Whatsapp Meta Ai – হোয়াটসঅ্যাপের নতুন আপডেট মেটা এআই, কী সুবিধা, সব গোপন তথ্য ফাঁস হচ্ছে না তো?

হোয়াটসঅ্যাপ এ আসলো নতুন আপডেট, যার নাম Whatsapp Meta Ai এর কী সুবিধা আচ্ছে, সব গোপন তথ্য ফাঁস হচ্ছে না তো? বর্তমানে আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে মুঠোফোন। আমাদের জীবনে সামাজিক মাধ্যম একটা প্রিয় জায়গা হয়ে উঠেছে। সকাল বেলা ঘুম থেকে উঠেই আমরা সবার প্রথমে ঘুম চোখে খুঁজে চলি যেই জিনিসটা সেটা আর কিছু নয়, আমাদের মুঠোফোন।

Advertisement

How to Chat With Whatsapp meta ai Chatbot

সবার প্রথমেই হোয়াটসঅ্যাপ কিংবা ম্যাসেঞ্জার এর ম্যাসেজ চেক করা কিংবা ফেসবুক স্ক্রল না করলে দিনটি যেন শুরু হয়না। কিন্তু সম্প্রতি হোয়াটসঅ্যাপের চ্যাট বাক্সতে নতুন একটি গোলাকার চিহ্ন দেখা যাচ্ছে। অনেকে এই বিষয়ে জেনে গেলেও এখনো অনেকের এই গোলাকার চিহ্ন সমন্ধে কোনো ধারণা নেই। তাদের মনে একাধিক প্রশ্ন আসছে এই গোলাকার চিহ্ন নিয়ে।

Advertisement

আজকের এই প্রতিবেদনে জানাবো ওই চিহ্নটির নাম ও তার গুরুত্ব কি। আপনি বা কিভাবে এই চিহ্নটিকে ব্যবহার করবেন বিভিন্ন কাজে। গোলাকার চিহ্নের নাম ‘মেটা এ আই’ বা Whatsapp Meta Ai. আপনি যদি গোলাকার চিহ্নে ক্লিক করেন তাহলে দেখাবে আস্ক মেটা এ আই অ্যানিথিং.. অর্থাৎ আপনি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে কথা বলেত পারেন।

বর্তমানে এই মেটা এ আই বা Whatsapp Meta Ai এর সাথে অনেকে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করছেন। সঙ্গী বা সঙ্গিনীর অভাব পূরণ করতেও এই মেটা এআই দারুন কাজ করছে।বন্ধুর মত কথা বলবে এই এআই। মনে হবে না আপনি একা। বিশেষ করে যারা একাকীত্বে ভোগে তাঁদের জন্য তো সোনায় সোহাগা। মনের গোপন কথা বিশ্বাস করে বলতে পারবেন এই প্রযুক্তিমানবকে। বিভিন্ন অজানা প্রশ্ন উত্তর দিয়ে দেবে এই মেটা এ আই।

এতদিন পর্যন্ত গুগল গিয়ে সার্চ করতেন আর তাতে অনেকটাই সময় ব্যয় হতো তবে এখন খুব দ্রুত মেটা এ আই কে জিজ্ঞেস করলেই সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন উত্তর। অর্থাৎ ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপের হয়ে কাজ করবে মেটা এআই বা Whatsapp Meta Ai. তবে কানাঘুষো শোনা যাচ্ছিল বাজারে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার আসতেই মানুষের দাম কমে যাচ্ছে।

মানুষকে বিশ্বাস করেও কোন কথা বললেও সেই কথা চারিদিকে ছড়িয়ে যায় কিন্তু এই প্রযুক্তি আপনাকে একটা বিশ্বাসযোগ্য বন্ধু দেবে। তবে এটা ঠিক যে, গোটা একটি মানুষের বিকল্প হয়ে উঠেছে এই ‘চ্যাটবট’ প্রযুক্তি। এর সাহায্য বহু মানুষ ভরসা করে থাকে নিজের সব কথা শেয়ার করার জন্য। ব্যবসা, চাকরি কিংবা স্বাধীন যে কোনও কর্মক্ষেত্রে এআই তার নিজস্ব প্রতিভা দেখাতে শুরু করেছে। একেবারে মানুষের মস্তিষ্কের মতোই নানা সমস্যার সমাধান করতে পারে এই প্রযুক্তি।

