Polytechnic Result – পলিটেকনিকের ফলাফল প্রকাশিত, দেখেনিন এক ক্লিকে পরীক্ষার রেজাল্ট

এইবছর যেসকল ছাত্র ছাত্রী পলিটেকনিক কলেজে (Polytechnic Result) ভর্তি জন্য আবেদন করেছিলেন তাদের জন্য খুশির খবর। এতদিনে অপেক্ষার অবসান হতে চলেছে। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট অফিসিয়াল ওয়েবসাইটে JEXPO 2024 ফলাফল প্রকাশ করেছে।

Advertisement

Jexpo Voclet Polytechnic Result Publist 2024

JEXPO 2024 ফলাফল (Polytechnic Result) অফিসিয়াল ওয়েবসাইটে scvtwb.in-এ ঘোষণা করা হয়েছে। প্রার্থীরা তাদের JEXPO ফলাফল 2024 দেখতে পারেন অফিসিয়াল ওয়েবসাইট বা নীচে দেওয়া সরাসরি লিঙ্কে গিয়ে। JEXPO 2024 এর ফলাফল একটি মেধা তালিকা আকারে প্রকাশ করা হয়েছে। যদিও ২ জুলাই ফল প্রকাশের কথা ছিল। তবে ৩ জুলাই র‍্যাংক অনুযায়ী সিট প্রকাশ চলছে।

Advertisement

কিভাবে চেক করবেন রেজাল্ট

JEXPO মেধা তালিকা (Polytechnic Result) 2024 পরীক্ষা করার জন্য প্রার্থীদের তাদের তালিকাভুক্তির নম্বর প্রদান করতে হবে। কর্তৃপক্ষ প্রবেশিকা পরীক্ষায় পারফরম্যান্সের ভিত্তিতে JEXPO 2024 মেধা তালিকা প্রস্তুত করেছে। JEXPO ফলাফলের মেধা তালিকায় তাদের স্কোরের ভিত্তিতে বাছাই করা সমস্ত যোগ্য প্রার্থীদের নাম রয়েছে। ঘোষণা করা যোগ্য প্রার্থীদের এরপরে JEXPO কাউন্সেলিং প্রক্রিয়ার জন্য ডাকা হবে।

JEXPO 2024 ফলাফল (Polytechnic Result) সম্পর্কে আরও বিশদ বিবরণের জন্য প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন। JEXPO 2024 মেধা তালিকা result.webscte.co.in এ প্রকাশিত হয়েছে। এটা ডাউনলোড করে আপনি আপনার রেজাল্ট দেখে নিতে পারেন। প্রার্থীদের নাম্বার বা স্কোরের র‍্যাংকের ভিত্তিতেই কোন ছাত্র কোন কলেজ পাবে সেটা দিয়ে দেওয়া হচ্ছে। সেইসাথে এস সি, এস টি বা ওবিসি ক্যাটাগরির ছাত্র ছাত্রীরা কোন কলেজ পাচ্ছে সেটাও দেখা যাচ্ছে।

আরও পড়ুন, পার্টটাইম কাজের সুযোগ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থাকে। দেখেনিন আবেদন পদ্ধতি

Allotment Letter ডাউনলোড করার পদ্ধতি

প্রথমে কারিগরি ভবনের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। তারপর ক্যানডিডেট পোর্টালে লগইন করতে হবে। এরপর রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার এবং আধার কার্ডের শেষ চার্ট ডিজিট নাম্বার ফিলাপ করতে হবে তাহলে লগইন সম্পন্ন হবে। এরপরে Allotment সিট নাম্বার সহজে দেখতে পাওয়া যাবে। দেখার পরে এটি ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নেবেন।

এছাড়াও কলেজের ফিজিক্যাল ভেরিফিকেশন এর সময় কোন কোন ডকুমেন্ট নিয়ে যেতে হবে এ সমস্ত তথ্যই এলটমেন্ট মধ্যেই থাকবে। কোনভাবে যদি এলেটমেন্ট সিট নাম্বারে সমস্যা হয় তাহলে কলেজের অফিসিয়াল দপ্তরে যোগাযোগ করেন নেবেন। পলিটেকনিক কলেজে ভর্তি সংক্রান্ত আরো অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের এই পেজটি ফলো করে রাখুন।
Written by Shampa Debnath.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button