How to Become Rich – মধ্যবিত্তের জন্য সেরা বিনিয়োগ, স্বল্প সঞ্চয় প্রকল্পে বাড়লো সুদের হার।

আমরা প্রত্যেকেই কোন না কোন ভাবে উপার্জন করে থাকি (How to Become Rich)। সে উপার্জনের টাকা থেকে কিছুটা অংশ ভবিষ্যতের জন্য ব্যাংক বা পোস্ট অফিস বিনিয়োগ করি। এই বিনিয়োগ করার কারণ নির্দিষ্ট মেয়াদ শেষ হলে বিনিয়োগের টাকার সাথে পর্যাপ্ত সুদ সহ একটা মোটা টাকা আমরা রিটার্ন পাই। বর্তমানে ব্যাংক বা পোস্ট অফিস বিভিন্ন স্কিম চালু করেছে যেগুলো থেকে অনেক সুদ দেওয়া হচ্ছে এবং ম্যাচুরিটি শেষে একটা মোটা অংকের রিটার্ন পাওয়া যাচ্ছে।

Advertisement

How to Become Rich Invest 405 Rupees Daily

আজকের এই প্রতিবেদনে এমন একটি স্কিম সম্পর্কে আলোচনা করব যেখানে আপনি অনেকটা লাভযুক্ত রিটার্ন পাবেন। সরকার চালিত পিপিএফ স্কিমটি কর্মজীবী মানুষদের জন্য একটি অত্যন্ত সুবিধা জনক ও লাভজনক স্কিম। এই স্কিমে আপনি দৈনিক ৪০৫ টাকা জমিয়ে মেয়াদ শেষে ১ কোটি টাকার রিটার্ন পেতে পারেন আর হয়ে যেতে পারেন রাতারাতি বড়লোক। এই পৃথিবীতে কে না চায় একটু সুখের মুখ দেখতে? সবাই চায় জীবনটাকে সুন্দরভাবে যাপন করতে আর সুন্দর ভাবে জীবন যাপন করার জন্য সবচেয়ে জরুরী জিনিস হল অর্থ।

Advertisement

অর্থ ছাড়া আপনি কোন স্বপ্ন পূরণ করতে পারবেন না। আর দ্রুত স্বপ্ন পূরণ করতে এই পিপিএফ স্কিমটি অনেক কার্যকরী ভূমিকা পালন করে। বাজারে অনেকগুলি সেভিং স্কিম চলছে। কোন প্রতিষ্ঠানে অর্থ বিনিয়োগ করার আগে আমাদের দেখতে হবে সেই জায়গাটির আদও নিরাপদ কিনা? কারণ বিনিয়োগ করার সময় সরকারী স্কিমে বিনিয়োগ করা উচিত কারণ এটি নিরাপদ ও টাকা হারানোর ভয় নেই এবং সুদও প্রচুর (How to Become Rich).

সুদের পরিমাণ

পিপিএফ স্কিমে ৭.১% সুদ দেওয়া হচ্ছে। এখানে বিনিয়োগ করলে ব্যাঙ্ক এবং পোস্ট অফিসে স্থায়ী আমানতের (এফডি) চেয়ে বেশি সুদ দেয়। এছাড়াও, এই স্কিমে বিনিয়োগের উপর চক্রবৃদ্ধি সুদ দেওয়া হয় এবং এটি বার্ষিক ভিত্তিতে গণনা করা হয়। প্রতি বছর মার্চ মাসে পিপিএফ অ্যাকাউন্টধারীদের অ্যাকাউন্টে সুদ দেওয়া হয় (How to Become Rich).

বিনিয়োগের পরিমাণ ও মেয়াদ কাল

আপনি পিপিএফ স্কিমে মাত্র ৫০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করতে পারেন। আর সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। তবে বিনিয়োগের পরিমাণ যদি ১.৫ লক্ষ টাকার সীমা অতিক্রম করে তাহলে কোনো সুদ পাওয়া যায়না এই স্কিম থেকে। এই স্কিমে আপনি ১৫ বছরের জন্য বিনিয়োগ করতে পারেন (How to Become Rich).

এই স্কিমের বাড়তি সুবিধা

এই স্কিমে যেমন সুদের পরিমাণ বেশি। তেমন আরও অনেক সুবিধা রয়েছে। যেগুলো হলো
১) কর ছাড় – এই স্কিমে আয়করের ধারা ৮০সি এর অধীনে আমানতের উপর ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় পাওয়া যায়।
২) অতিরিক্ত বিনিয়োগের সময় – আরেকটি দুর্দান্ত সুবিধা হল এই স্কিমের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও আপনি যদি চান তাহলে আরো অতিরিক্ত ৫ বছরের জন্য আপনি বিনিয়োগ চালিয়ে যেতে পারেন। তবে এই সুবিধা পেতে হলে মেয়াদ শেষ হওয়ার ১বছর আগে আবেদন করতে হবে অতিরিক্ত ৫ বছর বিনিয়োগ চালিয়ে যাওয়ার জন্য (How to Become Rich).

