WBBPE Primary TET – প্রাইমারি টেট নিয়ে নতুন নির্দেশনা! কাউন্সিলিং হওয়া শিক্ষকদের নতুন কী নোটিশ জারি করল?

প্রাথমিক শিক্ষক নিয়োগ বা WBBPE Primary TET নিয়ে যে জলঘোলা বা দুর্নীতির কথা উঠে এসেছে তা সবারই জানা। এই নিয়োগ সংক্রান্ত ব্যাপারে রাস্তায় চাকরি প্রার্থীরা দিনের পর দিন অবস্থান বিক্ষোভ, মিছিল থেকে শুরু করে সেই বিক্ষোভ মামলা পর্যন্ত গড়িয়েছে। যদিও ২০১৭ ও ২০২২ সালের টেট পরীক্ষার উত্তীর্ণদের এখনও নিয়োগ হয়নি কিন্ত এরপরও নতুন টেট পরীক্ষা হয়েছে। এদিকে ২০১৭ ও ২০২২ সালের নিয়োগ নিয়ে এখনো মামলা চলছে।

Advertisement

New Rules for WBBPE Primary TET Recruitment

তবে ২০১৭ ও ২০২২ সালের বা WBBPE Primary TET প্রাইমারি টেট উত্তীর্ণদের খুব দ্রুত নিয়োগ সম্পন্ন করা হবে সেকথা জানিয়েছিল পর্ষদ। সেই অনুযায়ী নিয়োগ হওয়ার প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে জেলার শূন্যপদ গুলো পূরণের জন্য রাজ্য স্তরে কাউন্সিলিং চালানো হয়েছে। পর্ষদ কথা অনুযায়ী খুব দ্রুত নিয়োগ সম্পন্ন হয়ে যাবে।

Advertisement

পর্ষদ থেকে বলা হয়েছিল ২০২২ সালের নিয়োগ সংক্রান্ত সকল ত্রুটি দ্রুত মিটিয়ে নিয়োগ করা হবে । এরপরই ২০২৩ সালের WBBPE Primary TET বা টেট নিয়োগ নিয়ে ভাবা হবে। তেমনটাই প্রক্রিয়া চলছিল। টেট উত্তীর্ণ প্রার্থীদের স্টেট কাউন্সেলিং সম্পন্ন হয়ে গিয়েছে এবং তারা যে জেলা নির্বাচন করেছেন, সেখানকার DPSC- সন্ধান নেওয়ার কথা বলা হয়েছে পর্ষদের তরফ থেকে।

কারণ রাজ্য স্তরে যে কাউন্সিলিং করা হয়েছে তার প্যানেল ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে জেলার স্কুলগুলোতে। পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছেন এই বছরের ২১ থেকে ২৪ ফেব্রুয়ারির মধ্যেই চাকরি প্রার্থীদের কাউন্সিলিং সম্পন্ন হয়েছে। কাউন্সিলিংয়ের সকল তথ্য WBBPE Primary TET সংশ্লিষ্ট জেলায় পৌঁছে গিয়েছে।

প্রসঙ্গত, ২০২২ সালের WBBPE Primary TET বা টেট উত্তীর্ণ প্রার্থীরা অনেকেই ইতিমধ্যে চাকরিতে যোগ দিয়েছে। তবুও ৯৫৩৩ টি শূন্যপদে এখনো নিয়োগ বাকি রয়েছে। ধীরে ধীরে সেই শূন্যপদ পূরণের চেষ্টা চলছে। কাউন্সিলিংয়ের এর মধ্য দিয়ে সেই শূন্যপদ গুলো পূরণ করা চলছে। এভাবে একদফা কাউন্সিলিংয়ের হয়ে গিয়েছে ফেব্রুয়ারি মাসে।

প্রাথমিক নিয়োগ তদন্তে পার্থ ঘনিষ্ঠ প্রোমোটারের বাড়িতে ED র তলব। আরও কোন কোন নেতার ডাক পড়লো?

আবারও দ্বিতীয় দফায় কাউন্সিলিংয়ের প্রস্তুতি চলছে। এভাবেই জেলায় জেলায় যে শিক্ষকের শূন্যপদ রয়েছে সেগুলো পূরণ করা হচ্ছে রাজ্যস্তরের কাউন্সিলিংয়ের প্রক্রিয়ার মাধ্যমে। WBBPE Primary TET বা টেট প্রার্থীরা তাদের পছন্দসই জায়গার স্কুল বেছে নিতে পারবেন আগেই বলা হয়েছিল। সেই অনুযায়ী চাকরি প্রার্থীরা যে জায়গা নির্বাচন করেছে তার লিস্ট ইতিমধ্যে নিজ নিজ জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

Salary Hike বা বেতন বৃদ্ধি

প্যানেল এর তালিকাভুক্ত প্রার্থীদের তাদের নির্বাচিত জেলার স্কুলে গিয়ে যোগাযোগ করার কথা বলা হয়েছে। তাই পর্ষদ থেকে জরুরি নির্দেশ পাঠানো হয়েছে যাদের কাউন্সিলিং হয়েছে তারা যেন খুব দ্রুত জেলার স্কুলে গিয়ে কথা বলে নেয়। তারা তাদের পছন্দসই জায়গায় স্কুল নির্বাচন করতে পারবে।

ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও আশা কর্মীদের জন্য মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা। বেতন বৃদ্ধি সহ আরও সুবিধা।

পর্ষদ জানিয়েছে ২০২২ সালের WBBPE Primary TET নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলেই পরিবর্তী টেট নিয়োগ নিয়ে ভাবা হবে। ২০২৩ সালের নিয়োগ নিয়ে ততটা সমস্যার মধ্যে পড়তে হবেনা কারণ ২০২৩ সালের টেট এক্সাম হয়েছিল খুবই সচেতনতার মধ্য দিয়ে। তাই এরপরে নিয়োগ খুবই দ্রুততার সাথে সম্পন্ন হবে।
Written by Shampa Debnath.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button