুপের এই New Scholarship নিয়ে ওয়েবসাইটে নিজের নাম নথিভূক্ত করুন। আর দেশের বা রাজ্যের মেয়েদের এই সুযোগ কোন মতেই হাতছাড়া করা উচিত নয়। আপনারা প্রত্যেকে এই সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিয়ে তবেই আবেদন করবেন।
Written by Shampa Debnath.

প্রত্যেক মাধ্যমিক পরীক্ষার্থী পাবে ফ্রিতে টেস্ট পেপার। কবে থেকে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button