প্রধানমন্ত্রী আবাস যোজনা এর লিস্ট কীভাবে চেক করবেন?
প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে দেশের সকল গরিব লোকেদের বাড়ি প্রদান করাই হচ্ছে এর মূল উদ্দেশ্য। এর অতিরিক্ত কেউ বাড়ি সংস্কার, বাড়ি বা ফ্ল্যাট কেনার সময় হোম লোণ এর ক্ষেত্রে ভর্তুকি নিতে পারবে। এই প্রকল্পের সুবিধা দেশের বিভিন্ন জায়গায় ভিন্ন হতে পারে কিন্তু এর উদ্দেশ্য একই। দেশের সকল নাগরিকরাই এই প্রকল্পের সুযোগ কাজে লাগাতে পারবেন।
প্রধানমন্ত্রী আবাস যোজনার ২৫ শে জুন ২০১৫ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে চালু করা হয়েছিল। এর লক্ষ ছিল ২০২২ এর মধ্যে দেশের সকল নাগরিককে বাড়ি প্রদান করা। এই প্রকল্পের অন্তর্গত কেন্দ্রীয় সরকার পুরো দেশে ২০ লক্ষ বাড়ি বানাবে। যার মধ্যে ১৮ লক্ষ বস্তি এলাকার মধ্যে ও বাকি ২ লক্ষ বাড়ী বাকি অংশে বানানোর কথা বলা হয়েছে।
25 কেজি নয়, এই মাস থেকে রেশন কার্ড থাকলেই গ্রাহকরা পাবেন 150 কেজি চাল।
এই প্রধানমন্ত্রী আবাস যোজনার মুল লক্ষ ছিল দেশের গরিব লোকদের বাড়ি বানানোর জন্য প্রয়োজনীয় অর্থ প্রদান করা। কিন্তু এখন দেশের সকল শ্রেণির লোকেদের এই প্রকল্পের আওতায় আনা হচ্ছে। এই আলোচনায় আমরা সেটাই দেখে নিতে চলেছি। কেন্দ্রীয় সরকার এই প্রকল্পকে মুলত ৩ ভাগে ভাগ করেছিল –
প্রথম ভাগঃ- ২০১৫ সালের এপ্রিল মাস থেকে শুরু করে এই ধাপ ২০১৭ সালের মার্চে শেষ হয়েছিল। এই সময় কালীন ১০০ র বেশি শহরে বাড়ী নির্মাণ করা হয়েছিল।
দ্বিতীয় ভাগঃ- ২০১৭ সালের এপ্রিল থেকে শুরু করে ২০১৯ সালের মার্চ অব্দি এই ২০০ টি শহরে এই প্রকল্পের অধীনে বাড়ী নির্মাণ হয়েছে।
তৃতীয় ভাগঃ- এপ্রিল ২০১৯ থেকে শুরু করে মার্চ ২০২২ পর্যন্ত এই ধাপ শেষ হয়েছে। ২০২২ এর শেষ পর্যন্ত বাকি লক্ষ মেটানো হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।
প্রধানমন্ত্রী আবাস যোজনার আবেদনের যোগ্যতা জেনে নিনঃ-
• যে আবেদন করতে চাইছেন তাকে মুল রূপে ভারতীয় নাগরিক হতে হবে।
• আবেদনকারীর বয়স ৭০ এর কম হতে হবে।
• আবেদনকারী বা তার পরিবারের বাকি সদস্যদের নামে কোন পাকা বাড়ী থাকা চলবে না।
• কোন ধরনের সরকারী ছাড় সেই ব্যাক্তি নিতে পারবে না। এই আবেদন করলে।
আবাস যোজনার আবেদনের বার্ষিক আয় কত হতে হবেঃ-
• আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ১৮ লক্ষের বেশি হলে হবে না।
• EWS – Economical Weaker Sections বা আর্থিক ভাবে অতি দুর্বল শ্রেণির মানুষদের বার্ষিক আয় ৩ লাখের কম হতে হবে।
• LIG – Low Income Group এর জন্য ৩ – ৬ লক্ষের কম আয় হতে হবে।
• MIG – I – Middle Income Group ১ এর জন্য বার্ষিক আয় ৬ – ১২ লক্ষের মধ্যে থাকতে হবে।
• MIG –II – Middle Income Group ২ এর জন্য আয় ১২ – ১৮ লক্ষের মধ্যে হতে হবে।
• জেনে রাখা ভাল বাড়ী মেরামতির জন্য শুধুমাত্র EWS ও LIG শ্রেণির লোকেরা আবেদন করতে পারবেন।
• এই আবেদনকারির আধার কার্ড ও প্যান কার্ড থাকা বাধ্যতামূলক।
প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম নথিভুক্ত হয়েছে কিনা দেখবেন কিভাবেঃ-
• বাড়ী বসে নিজের মোবাইলের মাধ্যমেও এই লিস্ট আপনারা দেখে নিতে পারবেন।
• আবাস যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
• Beneficiary Option এ ক্লিক করতে হবে।
• নিজের ১২ সংখ্যার আধার নম্বর দিয়ে দিতে হবে।
• এর পরে সকল সফল আবেদনকারীদের নাম প্রদর্শিত হবে। সেখানে আপনাকে নিজেদের নাম খুঁজে নিতে হবে।
এই আলোচনা নিয়ে আপনাদের মত নিচের কমেন্ট বক্সে জানাবেন। ভাল লাগলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরনের আরও খবর পাওয়ার জন্য।
রেশনকার্ড ধারীদের জন্য আবারও সুখবর, বিনামূল্যে মিলবে খাদ্য সামগ্রী, কি কি মিলবে?