Dearness Allowance – রাজ্য সরকারি কর্মীদের বাড়তি ডিএ ঘোষণা। কত টাকা বাড়ছে বেতন?

Dearness Allowance: সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি পাওয়ার প্রসঙ্গ উঠলেই সরকারি কর্মচারীদের একরাশ আনন্দের বহিঃপ্রকাশ ঘটে। কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বর্তমানে ৫০ শতাংশ হারে ডিএ দিয়ে থাকেন। তবে রাজ্য সরকারের কর্মীদের জন্য সেই বাজেট পেশার সময় যে ৪ শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল সেটাই এখনও পর্যন্ত স্থির রয়েছে।

Dearness Allowance – মহার্ঘ ভাটা

রাজ্য সরকারি কর্মীদের ৪ শতাংশ ডিএ বাড়ানোর ফলে বর্তমানে তারা ১৪ শতাংশ হারে ডিএ পেয়ে থাকেন। যদিও একাধিকবার রাজ্য সরকারি কর্মীরা সরকারের বিরুদ্ধে আন্দোলনে গিয়েছিলেন কেন্দ্রীয় হারের ডিএ বাড়ানোর জন্য কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনভাবেই ডিএ বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেননি। এদিকে লোকসভা ভোটের আগেই কেন্দ্রীয় সরকার কেন্দ্র সরকারি কর্মচারীদের জন্য শুধুমাত্র ডিএই নয় এছাড়াও অন্যান্য ভাতা ও বৃদ্ধি করেছিলেন।

সেইসাথে গ্রাচুইটির টাকাও বৃদ্ধি করেছিলেন। পশ্চিমবঙ্গ বাদে অন্যান্য রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের মতো রাজ্য সরকারি কর্মীদের জন্য ডিএ বৃদ্ধির পথেই হেঁটেছিলেন। যদিও লোকসভা ভোটের ফলাফল প্রকাশ করার পরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো ডিএ বৃদ্ধির ঘোষণা করেননি রাজ্য সরকারি কর্মচারীদের জন্য। এখনো পর্যন্ত কেন্দ্রের এবং রাজ্যের মধ্যে ডিএর ফারাক বেশ অনেকটাই।

যদিও বাজেট পেশার সময় ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছিল তবে এই এত কম শতাংশ ডিএ বৃদ্ধিতে রাজ্য সরকারি কর্মচারীরা মোটেও খুশি ছিলেন না। তাদের প্রথম থেকে দাবি ছিল কেন্দ্রীয় হারে ডিএর বৃদ্ধি। মূল্যবৃদ্ধির ফলে দামের সাথে পাল্লা দিয়ে সেই অনুযায়ী ডিএ বৃদ্ধি করা হচ্ছে না রাজ্য সরকারি কর্মচারীদের জন্য। আর এই নিয়ে একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্য সরকারের কর্মচারীদের সংগঠন।

শুধু আন্দোলনেই থেমে থাকেনি ডিএ বৃদ্ধির দাবি নিয়ে সুপ্রিম কোর্টও বর্তমানে চলছে মামলা । মামলা শুনানি ডেট পরলেও বিভিন্ন কারণে পিছিয়ে যাচ্ছে সেই মামলা। তবে শোনা যাচ্ছে চলতি মাসেই ফের শুনানির হওয়ার সম্ভাবনা রয়েছে। আর তাতেই কানাঘুষা শোনা যাচ্ছে এবার বাড়লেও বাড়তে পারে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ। সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে, গুজরাট সরকার ভূপেন্দ্র প্যাটেল তার রাজ্যের সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছেন।

জানা গিয়েছে ৪ শতাংশ হারে ডিএ বৃদ্ধি করা হয়েছে গুজরাট রাজ্যের সরকারে অধীনে থাকা কর্মরত কর্মচারীদের।
সপ্তম বেতন কমিশনের অনুযায়ী এই ডিএ বৃদ্ধি করা হয়েছে এবং এই ভাতা কার্যকর হবে পয়লা জানুয়ারি ২০২৪ থেকে। পয়লা জানুয়ারি ২০২৪ থেকে ৩০ জুন ২০২৪ পর্যন্ত সময়সীমা অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে এবং জুন পর্যন্ত বকেয়া ডিএ বেতনের সাথে তিনটি কিস্তিতে দিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন, সরকারি কর্মীদের জন্য সুখবর, অবশেষে বকেয়া ডিএ নিয়ে মিটলো সমস্যা

যেমন জুন মাসের বেতনের সঙ্গে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বকেয়া ডিএ পেয়ে যাবেন সরকারি কর্মীরা। একইভাবে আগস্ট মাসের বেতনের সঙ্গে মিলবে মার্চ এবং এপ্রিল মাসের বকেয়ার ডিএ। এছাড়া সেপ্টেম্বর মাসের বেতনের সঙ্গে মেএবং জুন মাসের বকেয়া ডিএ পেয়ে যাবেন সরকারি কর্মীরা। এই ভাবেই তিন মাসেই গত ৬ মাসের বকেয়া ডিএ শোধ করে দেবে রাজ্য সরকার। এই ৪ শতাংশ ডিএ বাড়ানোর ফলে প্রায় ৪. ৭১ লক্ষ কর্মচারী এবং রাজ্য জুড়ে ৪. ৭৩ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন।

এই ঘোষণায় গুজরাটের রাজ্য সরকারি কর্মচারীরা খুবই খুশি কারণ এর আগে ২০২৩ সালের পহেলা জুলাই সর্বশেষ ডিএ ঘোষণা হয়েছিল এরপরে প্রায় এক বছর পরে আবার ডিএ ঘোষণা হল। অন্যদিকে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা এখনো পর্যন্ত কোনো ভাবে খুশির মুখ দেখতে পারেননি। দেখা যাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কবে সরকারি কর্মচারীদের দিকে মুখ তুলে চান সে দিকেই তাকিয়ে অপেক্ষারত পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা।
Written by Shampa Debnath.

Leave a Comment