ট্রেন বাতিলে চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা, শিয়ালদহ স্টেশন থেকে বাতিল একাধিক লোকাল ও দূরপাল্লার।

শিয়ালদহ স্টেশন হল ভারতের দ্বিতীয় সবচেয়ে বড় রেল স্টেশন। আজ থেকে ১৬১ বছর আগে ১৮৬২ সালে শিয়ালদহ স্টেশন চালু করা হয়। রেলমন্ত্রক এর খবর অনুসারে প্রতিদিন এই স্টেশনে আনুমানিক ১২ লক্ষ যাত্রীরা যাতায়াত করে। শুধুমাত্র দেশের দ্বিতীয় নম্বরই নয়, পূর্ব ভারতের সর্ববৃহৎ রেলস্টেশন হল শিয়ালদহ।

Advertisement

কোন কোন ট্রেন বাতিল দেখে নিন।

শিয়ালদহ স্টেশনে প্রতিদিন প্রায় ১২ লক্ষের বেশি যাত্রীরা যাতায়াত করে, এদের মধ্যে সিংহভাগই লোকাল ট্রেন এর যাত্রীরা হয়ে থাকেন। এই লোকাল ট্রেনকেই কলকাতা ও শহরতলির লাইফ লাইন বলা হয়ে থাকে। খুবই কম খরচে, নির্দিষ্ট সময়ের মধ্যে নিজের গন্তব্যে পৌঁছনোর এক মাত্র উপায় এই লোকাল ট্রেন।

Advertisement

কিন্তু এবার এই সুবিধা কিছু সময়ের জন্য উপভোগ করতে পারবে না কলকাতা সহ শহরতলির বাসিন্দারা। শিয়ালদহ স্টেশন থেকে একাধিক লোকাল রেল সহ, বহু দূরপাল্লার রেল বাতিল করার কথা জানানো হয়েছে। শুধুমাত্র শিয়ালদহ নয়, রাজ্যের একাধিক স্টেশন থেকে বহু রেল বাতিল করা হয়েছে।

জানেন কি একটি ট্রেনের মাইলেজ কত কিম্বা সারা ভারতে মোট কতগুলি রেল স্টেশন আছে??

রেল বাতিলের জন্য বিভিন্ন জায়গায় পুরনো রেললাইন পাল্টে নতুন রেললাইন বসানোর কাজ চলছে বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। আজকের আলোচনায় আমরা দেখে নেব কোন কোন রেল বাতিল হয়েছে। শিয়ালদহ স্টেশন ছাড়াও দেশের দ্বিতীয় ব্যস্ত রেলস্টেশন হাওড়া থেকেও অনেক ট্রেন বাতিল করা হয়েছে।

শিয়ালদহ স্টেশন থেকে বাতিল হওয়া দূরপাল্লার রেল –
১. হাওড়া – নিউ দিল্লী স্পেশাল রেল বাতিল।
২. আজিমগঞ্জ – নৈহাটি স্পেশাল আপ ও ডাউন।
৩. আসানসোল জংশন – বোকারো স্টিল সিটি প্যাসেঞ্জার স্পেশাল আপ ও ডাউন।
৪. কলকাতা স্টেশন – অমৃতসর সাপ্তাহিক এক্সপ্রেস আপ ও ডাউন।

৫. হাওড়া – দেরাদুন কুম্ভ এক্সপ্রেস।
৬. শিয়ালদহ – আজমের (রাজস্থান) এক্সপ্রেস।
৭. গয়া (বিহার) – কামাখ্যা এক্সপ্রেস।
৮. অবধ এক্সপ্রেস (লালগড় – ডিব্রুগড়) এক্সপ্রেস বাতিল।

শিয়ালদহ স্টেশন থেকে বাতিল হওয়া লোকাল ট্রেনঃ-
১. শিয়ালদহ – নৈহাটি লোকাল আপ ও ডাউন।
২. রানাঘাট – নৈহাটি লোকাল আপ ও ডাউন।
৩. চন্দনপুর – হাওড়া লোকাল আপ ও ডাউন।
৪. হাওড়া – বারুইপুর লোকাল আপ ও ডাউন।

৫. বর্ধমান কর্ড – হাওড়া লোকাল আপ ও ডাউন।
৬. সিঙ্গুর – হাওড়া লোকাল আপ ও ডাউন।
৭. আমতা – হাওড়া লোকাল আপ ও ডাউন।
৮. শেওড়াফুলি – তারকেশ্বর লোকাল আপ ও ডাউন।
৯. হাওড়া – তারকেশ্বর লোকাল আপ ও ডাউন।

ট্রেন চলাচল ব্যাহত থাকার কারণ কি? বিশদে জানুন BIG UPDATE

খুব শীঘ্রই এই সমস্যা মিটে যাওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। আরও কোন আপডেট এর জন্য চোখ রাখুন এই পেজে। এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button