স্কুল জীবনের সবচেয়ে বড়ো পরীক্ষা হলো মাধ্যমিক (10th Result 2024). ছাত্র জীবনে এই পরীক্ষা নিয়ে যেমন একটা আলাদা অনুভূতি কাজ করে তেমনি ভয় ও কাজ করে একসাথে। প্রথম কোনো অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দেওয়া। বেশ কয়েকমাস আগেই মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। রেজাল্টের অপেক্ষায় দিন গুনছিল মাধ্যমিক পড়ুয়ারা। মধ্যশিক্ষা পর্ষদ থেকে প্রত্যেক বছর তিনমাসের ব্যবধানেই রেজাল্ট প্রকাশ করা হয়। এবছরও তেমনি বলা হয়েছিল। শেষমেষ অপেক্ষার অবসান। ঝাড়খণ্ডের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ্যে এসেছে।
JAC 10th Result 2024 Announced Check Here
কীভাবে রেজাল্ট চেক করবেন?
অনলাইনের মাধ্যমে ঝাড়খণ্ডের এই (jacresults.com) ওয়েবসাইট থেকে দেখা যাবে (10th Result 2024) পরীক্ষার ফলাফল। এই ওয়েবসাইটে ক্লিক করে নিজের রোল নম্বর এবং রোল কোড দিয়ে সাবমিট করে দিতে হবে। তাহলেই আপনার রেজাল্ট দেখা যাবে। ঝাড়খণ্ডের ২০২৪ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ৬ই ফেব্রুয়ারি থেকে এবং চলছিল ২৬ শে ফেব্রুয়ারি পর্যন্ত। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪.২ লক্ষ্য।
মাধ্যমিকের আগে উচ্চ মাধ্যমিকের ফলাফল। কোনটির রেজাল্ট কবে বেরোচ্ছে? কী জানালো পর্ষদ?
মোট পাশের হার কত?
এবছরের পাশের হার গত বছরের তুলনায় প্রায় ৫ শতাংশ কম। গতবছরের পাশের হার ছিল ৯৫.৩৮ শতাংশ। চলতি বছরের পাশের হার কমে হয়েছে ৯০.৩১ শতাংশ। ঝাড়খণ্ডের মেট্রিক পরীক্ষায় (10th Result 2024) প্রথম ডিভিশনে পাস করেছেন প্রায় ৫৮% পরীক্ষার্থী। বাকি বেশ কয়েকটি পরীক্ষার দ্বিতীয় এবং তৃতীয় ডিভিশনে পাশ করেছেন।
প্রথম,দ্বিতীয়, তৃতীয়
- ঝাড়খণ্ডের মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছেন জোসনা জ্যোতি। তার প্রাপ্ত নম্বর ৯৯.২%।
- দ্বিতীয় হয়েছেন সানা সঞ্জরি। তার প্রাপ্ত নম্বর ৯৮.৬ শতাংশ।
- যুগ্মভাবে তৃতীয় হয়েছেন করিশমা কুমারী এবং সৃষ্টি সোমা।
বিনা পরিশ্রমে 7800 টাকা পাবেন প্রতিমাসে। পড়ুয়াদের শুধু এই কাজ করতে হবে।
আর কিছুদিন পরে পশ্চিমবঙ্গেও মাধ্যমিক পরীক্ষার (10th Result 2024) রেজাল্ট প্রকাশিত হবে। দেখা যাক এবছরের ফলাফল গত বছরের পরিপ্রেক্ষিতে কেমন হয়। এই রাজ্যের মাধ্যমিক পরীক্ষার্থীরাও রেজাল্ট প্রকাশের অপেক্ষায় রয়েছেন। খুব তারাতারি এই রাজ্যেও প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক রেজাল্ট।
Written by Shampa debnath.