WB Primary TET – এবারের প্রাইমারী টেট পরীক্ষায় পাশ করার সহজ উপায়, এক চান্সেই পাশ।

সুদীর্ঘ পাঁচ বছর পর রাজ্যের স্কুলগুলিতে প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে। এই পরিক্ষার নাম দেওয়া হয়েছে WB Primary TET 2022। আর ইতিমধ্যেই শুরু হয়েছে, প্রাথমিক শিক্ষক নিয়োগের আবেদন প্রক্রিয়া। গত ১৪ই অক্টোবর থেকে অনলাইনেই শুরু হয়ে গিয়েছে এই প্রক্রিয়া। পশ্চিমবঙ্গের যে কোন প্রান্ত থেকে মহিলা, পুরুষ উভয়েই এই নিয়োগের জন্য আবেদন করতে পারেন।

WB Primary TET পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেবেন? রইলো কিছু টিপ্স।

টেট পরীক্ষাঃ-
প্রাইমারি টেটে আবেদনের জন্য আগে ডি.এল.এড কোর্স করা থাকলে প্রার্থীরা আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে WB Primary TET 2022 অপশন থেকে সরাসরি আবেদন করতে হবে। ১৮ থেকে ৪০ বছরের মধ্যে থাকা যে কোন প্রার্থী করতে পারবে আবেদন। ১৪ অক্টোবর থেকে শুরু হয়েছে গিয়েছে অনলাইনে আবেদন প্রক্রিয়া এবং ৩ নভেম্বর অবধি আবেদন করা যাবে আবেদনে।

WB Primary TET প্রস্তুতির রুটিনঃ-
পড়ার বিষয়গুলি গুছিয়ে নিন এবং রুটিন তৈরী করুন। নির্দিষ্ট বিষয়গুলি অধ্যবসায়ের সাথে পড়তে হবে।
১) সকালে ইংরেজী এবং মনোবিজ্ঞান রাখুন।
২) দুপুরে অঙ্কের প্র্যাক্টিস করুন।
৩) পরিবেশসহ অন্যান্য বিষয়গুলি রাখুন।
৪) সিলেবাস শেষ হয়ে গেলে মক টেস্টের জন্যে প্র্যাক্টিস করতে হবে।

ট্রিক্সঃ-
টেট পরীক্ষায় পাশ করতে কয়েকটি ট্রিক্স ফলো করুন।
১) পূর্ববর্তী কিছু বছরের প্রশ্নপত্র দেখুন।
২) সিলেবাস জানুন সম্পূর্ণভাবে এবং সেই মতো রুটিন তৈরী করতে হবে।
৩) পড়ার বিষয়গুলি থরোলী স্টাডি করুন।
৪) পড়ার ফাঁকে গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে খাতায় নোট ডাউন করুন। এতে পরবর্তীকালে খাতা দেখে পড়তে সুবিধা হবে।

৫) টপিকগুলি পুঙ্খানুপুঙ্খ পড়তে হবে।
৬) বিষয়বস্তু পড়ার পরে সেই বিষয়ে M.C.Q পড়তে হবে। M.C.Q আগে পড়া যাবেনা।
৭) স্কোরিং সাব্জেক্ট বা যে সাবজেক্ট গুলিতে বেশি নাম্বার পাওয়া যায় সেই সাবজেক্ট গুলি আগে দেখতে হবে। এক্ষেত্রে আপনারা পরিবেশ বিজ্ঞান বা এনভায়রনমেন্টাল সায়েন্স বিষয়টিকে আগে রাখতে পারেন।
৮) পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইগুলি ভালো করে পড়তে হবে। এখান থেকে প্রশ্ন অবশ্যই আসবে।

৯) বাংলা ইংরেজির ক্ষেত্রে প্যাসেজ আগে না পড়ে প্রশ্ন আগে পড়তে হবে।
১০) অঙ্কের জন্যে বেশি সময় রাখতে হবে।
১১) WB টেট (২০১২, ২০১৪, ২০১৭) এবং সি টেটের প্রশ্ন গুলি অবশ্যই দেখতে হবে।
১২) সিলেবাস শেষে মক টেস্টের প্র্যাক্টিস করতে হবে।

জরুরি কাজঃ-
WB Primary TET পরীক্ষা দেওয়ার আগে নিজের মানসিক স্বাস্থ্যের যথেষ্ট পরিমাণে খেয়াল রাখা অত্যন্ত আবশ্যক কর্ম। এই সময় নিজেকে সম্পূর্ণভাবে মানসিক দিক থেকে শান্ত রাখতে হবে। পরীক্ষার হলে ভয় পেলে জানা প্রশ্নের উত্তরের ভুল হয়ে যাওয়ার সম্ভবনাও থাকে। সুতরাং যে সমস্ত জিনিস আপনাকে মানসিক দিক থেকে ভেঙে দিতে পারে সেই সমস্ত জিনিস এবং চিন্তাভাবনা থেকে পরীক্ষার কয়েকটি দিন নিজেকে দূরে সরায় রাখুন। এ বিষয়ে আপনাদের কোন প্রশ্ন বা বক্তব্য থেকে থাকে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন। এরকম আরো খবর পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
Written by Tritiyaa.

Leave a Comment