Indian Railway – ট্রেনের সময়সূচীতে বড় পরিবর্তন আনল ভারতীয় রেল। যাত্রীদের অনেক সুবিধা হবে।

দূরে কোথাও ঘুরতে যাওয়া হোক বা কোনো দরকারি কাজে ট্রেন (Indian Railway) হলো সবচেয়ে দ্রুতগামী ও সুবিধাজনক যান। গরমের হাত থেকে বাঁচার জন্য অনেকেই পাহাড়ের খোঁজে উত্তরবঙ্গ যান কেউবা এই শীতের মরশুমে একটুকরো বরফের খোজে চলে যান উত্তরবঙ্গে। আর আবার উল্টোদিকে দেখতে গেলেও যারা কলকাতা ছেড়ে বা অন্য কোথাও থেকে বিভিন্ন প্রান্তে কাজের জন্য থাকতে হয়। এই যে দূর্গাপূজা, কালীপূজা, ভাইফোঁটা থেকে ছটপূজা চলে গেলো সেই সময় সবাই চায় একটু পরিবারের সাথে কাটাতে।

Indian Railways Big News.

তাই সেই পূজোর মরশুমে প্রত্যেকে কাজের থেকে ছুটি নিয়ে বাড়ি ফেরার জন্য ব্যস্ত হয়ে ওঠে। আর তখনই ট্রেনের (Indian Railway) ওপর নির্ভর করতে হয় সবাইকে। একসাথে তখন এতটাই চাহিদা বেড়ে যায় ট্রেনের যে অনেকেই ট্রেনের টিকিট কেটে ও সিট বাতিল করতে হয়। এই জন্য পূর্ব রেলের তরফে পূজার মরশুমে অনেকটাই এক্সট্রা ট্রেন দেওয়া হয়েছিল।

আবার ট্রেন (Indian Railway) ছাড়ার কিছু মুহূর্ত আগে স্টেশনে এসে দাঁড়ায় আর যাত্রীদের মধ্যে এতটাই বেধে যায় যে অনেকেই পরে গিয়ে আহত হন। কারণ এই দূরের ট্রেনের জন্য যে কোচ ও আসন প্যাসেঞ্জার এর মানে নির্ধারিত থাকে তা ওই অল্প সম্যের মধ্যে খুঁজে বের করা অত প্যাসেঞ্জার এর ভিড়ের মধ্যে অনেক সমস্যার হয়ে ওঠে।সম্প্রতি কিছু ঘটনা ট্রেনের আধিকারিকদের চিন্তায় ফেলেছে।

এই বছর এমনিতেই ট্রেনে আগুন ধরে দূর্ঘটনার খবর অনেকবার পাওয়া গেছে। প্রায়ই ট্রেনের বগিতে আগুন ধরে অনেকেই আহত হয়েছেন। পূর্ব রেলের (Eastern Railway) তরফে তাই নির্দেশ দেওয়া হয়েছে ট্রেনে কোনো রকম দাহ্য পর্দাথ নিয়ে উঠলেই ফাইন করা হবে। সেই সাথে ফায়ার এলার্ম বেজে উঠবে এমন সুরক্ষিত ব্যাবস্থা নেওয়া হয়েছে বলে রেলের (Indian Railway) তরফে জানানো হয়েছে।

কিন্ত বুধবার সুরাট স্টেশনে ট্রেন ধরার জন্য তাড়াহুড়ায় পদপিষ্ট হয়ে যাওয়ার খবর কানে আসে রেল বোর্ডের। তারপরই পূর্ব রেলের জিএম অমরপ্রকাশ দ্বিবেদী বৃহস্পতিবার হাওড়া, শিয়ালদহ ও কলকাতা স্টেশন রেল আধিকারিকদের নিয়ে ঘুরে দেখেন। একমাত্র যাত্রীদের সুবিধার্তে নতুন নিয়ম আনলো রেল (Indian Railway). ট্রেন ধরার জন্য ভিড়ে যাত্রীরা যাতে ট্রেনে সহজেই চড়তে পারেন তার জন্য উপযুক্ত সময় যাতে যাত্রীরা পান তাই এক ঘণ্টা আগে থেকেই কারশেড থেকে প্ল‌্যাটফর্মে এনে ট্রেন দাঁড় করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুধু তাই নয়, ভারতীয় রেল এর পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারশড থেকে ট্রেন (Indian Railway) স্টেশনে আসার পনেরো মিনিটের মধ্যে প্রত্যেক কোচে আলো ও পাখা চালু করতে হবে। যাতে যাত্রীরা ট্রেনে উঠে বসতে পারে। ট্রেনগুলিতে যে অতিরিক্ত ভিড় হয় সেই চাপ কমানোর জন্য সাধারণ শ্রেণির কোচ কমিয়ে এসি কোচ বাড়ানো হবে রেলের আধিকারিকদের একাংশ এমনটাই মনে করছে।

PM Kisan (কিষান মানধন যোজনা)

যাত্রীদের জন্য আরো সুখবর হলো, পানীয় জল, শৌচালয়, খাবারের কোনওরকম অভাব থাকবে না সেইদিক টাও রেলের (Indian Railway) তরফে নজরদারি দেওয়া হবে। একা যাত্রা করা কোনো মহিলা, বয়স্ক ও শিশুদের উপর নজর রাখার জন্য আরও বিশেষ কড়া নিরাপত্তার ব্যবস্থা থাকবে আর পিএফ। এছাড়া ট্রেনের অ্যানাউন্সমেন্ট ঠিক মতন শুনতে পাওয়া যায়না এই নিয়ে অনেকেই অভিযোগ করেছেন তাই যাতে স্পষ্টভাবে ঘোষণা হয় সেদিকে লক্ষ‌্য রখার নির্দেশও দেওয়া হয়েছে।

পোস্ট অফিসের এই স্কিমে পাবেন অবাক করা রিটার্ন, একবার বিনিয়োগে সারা জীবন নিশ্চিন্ত।

অর্থাৎ নতুন বছরের শুরু থেকেই ট্রেন (Indian Railway) সফরে যাত্রীদের অনেকটাই সুবিধা হতে চলেছে এমনটাই বোঝা যাচ্ছে। যাত্রীদের মনে আর কোনো টেনশন কাজ করবেনা দূরপাল্লার ট্রেন ধরার ক্ষেত্রে। অনেকটাই সময় পাবেন এবার থেকে কোচ বা আসন খুঁজে নেয়ার জন্য। আর ভারতীয় রেলের (Indian Railway) তরফে এই সিদ্ধান্ত ঘোষণার ফলে উপকার হতে চলেছে সকলের।
Written by Shampa Debnath.

প্রত্যেক মাধ্যমিক পরীক্ষার্থী পাবে ফ্রিতে টেস্ট পেপার। কবে থেকে

Leave a Comment