Bank Account – ব্যাংক বা ATM থেকে আপনি একসঙ্গে কত টাকা তুলতে পারবেন? সমস্যায় পড়ার আগে জেনে নিন।

প্রত্যেকটি ব্যক্তির বর্তমান যুগে Bank Account বা ব্যাংক একাউন্ট রয়েছে। সেখানে যে যার আয়ের পরিমাণ বুঝে টাকা সেভিংস করে। এছাড়া এখনকার সময় টাকা মানিব্যাগে নিয়ে ঘুরতে কম ব্যাক্তিকে দেখা যায়। বাজারে বেরিয়ে কিংবা কোনো শপিং বা ঘুরতে গিয়ে টাকা ফুরিয়ে গেলেই ATM থেকে যত্রতত্র টাকা তুলে নেয় সবাই। তবে রিজার্ভ ব্যাঙ্ক থেকে একটি নির্দেশ দেওয়া হয়েছে সম্প্রতি একজন ব্যাক্তি সর্বোচ্চ কত টাকা একদিন তুলতে পারবে। যদি রিজার্ভ ব্যাংকের নতুন নিয়ম অনুযায়ী এই বেঁধে দেওয়া টাকার নির্দিষ্ট সীমা অতিক্রম করে তাহলেই আপনাকে চার্জ দিতে হবে।

Advertisement

One Time Money Withdrawal Limit from The Bank Account

তাই দেখে নিন রিজার্ভ ব্যাংক ঠিক কত টাকার সীমা নির্ধারণ করে দিয়েছে। এই প্রতিবেদনে দেশের শীর্ষস্থানীয় ব্যাংকগুলি থেকে ATM কার্ডের মাধ্যমে প্রতিদিন আপনার Bank Account বা ব্যাংক একাউন্ট থেকে কত টাকা পর্যন্ত তুলতে পারবেন তার সমন্ধে বলা রয়েছে। আপনার যদি নিম্নলিখিত ব্যাংক গুলোর মধ্যে একাউন্ট থেকে থাকে তাহলে সহজেই জেনে নিতে পারবেন একদিন সর্বোচ্চ টাকা তোলার সীমা।

Advertisement
  • স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)
  • আইসিআইসিআই ব্যাংক (ICICI Bank)
  • এক্সিস ব্যাঙ্ক (Axis Bank)
  • পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB)

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হলো দেশের সবচেয়ে বড়ো রাষ্ট্রায়ত্ত ব্যাংক। কোটি কোটি গ্রাহক রয়েছে এই ব্যাংকের সাথে যুক্ত। এই ব্যাংকের ATM থেকে ৪০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত তোলা যায়। আপনি এক মাসে ৫ বার পর্যন্ত বিনা চার্জে টাকা তুলতে পারবেন। তবে ৫ বারের বেশি হয়ে গেলে কিংবা নির্দিষ্ট টাকার সীমা অতিক্রম করলেই দিতে হবে চার্জ।

এই সীমা পেরিয়ে গেলে টাকা তোলার জন্য আলাদা করে ২০ টাকা দিতে হবে গ্রাহকদের। নন এসবিআই (Bank Account) এটিএম এ টাকা তোলার ক্ষেত্রে ২০ টাকা এবং বিদেশি এটিএম লেনদেনের অন্যতম ১০০ টাকা, এছাড়াও জিএসটি এবং শতাংশ কর দিতে হয়।

টাকায় রং লেগে গেছে? কি করবেন ভাবছেন? আর চিন্তা নেই! RBI এর এই নিয়ম জেনে নিন।

আইসিআইসিআই ব্যাংক (ICICI Bank)

বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে এই আইসিআইসিআই ব্যাংক বা ICICI Bank খুবই উল্লেখযোগ্য। এই ব্যাংকে টাকা তোলার ক্ষেত্রে সর্বোচ্চ সীমা নির্ভর করে ডেবিট কার্ডের উপর। এই ব্যাংক থেকেও আপনি সর্বোচ্চ ৫ বার বিনা চার্জে টাকা তুলতে পারবেন।

তারপর থেকে ২০ টাকা অতিরিক্ত চার্জ দিতে হয় (Bank Account) গ্রাহকদের। আর্থিক লেনদেনে ৮.৫০ শতাংশ ফি নেওয়া হয়। বিদেশি এটিএম লেনদেনে ১৫০ টাকা চার্জ নেওয়া হয়।

Make Money - মেক মানি

এক্সিস ব্যাঙ্ক (Axis Bank)

এই এক্সিস ব্যাঙ্ক বা Axis Bank এর ক্ষেত্রেও ডেবিট কার্ডের ধরনের ওপর টাকা (Bank Account) তোলার সময় নির্ভর করে। আপনি ৫ বারের বেশি একই মাসে টাকা তুললে ২১ টাকা চার্জ দিতে হয়। বিদেশি এটিএম লেনদেনে ১২৫ টাকা অতিরিক্ত চার্জ দিতে হয়।

জনপ্রিয় এই 5 ব্যাংককে জরিমানা দেওয়ার নির্দেশ দিলো RBI. আপনার এই ব্যাংকে একাউন্ট আছে?

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB)

এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা Punjab National Bank এর ATM থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত টাকা তোলা যায়। বিনামূল্যে একই মাসে ৫ বার টাকা তুলতে পারেন গ্রাহকরা। তারপর থেকে ২০ টাকা চার্জ দিতে হবে এছাড়া (Bank Account) বিদেশি ATM এর ক্ষেত্রে ১৫০ টাকা চার্জ দিতে হয়।

তাই মনে রাখুন একই মাসে আপনি কতবার ATM থেকে টাকা (Bank Account) তুলছেন এবং কত টাকা তুলছেন। আপনার টাকা তোলার সময় লক্ষ্য রাখুন রিজার্ভ ব্যাঙ্কের নির্দিষ্ট সীমা অতিক্রম করছে কিনা কারণ এই চার্জ সীমা অতিক্রম করলেই আপনাকে চার্জ দিতে হবে।
Written by Shampa Debnath.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button