Samudra Sathi Scheme – আবেদন করুন সমদ্র সাথী প্রকল্পে, আর পান প্রতিমাসে 5000 টাকা।

রাজ্য সরকারের উদ্যোগে বঙ্গবাসী নানা রকম প্রকল্পের সুবিধা পেয়ে চলেছেন তার মধ্যে অন্যতম সমুদ্র সাথী প্রকল্প বা Samudra Sathi Scheme. রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকটি ব্যক্তির জন্য আলাদা আলাদা প্রকল্প এনেছেন যার মাধ্যমে শিশু, কন্যা, নারী, যুবক, বৃদ্ধ, বিধবা প্রত্যেকটি মানুষ এই প্রকল্প গুলোর মাধ্যমে আর্থিক সহায়তা পেয়ে থাকেন। রাজ্য সরকার রাজ্যের মৎস্যজীবীদের জন্য আরেকটি উল্লেখযোগ্য প্রকল্প চালু করেছেন যার নাম সমুদ্র সাথী প্রকল্প।

Advertisement

How to Apply Samudra Sathi Scheme and Benefit

এপ্রিলের শুরুতেই এই নতুন প্রকল্প উদ্বোধন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যার মাঝে উপকৃত হবেন একশ্রেণীর মানুষ। এই প্রকল্পে আবেদন করলে আপনি পেয়ে যাবেন মাসে ৫০০০ টাকা করে। কিভাবে আবেদন করবেন ? কারা আবেদনের যোগ্য এই সম্পর্কিত বিভিন্ন তথ্য পেয়ে যাবেন এই প্রতিবেদনের মাধ্যমে। সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন (Samudra Sathi Scheme).

Advertisement

কাদের জন্য এই প্রকল্প

এই প্রকল্প (Samudra Sathi Scheme) যে শ্রেণীর জন্য করা হয়েছে তারা হলো মৎস্যজীবী। ঝড় জল উপেক্ষা করে মাছ ধরার জন্য সমুদ্রে বা নদীতে যেতে হয় যাদের। অনেক সময় আচমকা বিপদের জন্য তাদের জীবন বিপদের সম্মুখীন হয়। তবুও জীবিকা নির্বাহের জন্য সেই দুর্যোগকে পরোয়া না করে তারা মাছ ধরার জন্য নদী বা সমুদ্রে যান। এছাড়াও অনেক প্রাকৃতিক দুর্যোগের জন্য সমুদ্রে মাছ ধরতে যাওয়ার নিষেধাজ্ঞা থাকে প্রায় ৬১ দিন ধরে।

আর এই সময়টা থাকে ১৫ এপ্রিল থেকে ১৪ই জুন অর্থাৎ গ্রীষ্ম ও বর্ষা মিলিয়ে কারণ এই সময়ে বিভিন্ন কালবৈশাখী ঝড় আসার প্রাদুর্ভাব দেখা যায়। তাই তাদের সেই সময়কার আয় প্রায় বন্ধ থাকে। এইসব কথা চিন্তা করে রাজ্য সরকার সমুদ্র সাথী প্রকল্প বা Samudra Sathi Scheme সূচনা করেন যার মাধ্যমে এই মৎস্যজীবী শ্রেণী অনেকটাই উপকৃত হবেন। ১ লা এপ্রিল ২০২৪ থেকে এই সমুদ্র সাথী প্রকল্পটি চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সমুদ্র সাথী প্রকল্প সুবিধা গুলি কী কী

যে সমস্ত মৎস্যজীবীরা যারা একটি বছরের নির্দিষ্ট সময় সমুদ্রে মাছ ধরতে যাওয়ার জন্য নিষেধাজ্ঞা পান সেই সময়কার তাদের যে আয় বন্ধ থাকে, সেই আয় বন্ধ থাকার দরুন যে আর্থিক কষ্ট দেখা যায় সেই আর্থিক কষ্ট দূর করার জন্য দুমাসে ৫ হাজার টাকা করে সরকার ভাতা দেবেন সমুদ্র সাথী প্রকল্পের বা Samudra Sathi Scheme মাধ্যমে। এই সাহায্য পাওয়া যাবে দুইমাস ধরে। উত্তর চব্বিশ পরগণা, দক্ষিণ চব্বিশ পরগণা, পূর্ব মেদিনীপুর জেলার মৎস্যজীবীরা বছরের নির্দিষ্ট সময় দুমাসের জন্য সরকারের তরফে ভাতা পাবেন।

আবেদনের যোগ্যতা

সবরকম মৎস্যজীবী এই প্রকল্পের সুবিধা পাবেন না। এই প্রকল্পের আবেদনের জন্য কিছু যোগ্যতা থাকতে হবে।
১) এই প্রকল্পের আবেদনের জন্য মৎস্যজীবীকে উত্তর চব্বিশ পরগণা, দক্ষিণ চব্বিশ পরগণা, পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দা হতে হবে।
২) আবেদনকারী মৎস্যজীবীর বয়স হতে হবে অন্ততপক্ষে ২১ বছরের বেশি।
৩) একজন পরিবার থেকে একজন মৎস্যজীবী প্রকল্পের সুবিধা পাবেন।

সরকারের নতুন স্কিম বাড়িয়ে বসে বিনামূল্যে ইন্টারনেট পেয়ে যাবেন, কীভাবে আবেদন করবেন?

সমদ্র সাথী প্রকল্পে আবেদন পদ্ধতি

এ প্রকল্পে (Samudra Sathi Scheme) আবেদন করার জন্য আপনি তিন রকম ভাবে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন।
প্রথমত, আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তার জন্য মৎস্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র ফিলাপ করে ডকুমেন্ট আপলোড করে সাবমিট করতে হবে।

Seva Sakhi Scheme - (সেবা সখি পেকল্প)

দ্বিতীয়ত, আপনি যে ব্লকে থাকেন সে ব্লকের মৎস সম্প্রসারণ আধিকারিক এর কাছে গিয়েও ফর্ম নিয়ে এসে সে ফর্ম ফিলাপ করে ডকুমেন্টসহ তার কাছে জমা দিতে পারেন।
তৃতীয়ত, ‘নির্দেশ’ -১ পূরণ করে দরখাস্ত করে প্রকল্পের জন্য অ্যাপ্লিকেশন করা যাবে।

৪ জুন ভোটের ফল ঘোষণার পরই একাউন্টে টাকা ঢুকবে। PM Kisan Yojana তে কৃষকবন্ধুদের ১৭ তম কিস্তির টাকা কবে পাবেন?

যে সমস্ত মৎস্যজীবীরা এই প্রকল্প সম্পর্কে এখনো অবগত নন তারা এ প্রতিবেদনটি পড়ে যদি আপনার উপরিউক্ত যোগ্যতার সঙ্গে নিজের যোগ্যতা মিলে যায় তাহলে উপরিউক্ত আবেদন পদ্ধতির মধ্যে যেকোনো একটি পদ্ধতিতে আবেদন করুন এবং সমুদ্র সাথী প্রকল্পের বা Samudra Sathi Scheme সুবিধা গ্রহণ করুন। এমন আরো অন্যান্য প্রকল্পের সুবিধা জানতে আমাদের এই পেজটি ফলো করে পাশে থাকুন।
Written by Shampa Debnath.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button