Mobile Recharge – মাত্র 197 টাকার রিচার্জে পেয়ে যান 70 দিনের ভ্যালিডিটি, 2 জিবি ডেটাসহ আরও অনেক কিছু।

ভারতের টেলিকম বাজারে বিএসএনএল (BSNL) এর নাম অনেক পুরনো এই (Mobile Recharge) টেলকম কোম্পানী অনেকদিন ধরে খুবই সুনাম অর্জন করে চলেছে যদিও বর্তমানে জিও (Jio) এয়ারটেল (Airtel) এর মত নামি দামি কোম্পানি ভালই ব্যবসা করছে তবুও বিএসএনএল বর্তমানে দারুন অফার দিতে চলেছে আপনি যদি বিএসএনএল গ্রাহক হয়ে থাকেন এই প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন।

Mobile Recharge Plan on 197rs Get 2GB Data & Free Call

রিচার্জ প্ল্যান (Recharge Plan) নিয়ে প্রতিনিয়তই বিভিন্ন রকম কোম্পানির মধ্যে একটা প্রতিযোগিতা চলে সে কত ভালো অফার দিতে পারে সেই প্রতিযোগিতায় এগিয়ে থাকলো সেটাই লেখা। আমরা সবাই জানি রিচার্জ প্লানের ক্ষেত্রে সবচেয়ে সহজলভ্য প্ল্যান লঞ্চ করে জিও কোম্পানি।

এছাড়া এয়ারটেল (Airtel) ও অনেক কম দামে বিভিন্ন রিচার্জ প্ল্যান (Recharge Plan) রয়েছে। এবার গ্রাহকদের খুশি করার জন্য বিএসএনএল (BSNL) সেই একই পথে হাটলো। মাত্র ২০০ টাকারও কম রিচার্জের (Mobile Recharge) আপনি পেয়ে যাবেন ৭০ দিনের ভ্যালিডিটি এবং ২ জিবি ডেটা।

নতুন এই রিচার্জ প্ল্যানে (Mobile Recharge) রিচার্জ করলে বিএসএনএল গ্রাহকের অনেকটাই মাসিক খরচ কমে যাবে। অনেকেরই দুটি সিমকার্ড থাকে। বিএসএনএল সিমকার্ড অনেকেই এখনো অনেকেই ব্যাবহার করে থাকেন দ্বিতীয় সিমকার্ড হিসেবে। তাই তাদের অনেকটাই সুবিধা হতে চলেছে।

কি কি সুবিধা পাবেন রিচার্জ প্ল্যানে

বিএসএনএলের যে রিচার্জ প্ল্যানটির (Mobile Recharge) কথা বলা হচ্ছে তার মূল্য হচ্ছে ১৯৭ টাকা। ১৯৭ টাকা রিচার্জ করলে গ্রাহকরা পেয়ে যাবেন ৭০ দিনের ভ্যালিডিটি এছাড়াও ২ জিবি ডেটা। এর পাশাপাশি থাকবে যে কোনো নেটওয়ার্কের সাথে আনলিমিটেড কথা বলার সুযোগ। আর থাকছে প্রতিদিন ১০০ টি করে এসএমএসের সুবিধা।

সাবধান! এই মাসেই বাতিল হতে পারে আপনার ও আপনার পরিবারের রেশন কার্ড। নতুন এই নিয়ম না জানলেই বিপদ।

তবে জানিয়ে রাখা হচ্ছে এই রিচার্জ করলে এই সকল অফার গ্রাহকরা পাবেন প্রথম ১৫ দিনের জন্য। প্রথম ১৫ দিনের পর বাকি যে দিনগুলি বাকি থাকবে সেইগুলির জন্য লোকাল কলের পিছনে খরচ হবে প্রতি মিনিটে ১ টাকা, এসটিডি কলের জন্য খরচ হবে প্রতি মিনিটে ১.৩০ টাকা, ভিডিও কল করা হলে লোকাল ও এসটিডি দুয়ের জন্য খরচ হবে প্রতি মিনিটে ২ টাকা।

Local Train - লোকাল ট্রেনের

লোকাল এসএমএসের জন্য প্রতি এসএমএস পিছু খরচ হবে ৮০ পয়সা, ন্যাশনাল এসএমএসের জন্য খরচ হবে ১.২০ টাকা এবং ইন্টারন্যাশনাল এসএমএসের (Mobile Recharge) জন্য খরচ হবে এসএমএস প্রতি ৬ টাকা। অন্যদিকে ১৫ দিনের পর ডেটা ব্যবহারের ক্ষেত্রে খরচ হবে প্রতি এমবিতে ২৫ পয়সা। যদিও এইটুকু খরচ যে কোনো টেলকম কোম্পানির রিচার্জ করলেই হবে।

পশ্চিমবঙ্গে Ration Card নিয়ে নতুন নিয়ম চালু হলো। এই কাজ না করলে রেশন পাবেন না।

তবে প্রথম ১৫ দিনের বিশেষ সুবিধার জন্য এই রিচার্জ প্ল্যানটি (Mobile Recharge) আপনি নিতেই পারেন। আপনিও যদি BSNL গ্রাহক হয়ে থাকেন এবং এই রিচার্জ প্ল্যানটি পছন্দ হয়ে থাকে খুব দ্রুত রিচার্জ করে নিন আর সুবিধা নিন। আরও এমন গুরুত্বপুর্ণ খবরের জন্য নিয়মিত এই পেজ ফলো করুন।
Written by Shampa Debnath.

Leave a Comment