আধার কার্ড তথা Aadhar Card প্রত্যেকটি ব্যক্তির কাছে একটি বিশেষ পরিচয়পত্র। এই আধার কার্ড ছাড়া বিভিন্ন অফিসিয়াল কাজ থেকে শুরু করে স্কুল, কলেজে ভর্তির সময়, সরকারি প্রকল্পে চাকরির ক্ষেত্রে এছাড়া কোনো বাইরের দেশে যাওয়ার জন্য পাসপোর্ট বানাবার জন্যে সর্বক্ষেত্রে প্রয়োজন হয় এই আধার কার্ড। আধার কার্ডে রয়েছে বিশেষ নাম্বার। যেটা দিয়ে কোন ব্যক্তির পরিচয় প্রকাশ পায়।
How to Get Mask Aadhar Card from UIDAI
যেই নাম্বার গুলো খুবই সাবধানতার সাথে রাখতে হয় আর সেইজন্য Aadhar Card তথা আধার কার্ড খুবই সাবধানতার সাথে নিজের কাছে রাখে প্রত্যেকটি ব্যক্তি। সরকার থেকে মাঝে মধ্যে এই Aadhar Card তথা আধার কার্ড আপডেটের কথা ঘোষণা করেন। কারণ একটি ব্যক্তির সম্পূর্ণ নথি আপডেট করতে বলে।
অনেকসময় অনেক ব্যক্তি তার অ্যাড্রেস পরিবর্তন করে। এছাড়া কোনো ব্যক্তির ফোন হারিয়ে গেলে বা নাম্বার পরিবর্তন করলে সেই আপডেট যাতে আধার কার্ডে যথাযথ ভাবে দেওয়া হয় তাই ১০ বছর অন্তর Aadhar Card তথা আধার কার্ড আপডেট এর কথা বলা হয় সরকার থেকে।
কিন্তু বর্তমানে শোনা যাচ্ছে, আধার কার্ডের সিকিউরিটি সিস্টেম ভেঙে খুব সহজে সহজেই ভারতীয় নাগরিকদের যাবতীয় তথ্য প্রতারকদের হাতে চলে যাচ্ছে। আর প্রতারকরা সেগুলো ব্যবহার করে কোন ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিচ্ছে। এছাড়া আরও মারাত্বক জিনিস করছে সেটা হলো অন্যের নাম দিয়ে ঋণ নেওয়ার মতন প্রতারণার খবর পাওয়া যাচ্ছে।
সরকার থেকে অনেক ভাবেই জালিয়াতি আটকানোর জন্য বিভিন্ন ব্যাবস্থা করে চলেছে। তবুও প্রতারকদের জাল এতটাই সুবিস্তৃত যে তাদের হাত থেকে রেহাই পাওয়া দুষ্কর। তবে এভাবে তো রেখে দেওয়া যায়না। তাই বিভিন্ন কৌশলে আপনাকেও জালিয়াতি রুখতে ব্যাবস্থা নিতে হবে।
জেনে নিন সেই কৌশলগুলো কি কি?
- মাস্কড আধার কার্ড
- OTP শেয়ার নয়
- ডাউনলোডের পর ফাইল মুছে ফেলুন
মাস্কড আধার কার্ড
বর্তমানে সরকার বিভিন্ন কারণে ব্যাংকের বই, রেশন কার্ড এর সাথেও Aadhar Card তথা আধার কার্ড লিংক করিয়েছেন। ফলে অপরাধীদের কাছে ব্যাংকের নথি পাওয়া জলভাত হয়ে গিয়েছে। কিন্ত প্রত্যেকটি ব্যক্তি চাইবে আধার নাম্বার নিরাপত্তার মধ্যে থাকুক। এইজন্য UIDAI নিয়ে এসছে মাস্কড Aadhar Card তথা আধার কার্ড।
এর বিশেষত্ব হলো এই কার্ডের মাধ্যমে দেশের নাগরিকরা নিজেদের Aadhar Card তথা আধার কার্ড নম্বর গোপন রেখেই প্রয়োজনীয় সব কাজ সারতে পারবেন। কারণ এমনি আধার কার্ডে যে ১২ সংখ্যার নাম্বার থাকে এই মাস্কড আধার কার্ড এ শেষের ৪ ডিজিট দেখা যায় আর বাকি ৮ টি সংখ্যা x চিন্হ দিয়ে পূরণ করা থাকে। ফলে জালিয়াতির সম্ভাবনা অনেকটাই কমে।
আধার কার্ড থাকলেই 3000 টাকা পাবেন প্রধানমন্ত্রীর এই প্রকল্পে। এখনই আবেদন করুন।
OTP শেয়ার নয়
আমরা জানি OTP একটি খুব গুরুত্বপূর্ন জিনিস। সেটা ফেসবুক খোলার সময় হোক কিংবা ব্যাংকের কোনো সেভিংস এর ক্ষেত্র হোক এই OTP দেয় ব্যাংক থেকে। কারোর সাথে এই OTP শেয়ার করতে না বলা হয়। তেমনই যে সমস্ত কাজে পরিচয় পত্র হিসেবে Aadhar Card তথা আধার কার্ড নম্বর দিতে হয়, সেখানে রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি আসে।
এই ওটিপি কেবলমাত্র নিজের কাছে রাখবেন, ভুলেও কারোর সঙ্গে শেয়ার করবেন না। এই OTP জেনে গেলে আপনার ব্যাংক থেকে সব টাকা উধাও হয়েও যেতে পারে। তাই খুব সাবধানে নিজের OTP ব্যাবহার করুন ।
ডাউনলোডের পর ফাইল মুছে ফেলুন
অনেক কারণেই সেটা অফিসিয়াল হোক কিংবা বর্তমানে যে সরকারি প্রকল্পে টাকা বিভিন্ন ক্ষেত্রে অনেকেই সাইবার ক্যাফে বা সরকার অনুমোদিত তথ্য সহায়তা কেন্দ্রে গিয়ে Aadhar Card তথা আধার কার্ড ডাউনলোড করেন।
এক্ষেত্রে Aadhar Card তথা আধার কার্ডের প্রিন্ট আউট হয়ে যাওয়ার পর সেই ডাউনলোড হওয়া ফাইলটি কম্পিউটার থেকে মুছে ফেলতে বলবেন যিনি ওই কেন্দ্রে কম্পিউটার অপারেটর রয়েছে। কারণ এই ডাউনলোড ফাইল থেকেও জালিয়াতি হতে পারে। ঠিক যেমন ATM থেকে টাকা তোলার পরে ডিলিট করে দেন আপনার ব্যাংক স্টেটমেন্ট টা যাতে পরবর্তী ব্যক্তি চোখে না পড়ে।
আধার কার্ড চালু রাখতে 2টি ডকুমেন্ট আপলোড করার নির্দেশ দিলো UIDAI. কিভাবে করবেন জানুন।
নিজের প্রত্যেকটি কাজে এমন সতর্কতার সাথে করলে অনেকটাই জালিয়াতি চক্রের থেকে নিজের Aadhar Card তথা আধার কার্ড বাঁচানো যায়। তাই এবার থেকে উপরিউক্ত কৌশলগুলো আয়ত্ত করুন। এমন আরও গুরুত্তপূর্ণ খবরের সন্ধানে এই পেজ ফলো করুন।
Written by Shampa Debnath.