Electric Bill: বর্তমানে যে হারে ইউনিট প্রতি বিদ্যুতের দাম বাড়ছে তাতে মধ্যবিত্ত পরিবারে পকেটে অনেকটাই চাপ পড়ে প্রতি মাসে। তবুও বিদ্যুতের খরচ বাবদ টাকা তো দিতেই হয় বিদ্যুৎ সংস্থাকে। না হলেই কিছু মাস দেখার পরেই আপনার বাড়ির ইলেকট্রিক লাইন কেটে দিয়ে যেতে পারে বিদ্যুৎ সংস্থা। এমন প্রায়শই দেখা যায় আশেপাশের অনেক গ্রাহককে বিদ্যুতের বিল ঠিক মতন মেটায় না। বিদ্যুৎ সংস্থা তাদের বাড়িতে নোটিশ পাঠালেও কোনরকমই কোনো কাজ হয়না।
Electric Bill – বিদ্যুৎ বিল
এইরকমই হওয়ার ফলে বিদ্যুৎ সংস্থা একটি বড়সড় পদক্ষেপ নিলেন। কি সেই পদক্ষেপ জানতে হলে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন। একটি বিদ্যুৎ সংস্থার তরফে জানা যায়, অনেক গ্রাহককে বারবার নোটিশ পাঠিয়ে সতর্ককরণ করার পরেও বিদ্যুতের বিল মিটিয়ে দেয়নি তৎপর বিদ্যুৎ সংস্থা এই কড়া পদক্ষেপ নিলেন। গ্রাহকদের নাম অর্থাৎ যারা বিদ্যুৎ বিল মেটান নি তাদের নাম হোডিং এ ছাপিয়ে রাস্তার মোড়ে মোড়ে টাঙিয়ে দিলেন। এমন ঘটনার কথা প্রথম শুনছেন তাই তো ? হ্যাঁ এটাই সত্যি !
সচরাচর আমরা দেখে থাকি কোন গ্রাহক বিদ্যুতের বিল না মেটালে বিদ্যুৎ সংস্থা সেই গ্রাহকের বাড়িতে প্রথমে নোটিশ পাঠায় এবং তারপরও না মেটালে বিদ্যুৎ সংস্থা তার বাড়ির ইলেকট্রিসিটি কানেকশন কেটে দিয়ে যায়।
কিন্তু এই বিদ্যুৎ সংস্থা এমন কাজটি করেননি বরং কি করলেন প্রথমে নোটিশ পাঠানোর পরেও যখন গ্রাহক বিদ্যুৎ বিল মেটাল না তখন আর কোন দিকেই না তাকিয়ে বিদ্যুৎ সংস্থা সেই গ্রাহকদের নামের একটি তালিকা তৈরি করে হোডিং এর মাধ্যমে রাস্তার মোড়ে মোড়ে টাঙিয়ে দিলেন।
এমনই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। মধ্যপ্রদেশের গোয়ালিয়রের মধ্যক্ষেত্র বিদ্যুৎ বিতরণ সংস্থা জানিয়েছে, অনেকদিন ধরেই এমনই সমস্যায় ভুগছিলেন তারা বারংবার সতর্ক করা সত্ত্বেও এবং নোটিশ পাঠানো সত্বেও কোনরকম লাভ হয়নি। এদিকে হাজার হাজার টাকা বকেয়া থাকার জন্য বিদ্যুৎ সংস্থা ক্ষতির মুখে পড়েছে। কোন কোন গ্রাহক বকেয়া মেটাতে কিছুটা শোধ করছেন বাদবাকি আবার বকেয়া রেখে দিচ্ছেন তাই আর কোন উপায় না পেয়ে এমনই একটি পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন সেই বিদ্যুৎ সংস্থা।
মধ্যক্ষেত বিদ্যুৎ বিতরণ সংস্থার জেনারেল ম্যানেজার নিতিন মাঙ্গলিক জানিয়েছেন, অনেকদিন বকেয়া মেটানোর কোনরকম পদক্ষেপ নেওয়া হয়নি। গ্রাহকদের অনেক দিন সময় দেওয়া হয়েছে কিন্তু কোন কিছুই যখন কাজ হচ্ছিল না তখন এই বিদ্যুৎ সংস্থা গ্রাহকের নাম জনসম্মুখে আনে এবং ব্যানারের মাধ্যমে রাস্তার মোড়ে মোড়ে টাঙিয়ে দেওয়া হয় যাতে গ্রাহকেরা লোকলজ্জার ভয়ে অন্তত বকেয়া মিটিয়ে দিতে বাধ্য হয়।
নাম প্রকাশ করার ক্ষেত্রেও তারা এই নীতি বেছে নিয়েছেন যাদের বিপুল পরিমাণ টাকা বকেয়া রয়েছে তাদের নাম প্রথম দিকে রয়েছে এভাবে টাকার পরিমান অনুযায়ী পরপর নামের তালিকা দেওয়া হয়েছে। মোট ২০টি জ়োন থেকে সেই সব গ্রাহকদের চিহ্নিত করে নাম প্রকাশ করা হয়েছে। বিদ্যুৎ সংস্থার ম্যানেজারের দাবি, শুধু গোয়ালিয়র শহরেই ৫৩০ কোটি টাকার বিদ্যুতের বিল বকেয়া রয়েছে।
বকেয়া মেটাননি এমন গ্রাহকের সংখ্যা কয়েক হাজার। তবে আপাতত যাদের বকেয়ার পরিমাণ বেশি রয়েছে তাদের নামেই প্রকাশ্যে আনা হয়েছে এর পরবর্তী পদক্ষেপে আবার এর থেকে কম টাকা বকেয়া যাদের রয়েছে তাদের নাম দেওয়া হবে। গ্রাহকদের কাজ থেকে যখন বকেয়া কোনোভাবেই পাওয়া যাচ্ছিল না তখন এভাবে টাকা আদায় করা ছাড়া আর কোন রাস্তা খুঁজে পাচ্ছিলেন না মধ্যপ্রদেশের মধ্যক্ষেত্র বিদ্যুৎ বিতরণ সংস্থা।
Written by Shampa Debnath.