Railway Recruitment 2023 – রেলে আবার কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে বিপুল সংখ্যক যুবক যুবতীর নিয়োগ করবে রেল।
বেকার যুবক যুবতীদের কর্ম সংস্থান (Railway Recruitment 2023) হওয়ার জন্য তারা আশায় বুক বেঁধে থাকে। কোনো পরীক্ষা আসলেই তাই তারা আশার আলো দেখা পায়। তেমনি এবার পশ্চিমবঙ্গের রেল শাখায় নতুন করে ৩ হাজারের বেশি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো রেল। এই পদে আবেদন করতে পারবেন মাধ্যমিক পাশ ছেলে মেয়েরা। এছাড়া তাদের আইটিআই পাশ করতে হবে।
মোট নিয়োগের সংখ্যাঃ ৩১১৫ জন।
পশ্চিমবঙ্গের মোট ২৩ টি জেলা থেকে আবেদন করা যাবে
এই পদের জন্য ছেলে ও মেয়ে উভইয় আবেদন করতে পারবে।
পদের নামঃ
পশ্চিমবঙ্গের পূর্ব রেল বিভাগে অ্যাপ্রেন্টিস নিয়োগ।
বয়স সীমাঃ
সাধারণদের ক্ষেত্রে বয়স হতে হবে ১৮ থেকে ২৪ বছরের মধ্যে। এছাড়া ও বি সি ক্যাটাগরির জন্য বয়সের সীমা ২৭ বছর। এস টি ও এস সি ক্যাটাগরির জন্য বয়সের সীমা ২৯ বছর অবধি করা হয়েছে।
ডিসেম্বরেই টেট পরীক্ষা, প্রকাশিত হল তারিখ, আজ থেকে শুরু আবেদন প্রক্রিয়া, জানুন শেষ তারিখ কবে?
আবেদন ফ্রিঃ
সাধারণ ও ওবিসি ক্যাটাগরির জন্য আবেদন ফিস ১০০/- করা হয়েছে। এস সি, এস টি দের এছাড়া মেয়েদের জন্য কোনো আবেদন ফিস লাগছেনা।
যোগ্যতা কি লাগছেঃ
সংশ্লিষ্ট পদের জন্য আপনাকে মাধ্যমিক বা তার সমতুল্য পাশ করা থাকতে হবে। এছাড়া মাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। এছাড়া উক্ত পদে আবেদনের (Railway Recruitment 2023) জন্য আইটিআই পাশ করা থাকতে হবে।
আবেদনের সময়ঃ
অনলাইনে রেলের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদনের তারিখ শুরু হচ্ছে ২৭/৯/২০২৩ থেকে।
নিয়োগ বাছাই প্রক্রিয়াঃ
উক্ত পদে আবেদন করার পর নিয়োগ এর জন্য বাছাই করা হবে তিনটি মাধ্যমে।
১) মেডিক্যাল টেস্ট
২) একাডেমিক স্কোর
৩) ডকুমেন্ট ভেরিিকেশন
এরপর যারা বাছাই হলো তাদের প্রশিক্ষণের জন্য ডাক দেওয়া হবে। প্রশিক্ষণ নেওয়া হবে আসানসোল, হাওড়া, লিলুয়া, শিয়ালদহ ও মালদা প্রভিতি জায়গায়। এছাড়া প্রশিক্ষণের সময় প্রার্থীদের উপযুক্ত স্টাইফেন দেওয়া হবে।
আবেদন করবেন কিভাবেঃ
আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে। তার জন্য আপনাকে রেলের (Railway Recruitment 2023) ওয়েবসাইট এ যেতে হবে সেখানে রেজিষ্টেশন করে সমস্ত বায়োডাটা ও ডকুমেন্ট আপলোড করে সাবমিট করতে হবে। সাথে আবেদন ফিস জমা করতে হবে। এখানে আপনি ডেবিট, ক্রেডিট কার্ড ও নেট ব্যাংকিং মাধ্যমে ফিস জমা করতে পারবেন।নীচে আবেদনের সম্পূর্ণ পদ্ধতি দিয়ে দেওয়া হলো –
প্রথমে, অফিসিয়াল ওয়েবসাইটে rrc-wr.com-তে যেতে হবে।
দ্বিতীয়ত, হোমপেজে সংশ্লিষ্ট রিক্রুটমেন্টের লিঙ্কে ক্লিক করতে হবে।
পরবর্তী পেজে অনলাইন আবেদনের লিঙ্কে ক্লিক করতে হবে।
সম্পূর্ণ বিবরণ সহ আবেদনপত্রটি পূরণ করুন।
আবেদনপত্র পূরণের পর অনলাইনে আবেদন ফি জমা দিতে হবে।
আবেদনপত্র জমা দিয়ে হার্ডকপি রেখে দিতে নিজের কাছে।
আরও তথ্য জানতে হলে ভারতীর রেলের (Railway Recruitment 2023) অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সার্চ করুন ও ফলো করুন।
Written by Shampa Debnath