LIC Loss – বড়সড় ক্ষতির মুখে LIC. গ্রাহকদের চিন্তা বেড়ে গেল।

ভারতীয় জীবন বীমা নিগম বড় লসের (LIC Loss) সম্মুখীন হয়েছে। দেশের মানুষের কাছে অর্থ সঞ্চয়ের দিক দিয়ে নির্ভরযোগ্য বিশ্বস্ত আর্থিক প্রতিষ্ঠান হলো LIC. প্রত্যেকটি ব্যক্তি নিজের উপার্জনের কিছুটা অংশ ভবিষ্যতের জন্য সঞ্চয় করেন। আর এখনকার সময় অনেক প্রতিষ্ঠান টাকা নিয়ে বেপাত্তা হয়েছে। সেই দিক দিয়ে LIC একটি বিশ্বস্ত আর্থিক প্রতিষ্ঠান হিসাবে বছরের পর বছর ধরে নিজের জায়গা ধরে রেখেছেন। তাই বিনিয়োগকারীদের কাছে একটি অন্যতম ভরসা যোগ্য ঠিকানা হল লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ LIC.

LIC Loss News In India.

কিন্ত এই LIC Loss বা এলআইসির লস নিয়ে নিয়েই একটি বড়ো খবর সামনে আসলো যেটা গ্রাহকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে যেমন আর বি আই এর কোনো রকম নিয়ম না মানলে সেই ব্যাংককে আর্থিক ক্ষতিপূরণ দিতে হয়। তেমনি জানা যাচ্ছে, তেলেঙ্গানা সরকারের কাছ থেকে LIC ১৮৩ কোটি টাকারও বেশি GST ডিমান্ড করেছে এমনই নোটিশ এসছে (LIC Loss).

তেলেঙ্গানার ডেপুটি কমিশনার (স্টেট ট্যাক্স) ওয়ারাঙ্গল LIC এর বিরুদ্ধে এই নোটিশ দিয়েছে। সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, ওই নোটিশে উল্লেখিত রয়েছে ৮১,১৮,৪৩,২১৯.৯৮ টাকার GST, ৯৩,৭৬,৭৮,৯১৮ টাকার জরিমানা এবং ৮,১১,৮৪,৩২০.০০ টাকার সুদ দাবি করা হয়েছে LIC এর বিরুদ্ধে। কিন্তু কেন এটাই প্রশ্ন LIC গ্রাহকদের। তবে এই প্রসঙ্গে মুখ খুলেছেন LIC অধিকর্তা (LIC Loss).

তিনি জানিয়েছেন ওই ডিমান্ড কাম পেনাল্টি নোটিশটি ২০১৭-১৮ অর্থবর্ষের জন্য। মূলত, এটি রিভার্স চার্জ মেকানিজমের অধীনে অত্যধিক ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম এবং শর্ট পেমেন্টের কারণে জারি করা হয়েছে। বর্তমান সময়ের কোনো কর্মক্ষেত্রে বা গ্রাহকদের ক্ষেত্রে এর কোনো প্রভাব পড়বে না। এমনকি LIC যে শেয়ার গুলো রয়েছে তার ওপরেও কোনো প্রভাব পড়বে না (LIC Loss).

মূলত LIC থেকে স্টক মার্কেটে যে শেয়ার গুলো হয়েছে তার নিম্নরূপ দেওয়া হলো। সোমবার BSE তে স্টকটি ৭৭৪.০৫ টাকায় খুলেছে। NSE তে সকালে ৭৭৫ টাকায় খোলে। আর আগের থেকে যথাক্রমে ১ শতাংশ বৃদ্ধি এবং ০.৪৩ শতাংশ পতনের দিকে রয়েছে। এদিকে, ট্রেডিং শেষ হলে, স্টকটি BSE (Bombay Stock Exchange) ০.৪৩ শতাংশ কমে ৭৭০.৪৫ টাকায় এবং NSE (National Stock Exchange) ০.৩৬ শতাংশ কমে ৭৬৯.৬৫ টাকায় স্থির হয়।

সরকারি কর্মী (Government Employees)

LIC-র শেয়ার গত ৬ মাসে প্রায় ৩০ শতাংশ রিটার্ন দিয়েছে। LIC মিউচুয়াল ফান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড ১৯৮৯ সালে শুরু হয়েছিল। তাতে LIC পক্ষ থেকে বিনিয়োগ করা হবে ২৫ কোটি টাকা। এখানে LIC র ৪৫ শতাংশ শেয়ার রয়েছে। এরসাথে আরও অন্যান্য জায়গায় শেয়ার গুলো হলো LIC হাউজিং ফাইন্যান্সের (LIC Housing Finance) ৩৯.৩০ শতাংশ, GIC হাউজিং ফাইন্যান্সের ১১.৭০ শতাংশ এবং ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার (Union Bank Of India) ৫ শতাংশ শেয়ার রয়েছে (LIC Loss).

স্টেট ব্যাংক গ্রাহকদের থেকে টাকা কাটা হচ্ছে, আসল কারন জানালো ব্যাংক।

যদিও LIC পক্ষ থেকে জানানো হয়েছে যে ক্ষতিপূরণ দিতে হবে সেটার জন্য বর্তমান সময়ে কর্মকাণ্ডে কোনো রকম প্রভাব পড়বেনা। তাই এল আই সি গ্রাহকরা নিশ্চিন্তে থাকতে পারেন। তাদের সঞ্চিত অর্থে কোনো সমস্যা হবে না। LIC এর মতন আর্থিক প্রতিষ্ঠান কোনো দিনও কোনো গ্রাহককে কোনো ভাবে প্রতারিত হতে হয়নি। তাই সম্পূর্ণ নিশ্চিন্ত থাকতে বলেছেন গ্রাহকদের (LIC Loss).
Written by Shampa Debnath.

প্রত্যেক মাধ্যমিক পরীক্ষার্থী পাবে ফ্রিতে টেস্ট পেপার। কবে থেকে

Leave a Comment