Recharge Plan – সব থেকে কমে কোন রিচার্জ প্ল্যান জিও, এয়ারটেল না ভিআই, দেখেনিন এক ক্লিকে

জিও এয়ারটেল ও ভোডাফোন সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছিল ৩ জুলাই থেকে রিচার্জ প্ল্যান বা Recharge Plan এর দাম অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। আর এই খবর শুনে রীতিমত সাধারণ মানুষের সর্ব প্রথম পকেটের দিকেই ভাবনা গিয়েছে। মাসিক উপার্জন এর টাকা যদি মাসের রিচার্জ প্ল্যানেই শেষ হওয়ার জোগাড় হয় তাহলে কিভাবে চলবে! এদিকে বর্তমান সময়ে ফোন ছাড়া এক মুহূর্ত চলা সম্ভব নয়।

Jio Airtel and VI New Recharge Plan Benefits and Price

অগত্যা রিচার্জ তো করতেই হবে। এতদিন যে টাকা দিয়ে ২৮ দিনের রিচার্জ প্ল্যান বা Recharge Plan করতেন এখন থেকে সেই দাম অনেকটা বৃদ্ধি পেতে চলেছে। আর এই রিচার্জ প্ল্যান বৃদ্ধিতে শুধুমাত্র জিও নয়, এয়ারটেল ও ভোডাফোন আইডিয়া টেলকম এরাও রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। অনেকেই আছেন যারা ২৮ দিনের রিচার্জ প্ল্যান করে থাকেন আবার অনেকেই আছেন যারা ৮৪ দিনের রিচার্জ প্ল্যান করেন।

তবে বেশিরভাগ ব্যক্তি ২৮ দিনের রিচার্জ প্ল্যান বা Recharge Plan হয়তো করে থাকেন। আজকে প্রতিবেদনে ২৮ দিনের জন্য সবথেকে সস্তা যে রিচার্জ প্ল্যান গুলি বর্তমানে রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করা হবে। আপনিও যদি আগামীদিনে জিও, এয়ারটেল অথবা ভিআই সিমে 28 দিনের রিচার্জ করতে চান, তাহলে সবথেকে সস্তা বিকল্প কী রয়েছে? চলুন জেনে নেওয়া যাক।

জিও 199 টাকার প্রিপেইড প্ল্যান

বর্তমানে জিও’র সবথেকে সস্তা 28 দিনের রিচার্জ প্ল্যানের বা Recharge Plan দাম হলো 199 টাকা। যেটার আগে দাম ছিল 155 টাকা।
এতে কি কি সুবিধা থাকছে, এই রিচার্জ প্ল্যানটিতে পাবেন আনলিমিটেড কল, মোট 300টি SMS এবং মোট 2 জিবি 4G ডেটা। এটি হতো সবচেয়ে সস্তা ২৮ দিনের জন্য রিচার্জ প্ল্যান। তবে এটা বেশি সুবিধাজনক যাদের ইতিমধ্যে হাই-স্পিড ব্রডব্যান্ড কানেকশন রয়েছে। কারণ তাদের জন্য খুব বেশি ডেটা খরচ হবেনা।

এয়ারটেল 199 টাকা রিচার্জ প্ল্যান

এয়ারটেলও তাদের সবচেয়ে কম টাকা রিচার্জ প্ল্যান্টি বা Recharge Plan দাম হল 199 টাকা, যেটি আগে 179 টাকায় পাওয়া যেত।
এতে কি কি সুবিধা থাকছে, এতেও আপনি পাচ্ছেন আনলিমিটেড কলিং, মোট 2 জিবি 4G ডেটা এবং দৈনিক 100টি SMS।

আরও পড়ুন, জিও নিয়ে আসলো নতুন রিচার্জ প্ল্যান, টানা 23 দিন ফ্রী তে আনলিমিটেড ডেটা ও কলের সুবিধা

ভিআই 199 টাকা রিচার্জ প্ল্যান

ভোডাফোন আইডিয়ার সবথেকে সস্তা রিচার্জ প্ল্যানের বা Recharge Plan দাম 199 টাকা। এই প্ল্যানের সুবিধা আর জিও প্রিপেইড প্ল্যানের সুবিধা সম্পূর্ণ এক। মিলবে আনলিমিটেড ভয়েস কলিং, মোট 300টি SMS এবং 2 জিবি 4G ডেটা।
28 দিনের কোন প্ল্যানটি সেরা?
উপরে উল্লেখিত তিন প্ল্যানের মধ্যে সবচেয়ে বেশি লাভজনক এয়ারটেলের প্রিপেইড প্ল্যান। কারণ জিও ও এয়ারটেল যেখানে মোট 300টি SMS দিচ্ছে, সেখানে এয়ারটেল দিচ্ছে দৈনিক 100টি SMS। আর তিন প্ল্যানেরই দাম এক। অর্থাৎ এসএমএস বাদে আর কোন বাড়তি সুবিধা নেই।

বর্তমানে যে হারে রিচার্জ প্ল্যানে বা Recharge Plan দাম বেড়েছে, তাতে সর্বাপেক্ষা কম দামের রিচার্জ প্ল্যানগুলো আপনার অনেকটাই খরচ আয়ত্তের মধ্যে থাকবে। এর সমস্ত খবর বা আরও অন্যান্য দরকারি সমস্ত খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইট ফলো করুন তা হলে সমস্ত দরকারি খবর সবার আগে আপনার কাছে যাবে।
Written by Shampa Debnath.

Leave a Comment