মেয়াদ শেষের আগে রিটার্ন

এছাড়া কোনো বিশেষ প্রয়োজনে আপনি মেয়াদ শেষ হওয়ার আগেও টাকা তুলতে পারেন। তবে এখানে একটি শর্ত আছে সেটি হলো আপনার জমানো টাকার ৫০ শতাংশ কেটে নেওয়া হবে। এবং আপনার পিপিএফ অ্যাকাউন্টটি ৬ বছরের জন্য খোলা থাকতে হবে।

ঋণের সুবিধা ও কত পাবেন, পরিশোধের সময়

এই স্কিম থেকে আপনি ঋণ নিতেও পারবেন। তবে তারজন্য আপনার এই স্কিমে বিনিয়োগের বয়স তিনবছর হতে লাগবে। PF অ্যাকাউন্টে জমা করা পরিমাণের ২৫ শতাংশ ঋণ পেতে পারেন। তবে আপনি বিনিয়োগ করে যে হারে সুদ পাচ্ছেন ঋণের সময় কিন্ত তার ২ শতাংশ বেশি হারে সুদ দিতে হবে। ঋণ পরিশোধের জন্য সর্বোচ্চ ৩৬ মাস সময় দেওয়া হয় (How to Become Rich).

তৎক্ষণাৎ টাকার দরকার হলে, এই প্রকল্পে আবেদন করলেই সরকার টাকা দেবে আপনার একাউন্টে।

পিপিএফ স্কিমে টাকা জমা করার তারিখ

আপনার বিনিয়োগের টাকা জমা করার সময়ের উপরে প্রাপ্ত সুদের পরিমাণ নির্ভর করে। যেমন আপনি যদি মাসের ৫ তারিখে বিনিয়োগ করেন তাহলে অতিরিক্ত সুবিধা পাওয়া যাবে। আসলে, এটি করলে সেই পুরো মাসের জন্য সুদ পাওয়া যাবে। কিন্তু, কেউ যদি সেই মাসের ৬ তারিখ বা শেষ তারিখে PPF অ্যাকাউন্টে টাকা জমা করে, তাহলে পরবর্তী মাস থেকে এর উপর সুদ যোগ করা হবে। কারণ প্রতি মাসের ৫তম দিন এবং শেষ দিনের মধ্যে ন্যূনতম ব্যালেন্সের উপর সুদ গণনা করা হয়।তাই পিপিএফ বিনিয়োগের সময় সবসময় পঞ্চম দিনেই বিনিয়োগ করার কথা মনে রাখতে হবে (How to Become Rich).

home loan - (হোম লোন)

কিভাবে কোটিপতি হবেন

এই পিপিএফ স্কিমে অল্প টাকা জমিয়েও আপনি কোটিপতি হতে পারেন। অনেক মধ্যবিত্ত মানুষ রয়েছেন যাদের পক্ষে একসাথে অনেকগুলো টাকা বিনিয়োগ করা সম্ভব হয় না তাদের জন্য এই স্কিমটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি দৈনিক যদি ৪০৫ টাকা করে জমান তাহলে বার্ষিক আপনার জমা হবে ১,৪৭,৮৫০ টাকা। আর আপনি যদি ২৫ বছর ধরে এই ৪০৫ টাকা দৈনিক জমা করেন তার সাথে ৭.১ শতাংশ সুদ যুক্ত হয় তাহলে ২৫ বছর পর আপনার বিনিয়োগের টাকার সাথে সুদ যুক্ত হয়ে ১ কোটি টাকার বেশি হয়ে যাবে (How to Become Rich).

মাত্র এক বছরেই 71% রিটার্ন পাবেন SBI এর এই Mutual Fund এ! অল্প বিনিয়োগে বিপুল লাভ পেতে বিস্তারিত জানুন

এভাবেই আপনি অল্প অল্প টাকার জমিয়ে খুব দ্রুত কোটিপতি হয়ে যেতে পারবেন। এতগুলো সুবিধা আপনি পেয়ে যাচ্ছেন পিপিএফ স্কিমে। তাই আর দেরি না করে এই সরকার চালিত পিপিএফ স্কিমে বিনিয়োগ করে অতিরিক্ত লাভ সহ রিটার্ন পেতে পারেন। এমন আরও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে এই পেজটি ফলো করে নিয়মিত আমাদের পাশে থাকুন।
Written by Shampa debnath.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button