আবার শুরু হল বিবেকানন্দ স্কলারশিপ, আবেদন করুন এখনি।

প্রতি বছরের ন্যায় এই বছর অর্থাৎ 2022-2023 এর স্কলারশিপ প্রক্রিয়া শুরু হয়েছে। যদি আপনি এখনো আবেদন না করে থাকেন তবে দ্রুত আবেদন করুন অনলাইনের মাধ্যমে। মাধ্যমিক থেকে গবেষণা করা পড়ুয়া সকলে করতে পারবেন আবেদন। কিন্তু কন্যাশ্রী, নন নেট পি এইচ ডি, এমফিল, নন এল এস, নেট এল এস তারা পাবেন না।

বিবেকানন্দ স্কলারশিপ কারা, কিভাবে আবেদন করবেন, কত টাকা পাবেন জেনেনিন।

এই স্কলারশিপে ছাত্রছাত্রীরা তাদের শ্রেণী অনুযায়ী আলাদা আলাদা ক্যাটাগরীর টাকা পাবে। প্রতি মাসে 1500-5000 টাকা অব্দি পাবেন।
কত নম্বর পেতে হবে?
উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের এই বিবেকানন্দ স্কলারশিপের আওতায় আসতে হলে মাধ্যমিক পরীক্ষায় 75% নম্বর পেতে হবে এছাড়া যেকোনো লাইন নিয়ে পড়াশুনা করতে হলেও তাকে 75% নম্বর পেতে হবে।

স্নাতক স্তরে স্কলারশিপ পেতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 75% নম্বর পেতে হবে। স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষার্থীদের এই অনুদান পেতে স্নাতক পরীক্ষার 53% নম্বর দরকার। ইঞ্জিনিয়ারিং এ 55% নম্বর পেতে হবে।
কবে থেকে শুরু হয়েছে?
স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে 17আগস্ট 2022 থেকে।

প্রয়োজনীয় নথি
আবেদনকারীর শেষ পরীক্ষার মার্কশিট
পরিবারের আয়ের সংসাপত্র
ব্যাংকের বইয়ের প্রথম পাতার ফটোকপি
পাঠরত শিক্ষা প্রতিষ্ঠানের ডকুমেন্ট
পাসপোর্ট সাইজ ফটো
ডমিক্লিয়ে সার্টিফিকেট

কত পরিমাণ অর্থ পাবেন?
মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতি মাসে 1000 টাকা
স্নাতক আর্টস, কমার্স প্রতি মাসে 1000 টাকা
স্নাতক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী প্রতি মাসে 1500 টাকা
স্নাতকোত্তর আর্টস, কমার্স প্রতি মাসে 2000 টাকা
স্নাতকোত্তর বিজ্ঞান এবং অন্য বিভাগ অর্থাৎ প্রফেশনাল কোর্স প্রতি মাসে 2500 টাকা।
ইঞ্জনিয়ারিং, ডাক্তারি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে 5000 টাকা প্রতিমাসে। এবং পলিটেকনিকে 1500 টাকা।

কিভাবে আবেদন করবেন?
স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিলাপ করতে হবে। যা ডকুমেন্ট চাইবে সব স্ক্যান করে করে জমা দিতে হবে এরপর ফর্ম ফিলিপ করে মেল আইডি পাসওয়ার্ড দিতে হবে। সব শেষে ফর্মটি এক কপি প্রিন্ট আউট বার করতে হবে। আরো কিছু জানতে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখেনিন https://banglaruchchashiksha.wb.gov.in link টি দেখুন।

Leave a Comment