স্বাস্থ্য সাথী কার্ডের জন্য আবেদন জানাতে চান? দেখে নিন আবেদন পদ্ধতি।
বর্তমানে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের সুবিধার্থে সরকারের তরফে চালু করা হয়েছে একাধিক জনকল্যাণমুখী প্রকল্প। যেগুলির মধ্যে রয়েছে লক্ষ্মীর ভান্ডার, সবুজ সাথী, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী ইত্যাদি প্রকল্প। সেরকমই চিকিৎসাক্ষেত্রে সুবিধা দিতে চালু করা হয়েছে একটি প্রকল্প। যেটির নাম স্বাস্থ্য সাথী প্রকল্প। এই প্রকল্পের অধীন কার্ড থাকলে মিলবে বিনামূল্যে চিকিৎসার সুবিধা। তবে এখনও পর্যন্ত অনেকেই এই কার্ডের মাধ্যমে কিভাবে সুবিধা মিলবে, সেই বিষয়ে জানেন না। তাছাড়া কার্ড না থাকলে কিভাবে কিভাবে আবেদন জানাতে হবে? এই সকল বিষয়ে বিস্তারিতভাবে জানানো হল।
2016 সালে স্বাস্থ্য সাথী প্রকল্প চালু করা হয়েছিল। বর্তমানে রাজ্যের লক্ষ লক্ষ মানুষ এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন।
কারা প্রকল্পের সুবিধা পাবেন?
যে সকল পরিবারের রাজ্য বা কেন্দ্র সরকারের অধীন কোনো হেলথ স্কিম, ইএসআই বা সরকারি ইনসুরেন্স নেই, এছাড়া সরকারি বেতন পেলেও চিকিৎসা ভাতা পান না তা তারা আবেদন জানাতে পারবেন।
শুরু হয়ে গেল স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, এইভাবে আবেদন করলেই টাকা পাবেন।
অনলাইনে আবেদন পদ্ধতি-
স্বাস্থ্য দফতরের ওয়েবসাইট ওপেন করতে হবে।
https:// swasthasathi.gov.in
বৈধ মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। OTP আসার পরে আবেদনপত্র দেখা যাবে। সেটি প্রয়োজনীয় তথ্য সহযোগে জমা করতে হবে।
এছাড়া অফলাইনেও আবেদন জানানো যাবে।
এবার জেনে নেওয়া যাক, স্বাস্থ্য সাথী কার্ড থাকলে কোন কোন সুবিধা মিপবে?
১) পরিবার পিছু ৫ লাখ টাকা করে চিকিৎসার খরচ।
২) কাগজবিহীন, ক্যাশলেস, স্মার্ট কার্ড ভিত্তিক ব্যবহার।
৩) আগে থেকে রোগ থাকলেও বা বর্তমানে কোনো রোগের কবলে থাকলেও, সমস্ত রোগের বিনামূল্য চিকিৎসা করা যাবে।
৪) অন্যান্য সুবিধা মিলবে।
স্বাস্থ্যসাথী প্রকল্পে নাম নথিভুক্ত রয়েছে কিনা, কিভাবে চেক করবেন?
স্বাস্থ্য দফতরের ওয়েবসাইট ওপেন করে find your name এ ক্লিক করতে হবে। কার্ডের জন্য এপ্লাই করার সময় যে মোবাইল নম্বর দেওয়া হয়েছিল, তা দিতে হবে। যার নাম দেখতে চাইছেন সেটা ক্লিক করতে হবে। এক এক করে খুলবে বিভিন্ন বক্স। দেখা যাবে আধার কার্ড/ খাদ্যসাথী রেশন কার্ড দিয়ে নাম দেখতে চান তা জানাতে হবে। জেলার নাম, ব্লক, গ্রাম পঞ্চায়েত/ পুরসভার নাম দিতে হবে। তথ্য পূরণের পর নাম দেখা যাবে।
আবার আধার কার্ড মোবাইল লিংক করতে হবে, বাড়ি বসে কিভাবে করবেন শিখে নিন।
স্বাস্থ্য সাথী কার্ডে কত টাকা রয়েছে, চেক করার পদ্ধতি-
গুগল প্লে স্টোর থেকে ‘Swasthya Sathi App’ ডাউনলোড করতে হবে। App ওপেন করেহলে URN Verification এ ক্লিক করতে হবে। এরপর জেলার নাম ও কার্ড নম্বর বসিয়ে দিয়ে সার্চ করে দেখতে হবে কার্ডে কার কার নাম রয়েছে। নিচে ‘View Balance’ এ ক্লিক করে টাকা চেক করতে হবে।
প্রকল্প সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।