ইন্টারনেট ও স্মার্টফোন ছাড়া UPI পরিষেবা ব্যবহার এর পদ্ধতি দেখে নিন।

বর্তমান সময়ে UPI – Unified Payment Interface ব্যবহার করার জন্য ইন্টারনেট ও স্মার্টফোন এর দরকার। এই ছাড়া কোন ভাবেই আপনারা UPI ব্যবহার করতে পারবেন না। কিন্তু এখন থেকে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুসারে বিনা ইন্টারনেট ছাড়া আপনারা UPI ব্যবহার করে ইলেকট্রিক বিল মেটাতে পারবেন। আমরা এই নিয়ে আলোচনা করতে চলেছি।

UPI ব্যবহার করবেন কি করে?

এখন থেকে আর ইলেকট্রিক বিল দেওয়ার জন্য অফিসে গিয়ে লাইন দিয়ে দাড়িয়ে থাকার দিন শেষ হতে চলেছে। NPCI – National Payment Corporation Of India র তরফে UPI এর মাধ্যমে বিনা ইন্টারনেট ছাড়া ফিচার ফোন এর মাধ্যমে বিল জমা দেওয়া যাবে। ২০১৬ সালে তৎকালীন রিজার্ভ ব্যাংক এর গভর্নর রঘুরাম রাজন এই নতুন আর্থিক ব্যবস্থা চালু করেন।

ইলেকট্রিক বিলের খরচ কমাতে, 20 টাকা দিয়ে আজই কিনুন এই যন্ত্রটি।

বর্তমানে ভারতে UPI ব্যবহারের গ্রাহক সংখ্যা ১০ কোটির বেশি। কেন্দ্রীয় সরকারের এক পরিসংখ্যান অনুসারে এখনও পর্যন্ত প্রায় ১১ লক্ষ কোটি টাকার বেশি লেনদেন UPI এর মাধ্যমে হয়েছে। আজকে আমরা জানবো এই নতুন পদ্ধতির মাধ্যমে কীভাবে আপনারা বিল মেটাতে পারবেন।
এই নতুন পদ্ধতিকে 123 Pay বলা হচ্ছে।

BBPS – Bharat Bill Payment System এর দ্বারা দেশের ৭০ টির বেশি বিদ্যুৎ বোর্ডে বিল দেওয়া সম্ভব হবে। এই টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউণ্ট থেকে কাটা হবে। Npci এর পক্ষ থেকে জানানো হয়েছে UPI এর মাধ্যমে 123 Pay দ্বারা সাধারণ ফিচার ফোন ব্যবহারের মাধ্যমে ইলেকট্রিক বিল জমা দিতে পারবেন। জেনে নিন পদ্ধতি সম্মন্ধে।

123 Pay এর মাধ্যমে আপনি কীভাবে বিল পেমেন্ট করবেনঃ-
১. প্রথমে ফিচার ফোন থেকে IVR – Interactive Voice Response এর দ্বারা ৬৩৬৬ ২০০ ২০০ নাম্বারে ফোন করতে হবে।
২. নিজের ভাষার চয়ন করতে হবে।
৩. ব্যাংক অ্যাকাউণ্ট এর তথ্য দিয়ে দিতে হবে।
৪. নিজের ডেবিট কার্ড এর নম্বর ও মেয়াদ শেষের তারিখ লিখে দিতে হবে।

নতুন বছরে Jio এর 2 টি দুর্দান্ত অফার, মিলবে অতিরিক্ত ডেটা আর কি কি সুবিধা পাবেন?

৫. PIN – Personal Identification Number ঠিক করে নিতে হবে।
৬. এর পরে আপনি নিজের ফিচার ফোনের মাধ্যমে অতি সহজেই নিজের ইলেকট্রিক বিল জমা দিতে পারবেন।
এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আর আপডেট পাওয়ার জন্য।

Leave a Comment