SBI Asha Scholarship – আবেদন করলেই সকল ছাত্র ছাত্রী পেয়ে যাবে 10000 টাকা। বাংলার পড়ুয়াদের বিরাট সুখবর?

SBI Asha Scholarship 2023

State bank of India চালু করলো SBI Asha Scholarship 2023. এই স্কলারশিপে আবেদনের সকল খুঁটিনাটি জানতে পড়ুন বিস্তারিত।
রাজ্য সরকার থেকে কেন্দ্রীয় সরকার বিভিন্ন ভাবে চেষ্টা করেন রাজ্যবাসীর জন্য কিভাবে উপকার (SBI Asha Scholarship) দেওয়া যাবে। সেইজন্য রাজ্য ও কেন্দ্রের তরফে অনেক রকম ভাতা চালু করা হয়েছে।

Advertisement

তেমনি ব্যাংকগুলোও চেষ্টা করে সাধারণ মানুষের জন্য ফিক্সড ডিপোজিটের সুদের পরিমাণ বৃদ্ধি করতে যাতে মানুষের সুবিধা হয়। তেমনি সবচেয়ে বড়ো রাষ্ট্রায়ত্ত ব্যাংক এস বি আই একটি স্কলারশিপ ব্যাবস্থা করেছে। যেটির নাম SBI Asha scholarship. এই স্কলারশিপে আবেদন করলে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের যোগ্য পড়ুয়ারা পড়াশোনার খরচ পেতে পারে। তবে তার আগে নিয়ম কানুন জেনে নিন।

Advertisement

SBI Asha Scholarship 2023 application process

জানা যাচ্ছে SBI ফাউন্ডেশন এর উদ্যোগে এস বি আই ব্যাংক নিজে থেকেই এই বিষয়ে আয়োজন করেছে সমস্ত মেধাবী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। আপনিও কি এই স্কলারশিপ (SBI Asha Scholarship) পেতে চান তাহলে কিভাবে আবেদন করবেন সেই বিষয়ে নিচে আলোচনা করা হলো। ভালো করে সম্পূর্ণ পড়ুন।

PM kisan Yojana-র 15 তম কিস্তির টাকা কবে ঢুকবে? জেনে নিন সঠিক খবর।

আগে জানা প্রয়োজন SBIF scholarship কিঃ
এটি হলো এস বি আই ফাউন্ডেশন দ্বারা পরিচালিত ইন্টিগ্রেটেড লার্নিং মেশিনের অন্তর্গত একটি স্কলারশিপ (SBI Asha Scholarship) ব্যাবস্থা। যেটা প্রধানত সাহায্য করবে আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া মেধাবী ছাত্রছাত্রীদের। তাদের পড়াশুনা ও পড়াশুনা সংক্রান্ত বিষয়ে যাতে তারা অর্থের জন্য পিছিয়ে না পড়ে সেটি দেখা একমাত্র উদ্দেশ্য। ক্লাস ফাইভ থেকে উচ্চাধ্যমিক অবধি ছেলেমেয়েরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। আর আবেদন করলেই ১০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারে। এই SBIF ২৮ টি দেশের যুব সমাজের উন্নতি, পড়াশুনা, স্বাস্থ্য প্রভৃতি ক্ষেত্রে লক্ষ্য দেয়।

কারা আবেদনের যোগ্যঃ
১) ক্লাস (v) থেকে ( xii) অবধি ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে।
২) একমাত্র অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে থাকা পরিবার যাদের বার্ষিক আয় ৩,০০,০০০ টাকা বা তারও কম একমাত্র তারাই আবেদনের যোগ্য।

৩) ভারতবর্ষের যে কোনো মেধাবী ছাত্রছাত্রী আবেদন করতে পারবে। ক্লাসের বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর ৭৫ শতাংশ বা তার বেশি হলেই তাকে মেধাবী পর্যায়ে ধরা হবে।
৪) মাসে ১০,০০০ টাকা দেওয়া হবে। তবে সবকিছুই নির্ভর করছে কত শতাংশ নম্বর পেয়েছে তার ওপর।

জরুরী ডকুমেন্টঃ
আবেদন করতে কিছু দরকারী নথি প্রয়োজন হবে। তারমধ্যে প্রথম বয়সের প্রমাণপত্র। দ্বিতীয়, দেশের নাগরিক তার প্রমাণপত্র। তৃতীয়, ক্লাসের বার্ষিক পরীক্ষার পাশের রেজাল্ট। চতুর্থ, যে নতুন ক্লাসে ভর্তি হয়েছে তার ফ্রম। পঞ্চম, পরিবারের বার্ষিক আয়ের পরিমাণ এর প্রমাণ।

How to apply SBI Asha Scholarship 2023?

কিভাবে আবেদন করতে হবেঃ
এই আবেদন অনলাইন মারফত করতে হবে। তাই সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এর পর নাম, ইমেল আইডি ও জন্ম তারিখ দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। এরপর ইমেল (SBI Asha Scholarship) আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। তারপর যে ডকুমেন্টসগুলো চেয়েছে নির্দিষ্ট সাইজের মধ্যে স্ক্যান করে আপলোড দিতে হবে। সমস্ত কিছু তথ্য যাচাই করে সাবমিট বাটনে ক্লিক করে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এই বিষয়ে যদি আরও বিস্তারিত তথ্য জানার থাকে অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সার্চ করুন।

আবেদনের শেষ তারিখঃ
প্রতিবছর একটি নির্দিষ্ট সময়ে এই স্কলারশিপের জন্য আবেদন করার জন্য সময় দেওয়া হয়। এখনো আবেদন প্রক্রিয়া চলছে। শেষ তারিখ ৩০ শে নভেম্বর নির্ধারিত আছে।
যদি আপনি এই স্কলারশিপ আবেদনের জন্য ইচ্ছুক থাকেন নির্দিষ্ট সময়ের আগেই আবেদন প্রক্রিয়া শেষ করুন।
Written by Shampa Debnath.

সপ্তাহের শুরুতেই হলমার্ক সোনার দাম কমলো। সোনার গয়না কেনার সুবর্ণ সুযোগ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button