How To Become Rich – বড়লোক হতে চান? এই টিপস ফলো করলেই হবেন কোটিপতি? লোন নিয়ে ধনী হওয়ার উপায়।

প্রত্যেক ব্যক্তি কিছু না কিছু উপায় উপার্জন করেন। আর সেই উপার্জনের কিছুটা অংশ বিনিয়োগ করেন (How To Become Rich) ব্যাংকে। যাতে সুদ বেড়ে সঞ্চিত অর্থ ডবল হয়। কিন্ত এভাবে ব্যাংকে মাসের পর মাস টাকা জমিয়েও আপনি উন্নতির সর্বোচ্চ শাখায় পৌঁছাতে গেলে জীবনের অর্ধেকটাই পেরিয়ে যাবে। তাই আমরা আজকে এমন এক উপায় বলবো যাতে খুব দ্রুত আপনি ধনী হতে পারেন। ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন পাওয়া যায় আমরা সবাই জানি।

How To Become Rich Get Instant Money

কিন্ত এই লোন নেওয়ার কারণ হিসাবে আমরা মনে করি কোনো দরিদ্র ব্যক্তি কোনো বিপদের সম্মুখীন হয়ে লোন নেয় কিংবা কোনো ব্যাবসায়ী মূলধনের জন্য লোন নিয়ে থাকে। কিন্ত শুধু তাই নয় আপনিও লোন নিয়েই ধনী হতে পারবেন। তবে অনেকেই মনে করেন লোন নেওয়া মানে মাথায় ঋণের বোঝা চাপা।

তাই এই লোন নেওয়া থেকে অনেকেই বিরত থাকে। কারণ অনেক সময় দেখা যায় লোন শোধ করতে গিয়ে নিজের হাতের শেষ সম্বল টাকাও শেষ করে দেন অনেক মানুষ। তাই অনেকেই লোন নেওয়া কে এড়িয়ে চলেন। কিন্তু জানেন কি লোন নিয়ে ফকির নয় বরং কোটিপতিও করবে আপনাকে (How To Become Rich).

আজকের প্রতিবেদন সেই নিয়েই আলোচনা করবো আমরা। কোটিপতি হওয়ার আসল রহস্য বা How To Become Rich জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি মনযোগ সহকারে পড়ুন। কথায় আছে অর্থ সঠিক জায়গায় খরচ করতে হয়। আপনি ইনকাম করে হোক কিংবা লোন নিয়ে সেই টাকা যদি সঠিক ভাবে খরচ করতে পারেন তাহলেই ধনী হবার প্রথম পদক্ষেপ আপনি পার করতে পারবেন।

সম্প্রতি একটি জার্নালে বিশ্ব বিখ্যাত বিনিয়োগকারী রবার্ট কাওয়াসাকি জানিয়েছেন লোন নিয়ে ধনী হবার কথা। যে ব্যক্তি লোন নেয় তার কোনো না কোনো দরকারে তিনি লোন নেয়। কেউ মেয়ের বিয়ের জন্য, কেউ বাড়ি বা গাড়ি কেনার জন্য আবার কেউ ব্যাবসা করার জন্য। কিন্ত সেই লোনের সম্পূর্ণ টাকা সেই বিষয়ে খরচ করে ফেলে।

আর তারসাথে সুদ সমেত আসল আস্তে আস্তে শোধ ও করতে হয়। বিনিয়োগকারী কাওয়াসাকি বলেছেন এক্ষেত্রেও সবাই ভুল করে। লোন নেওয়া অর্থ নির্দিষ্ট কাজে সম্পূর্ণ খরচ না করে সেই অর্থ এমন জায়গায় লাগাতে হবে যেখান থেকে আপনি আরও ১০০ গুন রিটার্ন পাবেন। তাহলেই আপনার শোধ করার পরও অনেকটাই লাভের অংশ আপনার কাছে থাকবে।

ব্যাঙ্কে পড়ে থাকা 42 হাজার কোটি বেনামী টাকা দেশবাসীকে বিলিয়ে দিচ্ছে। কীভাবে পাবেন?

কি কি ভাবে লোনের টাকা কাজে লাগাবেন
১) আপনারা লোনের টাকা নিয়ে সোনা, রূপা বা অন্যান্য মূল্যবান ধাতু কিনে রেখে দিতে পারেন। এক্ষেত্রে বেশি লাভ হবে যদি গয়না না কিনে পাকা সোনা বা রুপার বাট কিনে রাখেন। কারণ বাটের দাম অবশ্যই সম পরিমাণ গয়না তুলনায় কম হবে।

বিশেষ করে সোনার দাম যখন কম থাকবে একটু সেই সময় কেনার চেষ্টা করবেন। এরপর ভবিষ্যতে যখন সোনা রুপার দাম আবার চড়া হবে, তখন সেই সোনা বা রুপার বাট গুলি দ্বিগুণ বা তার বেশি টাকায় বিক্রি করবেন (How To Become Rich).

MSME Loan - এমএসএমই লোন

২) আরো একটি উপায় হল খালি জমি কিনে রাখা। গ্রামাঞ্চল হোক বা শহর অঞ্চল, বিশেষ জায়গায় জমি থাকলে তার উপর চড়া দাম পাওয়া যায়। যেমন রোডের ধারে জমির দাম বেশি। তাই মালিকের সঙ্গে যোগাযোগ করে এই রকম ছোট বড় কয়েকটি জমি কিনে রাখতে পারেন। দাম কম হলেই সেক্ষেত্রে জমি কিনবেন। পরে সুবিধা মতন বেশি দামে বিক্রি করে দেবেন।

৩) রাস্তার পাশে বাড়ি হলে সরকারী সাহায্য নিয়ে পোস্ট অফিসের সাথে ব্যবসা করে লাখ টাকা ইনকাম করুন (How To Become Rich).

লোন নিয়ে ধনী হবার গোপন সুত্র। ব্যাংক ঋণ নিয়ে এইভাবে নিজের সম্পদ বৃদ্ধি করুন।

এইসমস্ত জায়গায় লোনের টাকা বিনিয়োগ করে লাভ ওঠাতে পারেন আপনি নিজের। কম দামে সোনা রূপার বাট কিনে, জমি কিনে চাহিদা অনুযায়ী সেগুলো বিক্রি করুন। আপনার নিজের বুদ্ধির মাধ্যমে লোন নিয়েও হয়ে উঠতে পারবেন কোটিপতি। তাই সঠিক জায়গায় সঠিক ভাবে লোনের অর্থ প্রয়োগ করুন (How To Become Rich).
Written by Shampa Debnath.

Leave a Comment