Lakshmir Bhandar – জুলাই মাস তো পড়ে গেল, কবে ঢুকবে লক্ষ্মীর ভান্ডারের টাকা?জেনে নিন নতুন আপডেট

রাজ্য সরকারের উদ্যোগে যে সকল প্রকল্প বাংলার জনসাধারণের জন্য চালু করা হয়েছে তারমধ্যে উল্ল্যেখযোগ্য প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার বা Lakshmir Bhandar. বাংলার আর্থিক ভাবে পিছিয়ে পড়া মহিলাদের নিজের পায়ে দাঁড়ানোর জন্য কিংবা স্বনির্ভরশীল করার জন্যই এই প্রকল্পের সূচনা। যে সমস্ত মহিলারা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পান। তারা তাদের প্রত্যেক মাসে সুনির্দিষ্ট টাকা পেয়ে অনেকেরই পরিবারের জন্য আর্থিক অবস্থার উন্নতি করতে পেরেছেন।

Advertisement

Lakshmir Bhandar Payment Status Date

কেউ কেউ এই টাকা জমিয়ে ছোটখাটো ব্যবসা শুরু করে আত্মনির্ভরশীল হতে পেরেছেন। বর্তমানে জেনারেল ক্যাটাগরির মহিলারা প্রত্যেক মাসে ১০০০ টাকা পেয়ে থাকেন। এছাড়া এস সি ও এস টি ক্যাটাগরির মহিলারা ১২০০ টাকা পেয়ে থাকেন। প্রত্যেক মাসের শুরুতেই এই প্রকল্পের অন্তর্গত মহিলাদের ব্যাংক একাউন্টে টাকা ঢুকে যায়। জুলাই মাসের ৩ তারিখ হয়ে গেল। এখনও ব্যাংক একাউন্টে টাকা ঢোকেনি জানা যাচ্ছে। এই প্রকল্পের সুবিধাভোগী যারা রয়েছেন তাদের মনে একাধিক প্রশ্ন দেখা দিয়েছে।

Advertisement

জুলাই মাসের কোন তারিখে লক্ষ্মীর ভান্ডারের বা Lakshmir Bhandar টাকা ঢুকবে এটা নিয়ে অনেকে চিন্তায় পড়েছেন। তবে চিন্তার কোন কারণ নেই। জুন মাসের টাকা ১০ তারিখে মধ্যেই ঢুকে গিয়েছিল প্রত্যেকের অ্যাকাউন্টে। তেমনি জুলাই মাসের টাকাও ১০ তারিখের মধ্যেই মহিলাদের একাউন্টে ঢুকে যাবে। আপনি যদি ঘরে বসে চেক করতে চান টাকা ঢুকেছে কিনা তাহলেও জেনে নিন কিভাবে দেখবেন।

(১) লক্ষীর ভান্ডার বা Lakshmir Bhandar প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
২) এরপর Track Application Status অপশনে ক্লিক করুন।
৩) এরপর প্রয়োজনীয় তথ্য যেমন, আপনার মোবাইল নম্বর, স্বাস্থ্য সাথী কার্ড নম্বর, বা আবেদন নম্বর লিখে, একদম সঠিক ক্যাপচা কোড দিন।

৪) এবার Search অপশনে ক্লিক করলেই আপনার আবেদন ও পেমেন্ট স্ট্যাটাস স্ক্রিনে ভাসবে। যদি পেমেন্ট সাকসেসফুল দেখায় তাহলে বুঝবেন টাকা পেয়ে গিয়েছেন। এছাড়া Payment Under Process দেখালে, খুব শীঘ্রই আপনার একাউন্টে টাকা জমা হয়ে গিয়েছে।
তবে এখনো পর্যন্ত যারা এই প্রকল্পের সুবিধা পাননি তাদের জন্য আরেকবার জানিয়ে দেওয়া হচ্ছে কিভাবে এই প্রকল্পের সুবিধা পাবেন এবং কারা এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্যতা রাখে ।

লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পাওয়ার যোগ্যতা

১) এই প্রকল্পের সুবিধা পেতে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
২) শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবেন।
৩) আবেদনকারীর বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে।

৪) SC এবং ST শ্রেণীর পরিবারগুলিও আবেদন করতে পারে৷
৫)2 হেক্টরের কম জমির সাধারণ শ্রেণির পরিবারও আবেদন করতে পারবে।
৬)আবেদনকারীর পরিবারকে স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনে নিবন্ধিত হতে হবে।
৭)আবেদনকারী ইতিমধ্যেই কোনও সরকারি প্রকল্পের সুবিধা নিলে টাকা পাবেন না।
লক্ষীর ভান্ডার বা Lakshmir Bhandar প্রকল্পের জন্য আবেদন করতে হলে দুইভাবে আবেদন করতে পারেন।

অফলাইনে আবেদনের জন্য

পশ্চিমবঙ্গ সরকারের তরফে রাজ্য জুড়ে বিভিন্ন সময়ে নানা জায়গায় আয়োজন করা হয়েছে দুয়ারে সরকার শিবিরের। কেউ যদি অফলাইনে লক্ষ্মীর ভাণ্ডার বা Lakshmir Bhandar প্রকল্পের জন্য আবেদন করতে চান, তা হলে তাঁকে দুয়ারে সরকারের লক্ষ্মীর ভাণ্ডার ক্যাম্পে যেতে হবে। লক্ষ্মীর ভাণ্ডার ক্যাম্প থেকে আবেদনকারীকে একটি অ্যাকটিভ ইউনিক নম্বর ফর্ম দেওয়া হবে। সেই ইউনিক ফর্মটি ফিল আপ করে উল্লিখিত নথি সমেত আবেদনপত্রে কপি সেই ক্যাম্পেই জমা করতে হবে।

আরও পড়ুন, মেয়েদের জন্য নতুন স্কিম নিয়ে আসলো সরকার, আবেদন করলে 2 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেয়ে যাবেন।

অনলাইনে আবেদন করার পদ্ধতি

এক্ষেত্রে অবশ্যই ইন্টারনেট পরিষেবা থাকা প্রয়োজন।
১) এর জন্য প্রথমে গুগল ক্রমে লক্ষ্মীর ভাণ্ডার লিখলেই সরাসরি পশ্চিমবঙ্গ সরকারের ওয়েবসাইটিটি চলে আসবে।
২) এই ফর্মটির একটি প্রিন্ট আউট বের করে সঠিক তথ্য দিয়ে তা পূরণ করতে হবে।
৩) যেখানে ছবি লাগানোর জন্য বক্স চিহ্নিত করা আছে, সেখানে আবেদনকারীর ছবি লাগাতে হবে।
৪) তার পর প্রয়োজনীয় নথি সমেত আবেদনের পত্রটি জমা করতে হবে স্থানীয় পঞ্চায়েত অফিস কিংবা ওয়ার্ডে।

আপনি যদি এই প্রকল্প (Lakshmir Bhandar) সুবিধা পেতে চান তাহলে উক্ত পদ্ধতিতে আবেদন করে এ পদ্ধতির সুবিধা উপভোগ করতে পারেন। আর যারা জুলাই মাসের টাকা পাওয়া নিয়ে চিন্তায় আছেন তাদের কোন চিন্তার কারণ নেই জুলাই মাসে ১০ তারিখের মধ্যেই আপনার একাউন্টে লক্ষীর ভান্ডারের টাকা ঢুকে যাবে। এই সমস্ত দরকারি খবর আরও পেতে আমাদের ওয়েবসাইটি ফলো করুন বা চোখ রাখুন।
Written by Shampa Debnath.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button