LIC গ্রাহকদের জন্য বড় খবর, এখন থেকে Whats App এর মাধ্যমে মিলবে সকল পরিষেবা।

LIC এর তরফ থেকে চালু হওয়া এই পরিষেবা কীভাবে পাবেন, জানতে হলে চোখ রাখুন।

ভারতের সর্ব বৃহৎ বিমা সংস্থা হল LIC। এক পরিসংখ্যানের হিসাবে এই কেন্দ্রীয় সরকারের অধীনস্থ এই সংস্থান গ্রাহকের সংখ্যা ২৯ কোটির কাছাকাছি। এই বিপুল সংখ্যক গ্রাহকদের পরিষেবা দেওয়ার জন্য এবার চালু হতে চলেছে হোয়াটস অ্যাপ মেসেজ সার্ভিস। যেই সকল পলিসি হোল্ডাররা এখনও পর্যন্ত হোয়াটস অ্যাপ এর পরিষেবা পেতে চাইছেন তাদের প্রথমে নিজেদের রেজিস্টার করতে হবে।

LIFE Insurance Corporarion Of India তাদের পলিসি গ্রাহকদের জন্য Ineractive whatsapp service এর সূচনা করেছে। এর ফলে সকল হোল্ডাররা নিজেদের বিমার সকল প্রকারের হাল হকিকত সম্পর্কে জানতে পারবে। যারা এল আই সির অফিসিয়াল ওয়েবসাইটে নিজেদের বিমা নথিভুক্ত করেছেন তাদের জন্য এই পরিষেবা স্বয়ংক্রিয় ভাবে চালু হয়ে যাবে। কিন্তু যারা এখনও পর্যন্ত নথিভুক্ত হননি এই আলোচনায় বলা হয়েছে কিভাবে আপনারা এই সুযোগ কাজে লাগাতে পারেন।

LIC এর বাম্পার পলিসি, মাত্র ২ হাজার টাকা জমা করে পেয়ে যান ৪৮ লক্ষ টাকা।

LIFE Insurance Corporarion Of India তে কিভাবে নিজের বিমা রেজিস্টার করবেন দেখে নিনঃ-
• প্রথমে আপনাকে WWW.LICINDIA.IN এই ওয়েবসাইটে যেতে হবে।
• “CUSTOMAR PORTAL” লেখা জায়গায় ক্লিক করতে হবে।
• “NEW USER” এ গিয়ে ক্লিক করে আপনার বিমা পলিসি সম্পর্কে যা বিবরণ চাইবে আপনাকে সেটা লিখে দিতে হবে।

• এর পরে আপনাকে নিজের ID ও PASSWORD নির্বাচন করতে হবে।
• খুব সতর্ক হয়ে আপনাকে এই নির্বাচন করতে হবে। কারন এর পরে আপনাকে এই পোর্টালে লগ ইন করতে হলে নতুন আই ডি আর পাস ওয়ার্ড এর প্রয়োজন পড়বে।
• “ADD POLICY” অপশনে গিয়ে ক্লিক করুন।
• শেষে সমস্ত তথ্য দিয়ে নিজের রেজিস্ট্রেশন শেষ করুন।

এই WHATSAPP SERVICE ব্যবহার করবেন কিভাবেঃ-
১. এল আই সি র নিজস্ব হোয়াটস অ্যাপ নম্বর নিজের মোবাইলে সেভ করে রাখতে হবে। নাম্বার টি হল 8976862090।
২. এর পরে এই নম্বরের চ্যাট বক্স খুলুন।
৩. এই সার্ভিস চালু করতে হলে প্রথমে আপনাকে নিজের তরফ থেকে NOMOSKAR, NAMASTE বা HELLO লিখে পাঠাতে হবে।
৪. LIC র তরফ থেকে আপনাকে ১১ টা অপশন পাঠানো হবে।

৫. আপনার কাজের হিসাবে আপনাকে নিজের পছন্দ মতো বিকল্প বেঁচে নিতে হবে।
৬. এর পরে আপনার নিজের বিমা পলিসি নিয়ে আপনাকে যাবতীয় তথ্য দেওয়া হবে।
একটি বিষয় জেনে রাখা আবশ্যক যে INSURENCE POLICY নেওয়ার সময় আপনি যেই নাম্বার দিয়েছিলেন। সেই মোবাইল নম্বর ব্যবহার করে আপনাকে এই হোয়াটস অ্যাপ চ্যাট শুরু করতে হবে। যদি কোন ধরনের কারন বশত পুরনো নম্বর আপনার কাছে না থাকে তাহলে আপনাকে WWW.EBIZ.LICINDIA.IN/D2CPM – LOG – IN এ গিয়ে নিজের মোবাইলের নাম্বার পাল্টাতে হবে।

LIC এর এই 3 টি পলিসিতে সন্তানের উচ্চশিক্ষা থেকে বিবাহ, সবেতেই মিলবে দারুন সুবিধা, কত টাকা বিনিয়োগ করতে হবে?

এই হোয়াটস অ্যাপ চ্যাট সার্ভিস এর মাধ্যমে আপনাদের ১০ – ১১ ধরনের পরিষেবা উপলব্ধ করতে চলেছে জেনে নিনঃ-
• সার্ভিস ইন আর আউট
• সকল সার্ভিসের লিঙ্ক।
• কথোপকথন।
• সমস্ত ইউনিটের ষ্টেটমেন্ত।
• LOAN INTEREST DUE NOTIFICATION।
• প্রিমিয়াম ভিউ।

• পলিসির বোনাস সম্পর্কিত তথ্য।
• LOAN RE PAYMENT QUOTATION।
• POLICY STATUS।
• LOAN ELIGIBILITY RULES।
এই সকল সুযোগ সুবিধা পাওয়ার জন্য নিজেদের রেজিস্ট্রেশন এল আই সি র ওয়েবসাইটে গিয়ে ওপরে উল্লেখিত পদ্ধতি অবলম্বন করে। এই সিদ্ধান্ত নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য নিচের কমেন্টস বক্সে লিখতে ভুলবেন না।

Leave a Comment