কলকাতা মেট্রোর ভাড়া কত হল জেনে নিন তালিকা।
Joka – Taratola Metro ২০২৩ সালে চালু হতে চলেছে কলকাতায়। দেখে নিন ভাড়া সম্বন্ধে।
দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে কলকাতা মেট্রোর মুকুটে নতুন পালক যোগ হতে চলেছে। জোকা – তারাতলা মেট্রোর কাজ ১০০% সম্পন্ন হয়েছে বলে জানা যাচ্ছে কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে। চলতি মাসের ২৪ তারিখ কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার এর উপস্থিতিতে ট্রায়াল রান করা হয়েছে।
এই রান সফল বলে জানা যাচ্ছে। বেহালা বাসি শেষ পর্যন্ত পেতে চলেছেন এই সুবিধা। আগামী ৩০ শে ডিসেম্বর ২০২২ আনুষ্ঠানিক ভাবে জোকা – ধর্মতলা লাইনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই উদ্বোধনের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হয়েছে। প্রথমে সকলে মনে করছিলেন এই জোকা মেট্রো দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উদ্বোধন করবে।
নতুন বছরে Airtel নিয়ে এলো আকর্ষণীয় অফার! শুরু মাত্র 10 টাকা থেকে!
কিন্তু পরে মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের শুভারম্ভ করতে চলেছেন। জোকা থেকে এসপ্ল্যানেড (ধর্মতলা) মেট্রো লাইন যখন পুরোপুরি ভাবে চালু হয়ে যাবে তখন এর দৈর্ঘ্য ১৪ কিলো মিটার হতে চলেছে। কিন্তু বর্তমানে তারাতলা পর্যন্ত ৬.৫ কিলোমিটার চালু করা হবে। এই রুটে ৬ টি জায়গা জোকা, ঠাকুরপুকুর, শখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার, তারাতলা স্টেশন দিয়ে মেট্রো রেল ছুটবে।
“One Train System” এর নিয়ম মেনে এই মেট্রো চলবে। যে রকম ভাবে শিয়ালদা – সল্টলেক রুটে মেট্রো চলে। এই নিয়ম অনুসারে একটি মেট্রো জোকা থেকে ছাড়বে আর একটি ট্রেন তারাতলা থেকে। প্রতি ৩০ মিনিট অন্তর ট্রেন চলবে। এই ৬.৫ কিলোমিটার দূরত্ব পূরণ করতে ২০ মিনিট সময় লাগবে বলে জানানো হয়েছে কলকাতা মেট্রো রেলের তরফে। সকল নিত্যযাত্রীদের এই রুটে ৫ টাকা থেকে ২০ টাকা পর্যন্ত ভাড়া দিতে হবে।
জোকা – তারাতলা মেট্রো রুটের দূরত্ব ও ভাড়ার তালিকাঃ-
১. জোকা – ঠাকুরপুকুর এর দূরত্ব ১.৪৫ কিলোমিটার ও ভাড়া ৫ টাকা দিতে হবে।
২. জোকা – শখেরবাজার এর দূরত্ব ২.৬৭ কিলোমিটার এই দূরত্বের জন্য ভাড়া ১০ টাকা।
৩. জোকা – বেহালা চৌরাস্তার দূরত্ব ৪.১৩ কিলোমিটার এই দূরত্বের জন্য ভাড়া ১০ টাকা।
৪. জোকা – বেহালা বাজার এর মধ্যে দূরত্ব ৫.৪৬ কিলোমিটার এই দূরত্বের জন্য ভাড়া ২০ টাকা।
৫. জোকা – তারাতলার মধ্যে দূরত্ব ৬.৫ কিলোমিটার এই দূরত্বের জন্য ভাড়া ২০ টাকা হতে চলেছে।
নতুন বছরে Jio এর 2 টি দুর্দান্ত অফার, মিলবে অতিরিক্ত ডেটা আর কি কি সুবিধা পাবেন?
এই পরিষেবা চালু হলে উপকৃত হবেন নিত্য যাত্রীরা। এই নিয়ে তাদের প্রশ্ন করা হলে তাদের বক্তব্য – বাস বা অটো করে এই সামান্য দূরত্ব অতিক্রম করতেই অনেক সময় লেগে যায় যখন রাস্তায় যানজট থাকে। এর রুট চালু হয়ে গেলে মাত্র কয়েক মিনিটের মধ্যেই নিজেদের গন্তব্যে খুব কম খরচে পৌঁছে যাওয়া সম্ভব হবে।
এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরনের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।