লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ল। লক্ষ্মীর ভান্ডার নতুন নিয়ম। পশ্চিমবঙ্গের মহিলারা এবার থেকে কত টাকা পাবেন?

রাজ্য সরকার রাজ্যের জনগণের জন্য যে সকল প্রকল্পের সূচনা করেছেন, তার মধ্যে সবথেকে জনপ্রিয়তা লাভ করেছে যে প্রকল্প, তার নাম লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। রাজ্যের মহিলাদের জন্য এই প্রকল্পের মাধ্যমে যে আর্থিক অনুদান দেওয়া হয়, তার মাধ্যমে একজন মহিলা আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ পেয়েছেন।

লক্ষ্মীর ভান্ডার নতুন নিয়ম

রাজ্যের মহিলাদের স্বনির্ভর করার জন্যই মূলত এই প্রকল্পের সূচনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের মাধ্যমে যে অনুদান দেওয়া হয় সেই অনুদানের পরিমাণ যদিও অনেকটাই কম, তবে গ্রামীণ ও দরিদ্র মহিলাদের কাছে এই পরিমাণ অনুদান মাসিক খরচের অনেকটাই পূরণ করতে সাহায্য করে। অনেক মহিলা প্রত্যেক মাসের মাসিক অনুদান জমিয়ে ছোটখাটো ব্যবসা শুরু করেছেন। এর মাধ্যমে তিনি নিজের ও পরিবারের দায়িত্বভার গ্রহণ করতে সক্ষম হয়েছেন।

লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ল

২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের জন্য এক আত্মনির্ভরতার পথ খুলে দিয়েছিলেন, যার প্রভাব এখন সুদূরপ্রসারী। যদিও এই প্রকল্পের সূচনা প্রথম দিকে জেনারেল ক্যাটাগরির মহিলাদের জন্য মাত্র ৫০০ টাকা অনুদান দেওয়া হতো, এবং তপশিলি ক্যাটাগরির মহিলাদের ১০০০ টাকা অনুদান দেওয়া হতো। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় থেকেই এই মাসিক অনুদানের পরিমাণ একলাফে অনেকটা বাড়িয়ে দেওয়া হয়। ২০২৪-এ লোকসভা নির্বাচনের সময় থেকে এখনো পর্যন্ত এই প্রকল্পের থেকে জেনারেল ক্যাটাগরিদের জন্য মাসিক ভাতার পরিমাণ করা হয়েছে ১০০০ টাকা এবং তপশিলি ক্যাটাগরির মহিলাদের জন্য মাসিক অনুদান দেওয়া হয় ১২০০ টাকা।

লক্ষ্মীর ভান্ডার উপভোক্তাদের জন্য আরও খুশির খবর আসতে চলেছে। শোনা যাচ্ছে, আগামী ফেব্রুয়ারি মাসের বাজেটে কিংবা আসন্ন বিধানসভা নির্বাচনের সময় থেকে বাড়তে চলেছে এই প্রকল্পের মাসিক অনুদান। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জেনারেল গ্রাহকরা ১৫০০ টাকা করে এবং তপশিলি ক্যাটাগরির মহিলারা ২০০০ টাকা মাসিক অনুদান পাবেন, এমনটাই কানাঘুষো শোনা যাচ্ছে।

আরও পড়ুন, কৃষকদের একাউন্টে টাকা ঢুকেছে দেখুন।

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আদৌ বাড়বে তো?

যদিও এই ব্যাপারে এখনো পর্যন্ত সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি, তবে রাজনৈতিক মহলে জল্পনা চলছে গতবছর যেরকম লোকসভা নির্বাচনের সময় অনুদানের পরিমাণ বাড়ানো হয়েছিল, অনুরূপভাবে বিধানসভা নির্বাচনের সময়েও অনুদানের পরিমাণ বাড়ানো হতে পারে। রাজনৈতিক মহলের মতে তৃণমূল কংগ্রেসের জয় লাভের মুখ্য কারণ হিসেবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তারা অনেকটাই কার্যকরী ভূমিকা গ্রহণ করেছে। বিধানসভার নির্বাচনের সময় তাই লক্ষ্মীর ভান্ডার উপভোক্তাদের মাসিক অনুদান বাড়তে পারে এমনটাই মনে করা যাচ্ছে। তবে টাকার পরিমাণ কিন্তু এখনও বাড়েনি। তাই বাংলার মা বোনেরা আগের মতোই টাকা পাবেন।

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন আবেদন

যদিও এই জল্পনা সঠিক হয় তাহলে উপকৃত হবেন রাজ্যের মহিলারা। ২০০০ টাকা করে মাসিক অনুদান একজন মহিলার মাসিক প্রয়োজনের অনেকটাই পূরণ করবে, যার ফলে এই প্রকল্পের জনপ্রিয়তা আরও দিকে দিকে ছড়িয়ে পড়বে। আপনিও যদি এখনও পর্যন্ত এই প্রকল্পের সুবিধা না পেয়ে থাকেন তাহলে খুব শীঘ্রই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করুন।

আবেদনের যোগ্যতা

  • এই প্রকল্পে আবেদনের জন্য মহিলাদের বয়স হতে হবে ২৫ বছর থেকে ৬জগ্যত
  • প্রত্যেক মহিলার একটি নির্দিষ্ট নিজের ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে।
  • জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে এই প্রকল্পের সুবিধা পাবেন না।
  • ব্যাংক একাউন্টের সাথে আধার কার্ডের লিঙ্ক করানো থাকতে হবে।
  • এছাড়া কেওয়াইসি পূরণ করতে হবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য।

আরও পড়ুন, পুরুষ মহিলা সকলে টাকা পাবেন এই প্রকল্পে। জেনে নিয়ে আবেদন করুন।

দুয়ারে সরকার ক্যাম্প 2025

আবারো আসতে চলেছে দুয়ারে শিবির কর্মসূচি। আপনি সেখান থেকেও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন ফর্ম সংগ্রহ করতে পারেন এছাড়াও পঞ্চায়েত অফিস থেকে এই প্রকল্পের ফর্ম সংগ্রহ করে সেটি পূরণ করে ডকুমেন্ট সহযোগে জমা করতে পারেন। আবার বিধানসভা নির্বাচনের সময় যদি অনুদানের পরিমাণ অনেকটাই বাড়ানো হয়, তাহলে এই রাজ্যের মহিলাদের কাছে এর থেকে বড় খুশির খবর আর দ্বিতীয় কিছু হয় না।