BSNL – Bharat Sanchar Nigam Limited ভারতের একমাত্র রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানি। এই কেন্দ্রীয় সংস্থার তরফে দেশের সকল বেকার কর্মপ্রার্থীদের জন্য খুশির খবর নিয়ে এসেছে। ১১ হাজার খালি পদের জন্য কর্মী নিয়োগ করবে এই সংস্থা। এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই আলোচনাতে আমরা আবেদনের পদ্ধতি, যোগ্যতা সম্পর্কে জেনে নেব।
BSNL চাকরিতে আবেদনের পদ্ধতি দেখে নিন।
BSNL দেশের চতুর্থ সর্ববৃহৎ টেলিকম সংস্থা। এক সরকারি পরিসংখ্যান অনুসারে বি এস এন এল এর গ্রাহকের সংখ্যা ১১ কোটি ২১ লক্ষ ২০ হাজারের কাছাকাছি। আজ থেকে ২২ বছর আগে ১৫ ই সেপ্টেম্বর ২০০০ সালে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে এই কোম্পানির স্থাপনা করা হয়েছিল। ৬৩ হাজারের বেশি কর্মচারী কর্মরত আছে।
কিন্তু এই বিপুল সংখ্যক গ্রাহকদের পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে আরও কর্মী নিয়োগ করতে চলেছে। BSNL এর পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে ১১ হাজার জুনিয়র টেলিকম অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।
BSNL আবেদনের প্রক্রিয়াঃ-
১. সম্পূর্ণভাবে অনলাইনের মাধ্যমে এই আবেদন করা হবে।
২. www.bsnl.co.in এই ওয়েবসাইটে যেতে হবে।
৩. আপনাকে নিজের মোবাইল নম্বর ও বৈধ ই – মেল আই – ডি দিয়ে রেজিস্টার করে নিতে হবে।
৪. এর পরে আপনার সামনে একটা অনলাইন ফর্ম খুলে যাবে।
৫. এই ফর্মে আপনাকে নিজের যাবতীয় তথ্য অর্থাৎ নিজের নাম, ঠিকানা, যোগ্যতা লিখে দিতে হবে।
৬. আবেদনের জন্য নির্দিষ্ট মুল্য জমা করে দিতে হবে।
৭. সমস্ত শর্তাবলি ঠিক করে পরে নিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
BSNL আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ-
১. আপনার শেষ পড়াশুনার সার্টিফিকেট।
২. আধার কার্ড, প্যান কার্ড ও ভোটার কার্ড।
৩. নিজের জন্মের প্রমানপত্র।
৪. কোন জাতির প্রমানপত্র থাকলে সেই প্রমানপত্র জমা করতে হবে।
৫. আগে কোন কাজের অভিজ্ঞতা থাকলে তার প্রমানপত্র জমা দিতে হবে।
BSNL এ আবেদনের জন্য বয়সের সীমাঃ-
১. ২০ – ৩০ বছরের মধ্যে বয়স হতে হবে।
২. SC ও ST দের জন্য এই বয়সের ক্ষেত্রে ৫ বছরের ছাড় দেওয়া হবে।
৩. Other Backward Class দের জন্য ৩ বছর।
৪. PWD শ্রেণিদের ক্ষেত্রে ১৫ বছর ছাড় পাওয়া যাবে।
2023 সালে পশ্চিমবঙ্গে আশা কর্মী পদে বিশাল নিয়োগ। জানুন কীভাবে আবেদন করবেন।
BSNL এ আবেদনের জন্য আরও কিছু তথ্যঃ-
১. ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স এ উত্তীর্ণ হতে হবে।
২. মাসিক বেতন ১৬,৪০০ থেকে ৪০,৫০০ টাকার মধ্যে হতে চলেছে।
৩. লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।
এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।