Family Pension – সরকারি কর্মীদের পারিবারিক পেনশন নিয়ে নয়া নিয়ম জারি। নিয়মে কী পরিবর্তন হলো? জেনে নিন।

রাজ্যের অর্থ দপ্তর Family Pension বা পারিবারিক পেনশনের নিয়মে কিছু রদ বদল এনেছে। সেটাই গত শুক্রবার এক বিশেষ বিজ্ঞপ্তি মাধ্যমে ঘোষনা করলেন। সরকারি কর্মচারীরা কাজের অবসর গ্রহণের পর পেনশন পেয়ে থাকেন। কিন্ত তার মৃত্যুর পর সেই পেনশনের হোল্ডার হন তার স্ত্রী বা স্বামী। তবে অনেকদিন থেকেই এই পারিবারিক পেনশনের নিয়মের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিয়োর নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। সেই ধোঁয়াশা কাটানোর জন্যই অর্থ দপ্তর বিজ্ঞপ্তি প্রকাশ করে কিছু জিনিস স্পষ্ট করে দিলেন।

New Rules for Govt Employees Family Pension Scheme

সবাই এটা অবগত যে স্বামী বা স্ত্রী সরকারি জব করে পেনশন পাওয়া কালীন মৃত্যু হলে তার পেনশন স্বামী বা স্ত্রী বা অবিবাহিত কন্যা পেয়ে থাকেন। কিন্ত অনেকের মধ্যেই সঠিক পদ্ধতি সমন্ধে তেমন স্পষ্ট ধারণা ছিলনা যে কোন উপায়ে এই পেনশন হোল্ডার নাম পরিবর্তন করা যাবে।

অর্থ দপ্তর বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, Family Pension বা পারিবারিক পেনশন দাবি করতে হলে প্রথমেই যে নথি গুলো দেখাতে হবে সেগুলো হল বিয়ের শংসাপত্রের ফটোকপি, আধার, ভোটার এবং প্যান কার্ডের ফটোকপি, পাসপোর্ট সাইজের ছবি, মৃত সরকারির কর্মীর ডেথ সার্টিফিকেট, পেনশন বই বা পিপিও-র কপি।

এছাড়া সবচেয়ে আগে দরকার যিনি Family Pension বা পারিবারিক পেনশনের জন্য দাবি করছেন তিনি সত্যিই সেই দাবিদার তার একটা উপযুক্ত প্রমাণ দেখাতে হবে। আর এই উপযুক্ত প্রমাণ আপনি পেয়ে যাবেন পেনশন হোল্ডার এর অফিস থেকেই। এছাড়া এটাও জানানো হয়েছে পেনশন হোল্ডার এর মৃত্যুর দু থেকে তিন সপ্তাহের মধ্যেই এই সরকারি নিয়ম গুলো করে ফেলতে হবে।

একধাক্কায় 40% বেতন বৃদ্ধি ছাড়াও অবসরকালীন ভাতাও বাড়ছে সমস্ত শিক্ষকদের।

অন্যদিকে যদি কোনো অবিবাহিত কন্যা মায়ের বা বাবার পেনশন এর দাবি করেন তাহলে তাকে লিখিত দিতে হবে আর কোনো কেউ পরিবারের সদস্য এই দাবি করতে পারবেন না। অর্থ দপ্তর থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশের পরে অনেকের মনেই ভ্রান্তি ধারণা দূর হয়েছে।

Ad Hoc Bonus বা উৎসব ভাতা

Family Pension বা পারিবারিক পেনশনের দাবি কীভাবে করবেন? কতদিন এর মধ্যে করবেন? কী কী নথি প্রয়োজন সেগুলো স্পষ্ট ধারণা দেওয়া রয়েছে এই বিজ্ঞপ্তিতে। এরফলে সাধারণ মানুষকে আর সমস্যার মধ্যে পড়তে হবেনা বলে মনে করছেন পেনশনার্স ওয়োলফেয়ার অ্যসোসিয়েশন।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের বোনাস বৃদ্ধির ঘোষণা। সরকারের বড় সিদ্ধান্ত।

পরিবারের আর্নিং মেম্বারের মৃত্যুর পর পরিবারের অন্যান্যরা এমনিতেই মানসিক কষ্টতে থাকেন অন্যদিকে Family Pension বা পারিবারিক পেনশন নিয়ে একটা চিন্তা থেকে যায়। কীভাবে কতদিনের মধ্যে পেনশন এর দাবি করা যাবে। তাই এই বিজ্ঞপ্তি অনেকটাই সাহায্য করবে সাধারণ মানুষকে।
Written by Shampa Debnath.

Leave a Comment