বর্তমানে এমন কোনো ব্যক্তি নেই যার ব্যাংক অ্যাকাউন্ট বা Bank Account নেই। দেশের সর্বত্র অনেক ব্যাংক রয়েছে। ব্যাংকের সুবিধা অনুযায়ী একেকজন ব্যক্তি একেক ব্যাংকে অ্যাকাউন্ট খুলে থাকে। তবে ব্যাংক অ্যাকাউন্ট খোলা বা ব্যাংকের বিভিন্ন কাজ করতে ব্যাংকে যেতেই হবে। বাড়িতে বসে কোনো অফিসিয়াল ওয়ার্ক হয়না বললেই চলে। কিন্ত বর্তমানে এমন একটি ব্যাংক আছে যেটায় আপনি বাড়িতে বসেই অ্যাকাউন্ট খোলার সুবিধা পাবেন তাও ভিডিও কলের মাধ্যমে।
Create a Bank Account at Home
এতদিন আমরা জানতাম ভিডিও কলের মাধ্যমে কথা বলা যায় বা কোন ব্যক্তিকে দেখা যায় কিন্তু বর্তমানে ভিডিও কলের মাধ্যমে আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারছেন। কীভাবে খুলবে অনলাইনে ব্যাংক অ্যাকাউন্ট? কী কী লাগছে নথিপত্র? এছাড়া কোন পদ্ধতিতে করতে হবে সবই দেখে নিন আজকের প্রতিবেদনের মাধ্যমে।
কোন ব্যাংকের কথা বলছি বলুন তো
হ্যাঁ ঠিক ধরেছেন, PNB অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কথা বলা হচ্ছে। এই ব্যাংকের নাম নিশ্চয়ই শুনেছেন। বর্তমানে এই ব্যাংক গ্রাহকদের জন্য অনেক রকম সুবিধা নিয়ে এসেছে। এই ব্যাংকে যেরকম অনেক রকম ফিক্সড ডিপোজিট স্কিম রয়েছে সেরকম সুদের হারও অনেক দিচ্ছে এই ব্যাংকের ফিক্সড ডিপোজিটের ওপর। তবে এইবার যে সুবিধাটা দিচ্ছে সেটি আজ পর্যন্ত অন্য কোন ব্যাংক বা Bank দিয়েছে বলে জানা যায়নি।
এবার থেকে আপনি বাড়িতে বসেই সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবেন। এমন অনেক ব্যক্তি রয়েছে যারা অসুস্থ কিংবা বৃদ্ধ তাদের পক্ষে ব্যাংক এ গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট বা Bank Account খোলা অসম্ভব তাই তাদের কথা চিন্তা করেই এই সুবিধা এনেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। দেশের দ্বিতীয় বৃহত্তম সরকারি ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক গ্রাহকদের সুবিধার জন্যই এই পদ্ধতি এনেছেন। কিংবা অনেকের কর্মক্ষেত্রে ব্যস্ততার জন্য ব্যাংকে যাওয়ার সময় হয়ে ওঠেনা তাদের পক্ষেও এই সুবিধা অনেকটাই সহজ করে দিয়েছে।
কিভাবে ঘরে বসে ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন
ঘরে বসেই আপনি শুধুমাত্র ভিডিও কলের মাধ্যমে খুলতে পারবেন ব্যাংক অ্যাকাউন্ট বা Bank Account তবে এ ক্ষেত্রে শুধুমাত্র সেভিংস অ্যাকাউন্টটি আপনি খুলতে পারবেন। ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য কিছু ধাপ রয়েছে নিচে সেগুলি সম্পর্কে আলোচনা করা হলো। অনলাইনে সেভিংস অ্যাকাউন্ট খুলতে গেলে যে শর্তগুলো প্রয়োজন আছে সেগুলি হল –
১) ইন্টারনেট অ্যাক্সেস।
২) মোবাইল নম্বর এবং আপনার ফোন যেখানে ওটিপি আসবে।
৩) ইমেল-আই।
৪) আধার নম্বর যা আপনার মোবাইল নম্বরের সঙ্গে লিংক করা।
৫) প্যান কার্ড (অরিজিনাল)।
৬) একটি সাদা কাগজ এবং একটি কালো বা নীল কলম।
৭) আপনার পেশাদার কার্যকলাপের যেকোনও নথি প্রমাণ যা আপলোড করা যেতে পারে।
৮) আপনার ব্রাউজারে আপনার লোকেশন শেয়ার করার অনুমতি দিতে হবে যাতে আপনি ভিডিও KYC এর মাধ্যমে এই অনলাইন অ্যাকাউন্ট খুলতে পারেন।
অনলাইনে ব্যাংক অ্যাকাউন্ট খোলার পদ্ধতি
অনলাইনে ব্যাংক অ্যাকাউন্ট বা Bank Account খুলতে হলে চারটি ধাপ অনুসরণ করতে হবে।
১) প্রথমে আপনি যে জন্য অ্যাকাউন্ট খুলতে চান তা নির্বাচন করুন।
২) পরিচয় প্রমাণ দিতে, আপনাকে মোবাইল, আধার, প্যান ইত্যাদির বিবরণ যাচাই করতে হবে।
৩) ব্যক্তিগত বিবরণ লিখে আপনি যে পরিষেবাটি চান তা নির্বাচন করুন।
৪) ভিডিও KYC সম্পূর্ণ করে, আপনি আপনার অ্যাকাউন্টের সুবিধা নিতে পারেন।
RBI এর নির্দেশে ভারতে চালু হচ্ছে নতুন ব্যাংক। গ্রাহকদের লাভ হবে? রিজার্ভ ব্যাংকের তালিকা দেখে নিন
অনলাইনে ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুবিধা গুলো কি কি
১) ব্যাংকে গিয়ে যতটা সময় ব্যয় হয় একটি সেভিংস অ্যাকাউন্ট খোলার জন্য সেখানে গিয়ে লাইন দিতে হয় তাতে অনেকটা সময় চলে যায় এক্ষেত্রে বাড়িতে বসে ভিডিও কলে ব্যাংক একাউন্ট খুললে অনেকটা সময় অপচয় বন্ধ হয় এবং তাৎক্ষণিক ব্যাংক অ্যাকাউন্ট বা Bank Account খোলা যায়
২) প্যান কার্ড এবং আধারের অনলাইন এবং তাৎক্ষণিক বৈধতা
৩) OTP ভিত্তিক KYC পরিষেবা খুব দ্রুত পাওয়া যায়।
৪) ডেবিট কার্ড, চেক বই, ই-স্টেটমেন্ট, ভিডিও KYC ইত্যাদি সব প্রক্রিয়া দ্রুততার সাথে সম্পন্ন হয়ে তাৎক্ষণিক এখন তৈরি হয়।
সুতরাং বুঝতেই পারছেন বর্তমানে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে ভিডিও কল করে আপনি সেভিংস অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন আর এই সুবিধা দিচ্ছে দেশের বৃহত্তম সরকারি ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তাহলে আর দেরি কেন ঝটপট ঘরে বসে খুলে ফেলুন সেভিংস অ্যাকাউন্ট।
Written by Shampa Debnath.