Seba Sakhi Prakalpa-এর মাধ্যমে প্রতিটি ব্লক থেকে 20 জন করে কর্মী নিয়োগ করবে রাজ্য সরকার, মাসিক বেতন 10000 টাকা।

Seba Sakhi Prakalpa – কীভাবে আবেদন করবেন? জানুন বিস্তারিত।

রাজ্য সরকারের তরফে একগুচ্ছ প্রকল্প (Seba Sakhi Prakalpa) ব্যাবস্থার কথা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। তাতে বাংলার মেয়েরা খুবই উপকৃত হয়েছে। সরকারের তরফে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে বাংলার মেয়েদের প্রতিমাসে ৫০০ টাকা করে দেওয়া হয়। এবার আরও একটি প্রকল্পের ঘোষনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যার নাম ” সেবা সখী প্রকল্প”।

পশ্চিমবঙ্গ সরকার এই কর্ম আকালের যুগে কর্ম সংস্থানের খবর নিয়ে এসেছে। যার ফলে অনেক পরিবারের অর্থনৈতিক কষ্টের একটু চাপ কমবে। আপনিও যদি কাজ খুঁজে থাকেন আর কাজের দরকার আপনার পরিবারকে আর্থিক দিক থেকে একটু সাহায্য করার জন্য তাহলে আর চিন্তা নেই। সেবা সখী প্রকল্পে নিজের নাম যুক্ত করুন আর পেয়ে যান মোটা অঙ্কের টাকা।

রাজ্যের খাদ্য দপ্তরে পুনরায় বিপুল সংখ্যক কর্মী নিয়োগ, আগের থেকে বেশি ভ্যাকান্সি।

এই প্রকল্পের উদ্দেশ্যঃ
রাজ্য সরকারের মতে মেয়েদের কে নিজের পায়ে দাঁড়ানোর জন্য ও তাদের নিজেদের প্রতি আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এই নতুন প্রকল্পের (Seba Sakhi Prakalpa) উদ্যোগ নিয়েছে সরকার। এই প্রকল্প অনুযায়ী তাদেরকে একটা প্রশিক্ষণ দেওয়া হবে। সেই প্রশিক্ষণটি হবে গ্রামীণ জীবিকা মিশন এর মাধ্যমে। তারা শেখাবে কিভাবে অসুস্থ বয়স্ক মানুষদের সেবা করা হয়, ব্যান্ডেজ করা, রক্ত চাপ পরিমাপ, প্রেসার মাপা প্রভৃতি কাজ । এইসব ট্রেনিং এর পর তাদের কাজে যুক্ত করা হবে।

বেতন ও অন্যান্য সুবিধাঃ
প্রতিটি জেলার ব্লক থেকে ২০ থেকে ৪০ জন করে নেওয়া হবে। তাদের ট্রেনিং এর পরে স্বাস্থ্য কেন্দ্রে সেবা মূলক কাজে নিযুক্ত করা হবে। প্রতিদিন ৩০০ টাকা করে দেওয়া হবে যাদের শহরাঞ্চলে কাজে নিযুক্ত করা হবে। অর্থাৎ মাসে তারা পাবেন ৯০০০ টাকা তবে তাদের গ্রামে কাজ করার জন্য নিযুক্ত হলে ২৫৫ টাকা প্রতিদিন পাবে। অর্থাৎ মাসিক আয় হবে ৭৬৫০ টাকা। অনেকটাই আর্থিক চাপ কমে যাবে সেই সমস্ত পরিবার গুলোর। তারা নিজের পায়ে দাঁড়িয়ে (Seba Sakhi Prakalpa) স্বাবলম্বী ও হতে পারবে। এমনটাই আশা করছেন সরকার। তাই খুব দ্রুততার সাথে কাজ এগিয়ে নিতে চাইছেন। জানা গেছে দুর্গাপূজার পরই প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য আবেদন করা যাবে।

সকল সরকারি কর্মী ও পেনশনারদের জরুরী নির্দেশ। না মানলে পেমেন্ট আটকে যাবে।

আবেদন করবেন কিভাবেঃ
আবেদন করতে হলে অনলাইন ও অফলাইন (Seba Sakhi Prakalpa) দুটিতেই করা যাবে। কিভাবে আবেদন করা যাবে সরকার থেকে বিজ্ঞপ্তি পেশ হলেই জানিয়ে দেওয়া হবে। সূত্র মারফত জানা যাচ্ছে, আপাতত বারুইপুর, রাজারহাট, পাশকুড়া ও আমতা এই চারটি ব্লকে এই প্রকল্প চলবে। পরে আরও জায়গায় বাড়ানো হবে। প্রতিটি ব্লক থেকে ২০ জন মহিলাকে বাছাই করে কলকাতার ইনস্টিটিউট অফ জেরোন্টোলজিতে প্রশিক্ষণ দেওয়া হবে।

তারা প্রশিক্ষণ শেষে কাজে নিযুক্ত হলে দেখা যায় যদি সরকারের এই প্রকল্প অনেক কাজে লেগেছে বা সফলতা এনেছে তাহলে পরবর্তী প্রকল্পের কথা ভাবা হবে এবং অনুরূপ আবারও সেবা সখী প্রকল্পের অধীনে আরও প্রশিক্ষণ দেওয়া হবে ও কাজে নিযুক্ত করা হবে।
Written by Shampa Debnath

Leave a Comment