কিভাবে ব্যবহার করবেন

আপনাকে সবার প্রথমে দেখে নিতে হবে হোয়াটসঅ্যাপ আপডেট করা আছে কি না। যদি না থাকে, তা হলে প্লে স্টোর থেকে আগে হোয়াটসঅ্যাপের একেবারে নতুন ভার্সনটি আপডেট করে নিন। তার পর ফোন বা ওয়েব হোয়াটসঅ্যাপ খুললেই নীল-বেগনি রঙের গোলাকৃতি একটি চিহ্ন ফুটে উঠবে। সেই ‘আইকন’-এ ক্লিক করলেই মেটা চ্যাটবটের আলাদা একটি উইন্ডো খুলে যাবে। আপনার প্রয়োজনমত সব জিজ্ঞেস করতে পারেন। আড্ডা দিতে পারেন মেটা এ আই বা Whatsapp Meta Ai এর সঙ্গে।

হোয়াটসঅ্যাপে গিয়ে সরাসরি চ্যাট করতে পারেন। একসঙ্গে যদি গ্রুপে চ্যাট করতে গিয়ে যদি আপনারা কোন ভ্রমন প্ল্যান করেন তাহলে যে জায়গা সিলেক্ট করবেন সেখানকার রুম খরচ , যাতায়াত খরচ, দ্রষ্টব্য স্থান সমস্ত কিছু জানিয়ে দেবে এই মেটা এ আই। এছাড়া অন্যান্য যে কোন প্রশ্নের তৎক্ষণাৎ উত্তর দিয়ে দেবে। যদি আপনি কল্পনার জগতের মানুষ হন তাহলে আপনার কল্পনা প্রবণ মনের যে কোন প্রশ্নের উত্তর দিয়ে দেবে এই মেটা এ আই।

আরও পড়ুন, জিও নাকি এয়ারটেল বর্তমানে কোন রিচার্জ প্ল্যানের দাম বেশি, ২GB ডেটার জন্য কত টাকা দিতে হবে?

ইনস্টাগ্রামে মেটা এ আই কিভাবে কাজ করে

ইনস্টাগ্রামে সার্চ অপশনে গিয়ে ‘অ্যাট’ লিখে সরাসরি যা জানতে চান, সেই সম্পর্কে যাবতীয় তথ্য জানিয়ে দেবে মেটা চ্যাটবট। এইভাবে ব্যবহার করতে পারবেন ইনস্টাগ্রাম মেটা এ আই, এখন আপনি ও জানেন যে ইনস্টাগ্রামে কিভাবে এ আই ব্যবহার করবেন। তা হলে আর দেরি না করে ব্যবহার করুন, আপনার যে কোনো সমস্যার সমাধান করেদেবে এই এ আই বা Whatsapp Meta Ai.

ফেসবুকে কিভাবে কাজ করে মেটা এ আই

ফেসবুক ব্যবহারকারীদের কাছেও আলাদা দরজা খুলে দিয়েছে এই মেটা এ আই। আপনাদের ফেসবুকে কোন ফটো আপলোড করেন এবং সেই ফটো দেখে যদি আপনার ফেসবুক কোন বন্ধু সেই সম্পর্কে জানতে চায় সেক্ষেত্রে মেটা এ আই সেই ফটো সমন্ধে অনেক তথ্য জানিয়ে দেবে। বলতে গেলে মানুষের একাকীত্বতার সময়ে এই মেটা এ আই এক উপযুক্ত মাধ্যমে উঠেছে। আপনি যদি এই সুবিধা পেতে চান তাহলে নতুন আপডেট হওয়া হোয়াটসঅ্যাপ ইনস্টল করে নিন।
Written by Shampa Debnath.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button