মাধ্যমিক ভূগোল সাজেশন 2023 – WBBSE Madhyamik Geography Suggestion Download.

মাধ্যমিক ভূগোল সাজেশন 2023 মিলিয়ে পড়ুন। আর মাত্র এক মাসের অপেক্ষার পরেই শুরু হতে চলেছে ছাত্র জীবনের প্রথম সবচেয়ে বড় পরীক্ষা মাধ্যমিক। এই নিয়ে চিন্তা সকলের। WBBSE (West Bengal Board Of Secondary Education) অর্থাৎ মাধ্যমিকে কী প্রশ্ন আসবে এই নিয়ে সকলের চিন্তা চরমে থাকে কিন্তু আজকের এই প্রতিবেদনে আমরা সম্ভাব্য সাজেসান নিয়ে হাজির হয়েছি। আশা করি ভূগোলের এই সাজেশন আপনাদের মাধ্যামিকের প্রস্তুতি নিতে সাহায্য করবে।(বাংলার চোখ)

মাধ্যমিক ভূগোল সাজেশন 2023, Geography Suggestion 2023 PDF, West Bengal Madhyamik Bengali Suggestion 2023, you can easily download the full suggestion WBBSE Madhyamik Geography Suggestion, Bengali Suggestion 2023 PDF by Banglar cokh অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর দ্বারা এই সাজেশন তৈরি হয়েছে।

মাধ্যমিক ভূগোল সাজেশন 2023 দেখে নিন।

বহিরজাত প্রক্রিয়া ও ভূমিরূপ
১. ভারতের সবচেয়ে বড় মানগ্রোভ অরণ্যে সুন্দরবন এর ওপরে জলবায়ু পরিবর্তনের প্রভাব আলোচনা কর।
২. বায়ুর সঞ্চয় কাজের ফলে সৃষ্ট কিছু ভূমিরূপের উদাহরণ দাও।
৩. হিমবাহের ক্ষয় কাজের ফলে সৃষ্টি প্রাপ্ত তিনটি ভূমিরূপের চিত্র সহ বর্ণনা দাও।
৪. নদীর তার নিজের ক্ষয় কাজের ফলে সৃষ্ট কয়েকটি ভূমিরূপের চিত্র সহ বর্ণনা দাও।
৫. হিমবাহ ও জলাধারের মিলিত কাজের ফলে তিন ধরনের ভূমিরূপের বর্ণনা দাও। (মাধ্যমিক ভূগোল সাজেশন 2023)

মাধ্যমিক বাংলা সাজেশন 2023- WBBSE Madhyamik Bengali Suggestion Download.

বায়ুমণ্ডল
১. বিশ্ব উষ্ণায়নের মুল কয়েকটি কারন নিয়ে আলোচনা কর।
২. বৃষ্টিপাত কত প্রকারের হয়? এই সমস্ত প্রকার নিয়ে বিস্তারিত আলোচনা কর।
৩. বায়ুমণ্ডলের কয়টি স্তর আছে? প্রত্যেকটি স্তর নিয়ে দুই থেকে তিন লাইনের আলোচনা কর।
৪. মৌসুমি জলবায়ু এবং ভূমধ্যসাগরীয় জলবায়ুর মধ্যে পার্থক্য লেখ।
৫. নিয়ত বায়ু কাকে বলে? নিয়ত বায়ু ও চাপ বলয়ের মধ্যে সম্পর্ক লেখ।
৬. বায়ুমণ্ডলের উস্নতার তার তম্মের যেকয়টি পার কারন লেখ। (বাংলার চোখ)

বারি মণ্ডল
১. পৃথিবীতে জোয়ার-ভাটার কারন কি? এর প্রভাব পৃথিবীতে আলোচনা কর।
২. সমুদ্রে ঢেউ সৃষ্টি হওয়ার কারন কি? তার প্রভাব আলোচনা কর।
ভারতবর্ষ
১. মাটির শ্রেণী বিভাগ কয় ভাগে করা যায়? মাটির শ্রেণী বিভাগ করে যে কোনো দুটি শ্রেণির বিবরণ দাও। (বাংলার চোখ)

২. উত্তর ভারতের ও দক্ষিণ ভারতের নদ-নদীর মধ্যে পার্থক্য নিজের ভাষায় লেখ।
৩. পশ্চিম এবং পূর্ব হিমালয়ের ভু-প্রকৃতির বিষয়ে বিস্তারিত আলোচনা করে লেখ।
৪. ভারতের আর্থিক ও সামাজিক অগ্রগতিতে ভারতের সড়ক পরিবহণের গুরুত্ব বুঝিয়ে লেখ।
৫. ভারতবর্ষের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব উল্লেখ কর বিস্তারিত ভাবে?
৬. চা, কফি, কার্পাস এবং আখ চাষের জন্য অনুকূল পরিবেশ নিয়ে আলোচনা কর। (মাধ্যমিক ভূগোল সাজেশন 2023)

মাধ্যমিক বাংলা সাজেশন 2023 

৭. ভারতে পেট্রো-কেমিক্যাল, রাসায়নিক শিল্প গড়ে ওঠার কারন কি? অন্তত সাতটি পয়েন্ট উল্লেখ করে লেখ।
৮. ভারতবর্ষে জন ঘনত্বের প্রকারভেদ কয় প্রকারের? এই প্রত্যেক প্রকারভেদ নিয়ে আলোচনা কর।
৯. স্বাভাবিক উদ্ভিদ কয় ধরনের হয়? প্রত্যেক শ্রেণির প্রকারভেদ করে বিস্তারিত ভাবে লেখ?

Leave a Comment