মেধাশ্রী প্রকল্পে আবেদন পদ্ধতি দেখে নিন।
মেধাশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যের সকল মেধাবী পড়ুয়াদের কাছে সাহায্যের হাত এগিয়ে দিলো পশ্চিমবঙ্গ সরকার। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সকল OBC – Other Backward Class এর পড়ুয়ারা বার্ষিক ৮০০ টাকা করে আর্থিক সাহায্য পেতে চলেছে রাজ্য সরকারের তরফে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ও বি সি পড়ুয়াদের পড়াশুনার জন্য আর্থিক সাহায্য বন্ধ করে দেওয়া হয়েছিল।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অধীনে কোন শিক্ষার্থী কত টাকা পাবেন দেখে নিন।
তারপর থেকেই জল্পনা হচ্ছিলো পশ্চিমবঙ্গ সরকার কোন সিদ্ধান্ত নিতে চলেছে। আর এই জল্পনাকেই সত্যি প্রমান করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আলিপুরদুয়ার এর প্রশাসনিক সভা থেকে তিনি এই মেধাশ্রী প্রকল্পের সূচনা করেন। এই প্রকল্পের আগেও পশ্চিমবঙ্গ সরকার ঐকশ্রী, শিক্ষাশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ।
এছাড়াও ওয়েসিস স্কলারশিপ এর মতো আরও অনেক জনহিতকর প্রকল্প নিয়ে হাজির হয়েছে গরিব মেধাবী ছাত্র – ছাত্রীদের পড়াশুনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। মেধাশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যের সকল পড়ুয়াদের বার্ষিক ৮০০ টাকা করে সাহায্য প্রদান করা হয়। এই প্রকল্পের অধীনে ২ লক্ষ ৬০ হাজার OBC শ্রেণীর অন্তর্ভুক্ত পড়ুয়ারা উপকৃত হতে চলেছে।
এই মেধাশ্রী প্রকল্পের অধীনে নিজেদের নাম নথিভুক্ত করাতে চাইলে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর মধ্যে পাঠরত হতে হবে। এই মেধাশ্রী প্রকল্পের প্রয়োজনীয়তা মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাওয়া হলে তার বক্তব্য – কেন্দ্রীয় সরকার আগে সকল OBC শ্রেণীর পড়ুয়াদের প্রি – ম্যাট্রিক আর্থিক সাহায্য প্রদান করতো।
কিন্তু এক বিজ্ঞপ্তি প্রকাশ করে কিছুদিন আগে এই সাহায্য আর করা হবে না বলে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই ফলে আমাদের রাজ্যের সকল ও বি সি শ্রেণীর পড়ুয়ারা সমস্যায় পড়েছিল।
মেধাশ্রী প্রকল্পের এই সিদ্ধান্তে খুশি রাজ্যের সকল ও বি সি পড়ুয়া ও তাদের অভিভাবকেরা।
এই প্রকল্পে আবেদনের সকল নিয়ম ও গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে খুব শীঘ্রই নিজেদের সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে রাজ্য সরকার। আবেদনের পদ্ধতির বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে সবার আগে সেই তথ্য নিয়ে হাজির হব আমরা। দৈনন্দিন নতুন খবরের আপডেট পাওয়ার জন্য সাবসক্রাইব করুন। পছন্দ হলে শেয়ার করুন সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।