Holiday List 2023 – আর মাত্র কিছু ঘণ্টার অপেক্ষা রাত ১২ টা বাজলেই স্বাগত জানানো হবে নতুন বছর ২০২৩ কে আর বিদায় নেবে ২০২২। বছরের শেষ লগ্নে উপস্থিত হয়ে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে বিদ্যালয়ে ছুটির তালিকা নিয়ে এক নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। ২০২৩ সালের জন্য WBBSE – West Bengal Board Of Secondary Education অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ বিদ্যালয়ে ছুটির তালিকা প্রকাশিত করেছে। এই নতুন তালিকা অনুসারে কমছে গরমের ছুটি এবং বাড়তে চলেছে দুর্গা পূজার ছুটি।
Holiday List 2023 – দেখে নিন তালিকা।
এই নতুন সিদ্ধান্ত সামনে আসতেই আনন্দে সকল ছাত্র – ছাত্রীরা। হবে নাই বা কেন – বাঙালির শ্রেষ্ঠ উৎসব হচ্ছে এই দুর্গা পুজা আর এতে একটু বেশি দিন ছুটি না পেলে হয়।
পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের তরফে দেওয়া তালিকা অনুসারে ২০২৩ সালে পুজোতে বিদ্যালয়ে ছুটি থাকবে ২৬ দিন। আর গরমের ছুটি হতে চলেছে ১০ দিনের। আগামী বছর ১৪ ই অক্টোবর ২০২২ দুর্গা পূজা থেকে ১৬ ই নভেম্বর ২০২২ ভাইফোঁটা পর্যন্ত টানা একমাস এর কাছাকাছি ছুটি থাকতে চলেছে।
এছাড়াও বাকি সকল ছুটি মিলিয়ে মত ৬৫ দিন ছুটি থাকতে চলেছে। রবিবার বাদে এই ৬৫ দিন ছুটির ঘোষণা করা হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের তরফে আরও বলা হয়েছে, পরিস্থিতি অনুসারে এই ছুটি কম বা বেশি হতে পারে। বিভিন্ন জেলাতে কিছু আঞ্চলিক অনুষ্ঠান, কিছু মহৎ ব্যাক্তির জন্মদিন ইত্যাদি ছুটি থাকে এছাড়াও প্রাকৃতিক দুর্যোগ এর ওপরেও সমস্থ কিছু নির্ভর করছে। কিন্তু এই ছুটি যাতে ৬৫ দিনের বেশি না হয় এই দিকে নজর রাখা হবে বলে জানিয়েছে পর্ষদ।
Holiday List 2023 জানুয়ারি মাসে ছুটির দিনঃ-
০১/০১/২০২৩ – বছরের প্রথম দিন।
১২/০১/২০২৩ – স্বামী বিবেকানন্দ জন্মদিন।
২৩/০১/২০২৩ – নেতাজি সুভাষচন্দ্র বোস এর জন্মদিন।
২৫/০১/২০২৩ – সরস্বতী পুজোর আগের দিন অতিরিক্ত ছুটি।
২৬/০১/২০২৩ – সরস্বতী পুজো ও প্রজাতন্ত্র দিবস। বিদ্যালয়ে পালনীয়।
ফেব্রুয়ারি মাসে ছুটির দিনঃ-
১৪/০২/২০২৩ – পঞ্চানন বর্মার জন্মদিন।
১৮/০২/২০২৩ – মহা শিবরাত্রি পুজো।
মার্চ মাসে ছুটির দিনঃ-
০৭/০৩/২০২৩ – দোলযাত্রা।
০৮/০৩/২০২৩ – হোলি।
১৯/০৩/২০২৩ – শ্রী শ্রী হরিচাদ ঠাকুরের জন্ম তিথি।
এপ্রিল মাসে ছুটির দিনঃ-
০৪/০৪/২০২৩ – মহাবীর জয়ন্তী।
০৭/০৪/২০২৩ – গুড ফ্রাইডে।
১৪/০৪/২০২৩ – ভীম রাও আম্বেদকর এর জন্মদিন।
১৫/০৪/২০২৩ – বাংলা নববর্ষ।
২১/০৪/২০২৩ – ঈদের আগের দিন।
২২/০৪/২০২৩ – ঈদের দিন।
Holiday List 2023 মে মাসে ছুটির তালিকাঃ-
০১/০৫/২০২৩ – মে দিবস।
০৫/০৫/২০২৩ – বুদ্ধ পূর্ণিমা।
০৯/০৫/২০২৩ – রবীন্দ্র জয়ন্তী।
২৪/০৫/২০২৩ থেকে ০৪/০৬/২০২৩ – রবিবার বাদে গরমের ছুটি।
জুন মাসের ছুটির দিনঃ-
২০/০৬/২০২৩ – রথযাত্রা।
২৯/০৬/২০২৩ – বকরি ঈদ।
জুলাই মাসে ছুটির দিনঃ-
২৯/০৭/২০২৩ – মহরম।
আগস্ট মাসে ছুটির দিনঃ-
১৫/০৮/২০২৩ – ভারতের স্বাধীনতা দিবস। বিদ্যালয়ে পালনীয়।
৩০/০৮/২০২৩ – রাখী পূর্ণিমা।
সেপ্টেম্বর মাসে ছুটির দিনঃ-
০৬/০৯/২০২৩ – জন্মাষ্টমী অর্থাৎ কৃষ্ণের জন্মদিন।
২৯/০৮/২০২৩ – ফতেয়া – দোহাজ – দাহাম।
অক্টোবর মাসে ছুটির দিনঃ-
০২/১০/২০২৩ – মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্মদিন।
রাজ্য সরকারি কর্মীদের জন্য নতুন বছরে বাড়তি ছুটি, বিজ্ঞপ্তি প্রকাশ নবান্নের।
নভেম্বর মাসে ছুটির দিনঃ-
১৫/১১/২০২৩ – বিরসা মুন্ডার জন্মদিন।
১৯/১১/২০২৩ – ছট পুজো। রবিবার পড়েছে।
২০/১১/২০২৩ – ছট পুজোর জন্য বাড়তি ছুটি।
২৭/১১/২০২৩ – গুরু নানকের জন্মদিন।
ডিসেম্বর মাসে ছুটির দিনঃ-
২৫/১২/২০২৩ – যীশু খ্রিষ্টের জন্মদিন।
Holiday List 2023 নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।