Business Opportunities – বাড়িতে একটু খালি জায়গা থাকলেই এই ব্যবসা শুরু করুন, মাসে 50000 টাকা আয় নিশ্চিত।

Business Opportunities – ব্যবসা শুরু করতে কোন কোন নথি লাগবে? জেনে নিন বিস্তারিত।

ব্যবসা করতে পুঁজির প্রয়োজন হয়, তা সকলেরই জানা। তবে কোন ব্যবসা (Business Opportunities) করলে সহজেই লাভবান হওয়া যাবে? সেই সম্পর্কেও অবশ্যই জানতে হবে। আজকে এই প্রতিবেদনে এমন একটি ব্যবসা সম্পর্কে জানানো হবে, যেখানে কোনো পুঁজির প্রয়োজন হবে না। বরং মোটা টাকা মুনাফা হবে।

কী অবাক হচ্ছেন? বিশ্বাস হচ্ছে না? কিন্তু এটাই সত্যি। ব্যবসার নাম কী কিভাবে ব্যবসাটি শুরু করতে হবে? সকল কিছু বিস্তারিতভাবে জানানো হচ্ছে। আসলে অনেকেই ভাবেন চাকরির পাশাপাশি ব্যবসা করবেন। এই ব্যবসার ক্ষেত্রে সেই সুবিধাও পাওয়া যাবে। তবে ব্যবসা (Business Opportunities) শুরু করার পদ্ধতি না জানলে খরচ হবে মোটা টাকা। আর প্রতারকের পাল্লায় পড়ে ঠকে যাওয়ারও সম্ভাবনা থাকে। তাই এই বিষয়ে বিশদে জানানো হল।

নতুন ব্যবসার আইডিয়া

ব্যবসার নাম – মোবাইল টাওয়ার স্থাপন।
এই ব্যবসার আরো একটি সুবিধা হল বাড়ির ছাদেও শুরু করা যাবে এই ব্যবসা। পাশাপাশি যদি ব্যক্তি ভাবেন খালি জমিতে স্থাপন করবেন, তা-ও করতে পারেন।
এক্ষেত্রে কোন কোন আবশ্যক শর্ত মানতে হবে-
১) বাড়ির ফাঁকা জায়গায় টাওয়ার বসাতে হলে কমপক্ষে 2500 স্কয়ার ফিট খালি জায়গা থাকতে হবে।
অথবা বাড়ির ছাদে টাওয়ার বসাতে চাইলে কমপক্ষে 500 স্কয়ার ফিট খালি জায়গা থাকতে হবে।

সরকারি প্রকল্পের টাকা ঢোকা শুরু হলো, আপনার নাম আছে তো? তালিকা দেখে নিন।

২) টাওয়ার বসানো হলে 100 মিটারের দূরত্বে কোনো হাসপাতাল থাকা চলবে না।
৩) টাওয়ার বসানো নিয়ে প্রতিবেশীদের মধ্যে বিবাদ থাকা চলবে না। অবশ্যই টাওয়ার বসানোর আগে প্রতিবেশীদের মতামত জেনে নিতে হবে।
উল্লেখ্য, খালি জমিতে বা বাড়ির ছাদে মোবাইল টাওয়ার বসাতে চাইলে কোনো কোম্পানিকে কোনরকম টাকা দিতে হয় না। যদি কোনো কোম্পানি টাকা চায়, তা আদৌ ঠিক কোম্পানি কিনা, তা ভালো করে জেনে নিতে হবে।

কিভাবে আবেদন জানাতে হবে?

বাড়ির ছাদে বা খালি জায়গায় কোনো টাওয়ার বসাতে (Business Opportunities) চাইলে কোম্পানির নির্দিষ্ট অফিশিয়াল ওয়েবসাইটে আবেদন জানাতে হবে। এরপর সেই কোম্পানির তরফে তা মঞ্জুর করা হলে, প্রতিনিধিরা বাড়ির সেই জায়গাটিকে ভালো করে পরীক্ষা করতে আসবেন। সেই সময় ব্যক্তির কাছ থেকে কিছু নথিপত্র চাওয়া হতে পারে।

তাই আগে থেকে সেগুলি রেডি করে, যত্ন করে রেখে দিতে হবে। আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট বা নথিপত্র-
১) জায়গাটির structure safety certificate লাগবে। এর মাধ্যমে কোম্পানির প্রতিনিধিরা জানবেন, জায়গাটি টাওয়ার বসানোর জন্য উপযুক্ত কিনা।
২) একটি NOC (no objection certificate) লাগবে। যেটি জায়গাটির যে মালিক, তার সেই জায়গাটিতে টাওয়ার বসানো (Business Opportunities) নিয়ে কোনো রকমের অভিযোগ নেই। তা জানানো হবে।
এরপরই কোম্পানি এবং জায়গার মালিকের মধ্যে চুক্তি হবে। আইনতভাবে জায়গাটিতে টাওয়ার বসানোর অনুমতি পাওয়া যাবে।

কত টাকা আয় হবে?

এটি নির্ভর করে সম্পূর্ণ কোম্পানির উপরেই। বিভিন্ন কোম্পানির টাকা প্রদানের পরিমান আলাদা হয়ে থাকে। তবে সর্বাধিক পরিসীমা 60,000 টাকা পর্যন্ত হতে পারে। সর্বনিম্ন পরিসীমা হতে পারে 10,000 টাকা৷
উল্লেখ্য, ঘনবসতিপূর্ণ এলাকায় জমি হওয়া যাবে না। কারণ মোবাইল টাওয়ার থেকে রেডিয়েশন নির্গত হলে, তা মানুষের উপর খারাপ প্রভাবও ফেলতে পারে।

চাকরি না করেও প্রতিমাসে 50,000 টাকা পেনশন, সরকারের নতুন প্রকল্প সম্পর্কে জেনে নিন।

টাওয়ার স্থাপনকারী কয়েকটি কোম্পানির নাম- এয়ারটেল, বিএসএনএল টেলিকম টাওয়ার ইনফ্রাস্ট্রাকচার, এইচএফসিএল কানেক্ট ইনফ্রাস্ট্রাকচার – ইনফোটেল গ্রুপ, আমেরিকান টাওয়ার কো-অপারেটিভ, এসার টেলিকম, জিটিএল ইনফ্রাস্ট্রাকচার, আইডিয়া টেলিকম ইনফ্রা লিমিটেড, রিলায়েন্স ইনফ্রাটেল এবং ভোডাফোন।

সতর্কতা

তবে বর্তমানে মোবাইল টাওয়ার বসানোর নাম করে অনেক জালিয়াতি ফোন আসে, যেখানে বলা হয় আগে কিছু টাকা জমা করলে আপনার জমি বা বাড়ির ছাদে টাওয়ার বসানো হবে। কিন্তু এই ফাঁদে পা দেবেন না। সরাসরি কোম্পানীর অফিসে গিয়ে যোগাযোগ করুন। Business Opportunities বা ব্যবসা সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে বাংলার চোখ ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।

Leave a Comment