Online Payment – এইভাবে পেমেন্ট করলে গুগল পে, ফোন পে এর প্রতিটি ট্রান্সজাকশনে পাবেন নিশ্চিত ক্যাশব্যাক।

Online Payment – জানুন কীভাবে পাবেন এই সুবিধা।

এখন অফলাইন (Online Payment) কেনাকাটার চেয়ে অনলাইন কেনাকাটা বেড়ে গেছে। এছাড়া অফলাইনে দোকানে হোক কিংবা রেস্টুরেন্টে কেউ আর আগের মতন নগদ অর্থ দেয়না। দোকান বা রেস্টুরেন্টে অনলাইন অপশন রাখা হয়। ফলে সারা বিশ্বে UPI মানি ট্রান্সফারের বৃদ্ধি ঘটেছে। যদিও UPI মানি ট্রান্সফারের জন্য সরকারের নিজস্ব ভিম অ্যাপ দিয়েছে তবুও মানুষজন থার্ডপার্টি অ্যাপগুলো থেকেই মানি ট্রান্সফার করতে স্বাচছন্দ্যবোধ করে।

Advertisement

এগুলোর মধ্যে জনপ্রিয় হলো গুগল পে, ফোন পে, পেটিএম (Online Payment) এর মতন অ্যাপ। এগুলোর মধ্যে UPI মানি ট্রান্সফারের ক্ষেত্রে গুগল পে অনেকটাই জনপ্রিয়। কিন্তু বেশিরভাগ গুগল পে ব্যাবহারকারী বলছেন আগের মত টাকা ট্রান্সফারের পর ক্যাশব্যাক পাচ্ছেন না। সেই নিয়ে তারা চিন্তিত। আজ এই প্রতিবেদনে কিভাবে বেশি করে ক্যাশব্যাক পাবেন সেই উপায় বলবো।

Advertisement

20 টাকার এই স্পেশাল নোট থাকলেই পাবেন লাখ টাকা। জানুন কীভাবে?

ভিন্ন অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করুনঃ
আপনি যদি একই অ্যাকাউন্ট ব্যাবহার করে বারবার Gpay তে মানি ট্রান্সফার (Online Payment) করেন তাহলে আপনার ক্যাশব্যাক পাওয়ার সম্ভাবনা কমবে। তাই Gpay তে আলাদাভাবে কয়েকটি অ্যাকাউন্টে যুক্ত করুন। যখন কেনাকাটা করবেন একেক সময় একেক অ্যাকাউন্ট ব্যাবহার করুন। আশাকরি ভাল ফল পাবেন।

টাকা লেনদেনের ক্ষেত্রেও ভিন্ন অ্যাকাউন্ট ব্যাবহার করুনঃ
আপনি কেনাকাটার মতনই যখন কোনো ব্যক্তিকে এমনই টাকা পাঠাবেন একই অ্যাকাউন্ট থেকে না পাঠিয়ে ভিন্ন অ্যাকাউন্ট থেকে পাঠান।
অপেক্ষাকৃত কম অংশের টাকার ট্রান্সফার করুনঃ
সবসময় বড়ো অংশের টাকা ট্রান্সফার করলে ক্যাশব্যাক কমে যেতে পারে। তাই অল্প টাকার বারে বারে ট্রান্সফার করলে সেই ঝুঁকিটা কমে।
Gpay বিভিন্ন গেমে অংশ নিনঃ
এখন বিভিন্ন পেমেন্ট সংস্থা গেমের অপশন দেয়। সেগুলোকে ইগনোর না করে গেমে অংশ নিন। এই গেমে জিতলে ১০০ থেকে ৫০০ টাকা অবধি জিততে পারেন।

ভিন্ন পেমেন্ট পদ্ধতি বাছাই করুনঃ
বেশিরভাগ মানুষ একই পদ্ধতিতে পেমেন্ট (Online Payment) করে থাকেন। সেটা না করে ভিন্ন পদ্ধতি অনুসরণ করুন। QR কোড স্ক্যান করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে বা মোবাইল নম্বরে টাকা ট্রান্সফার করুন। উক্ত পদ্ধতিগুলি অনুসরণ করলে আগের চেয়ে ক্যাশব্যাক বেশি পাবেন বলে আশা করা যায়। তাই এবার থেকে টাকা ট্রান্সফারের আগে বিষয়গুলো চিন্তা করে নেবেন।
Written by Shampa Debnath.

সপ্তাহের শুরুতেই হলমার্ক সোনার দাম কমলো। সোনার গয়না কেনার সুবর্ণ সুযোগ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button